ঢাকা ০৪:২৪ অপরাহ্ন, শনিবার, ২৩ অগাস্ট ২০২৫, ৮ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo শেখ হাসিনা যা চাচ্ছেন, পিআর পদ্ধতি অনেকটা ওইরকম: রিজভী Logo কেন্দ্র দখল করলেই ভোট বাতিল করা হবে: সিইসি নাসির উদ্দিন Logo বাজারে কমছে চালের দাম,বন্দরে ঢুকছে ভারতীয় চাল বোঝাই শত শত ট্রাক Logo চকরিয়া থানায় যুবকের মৃত্যু: এএসআইসহ ৩ পুলিশ প্রত্যাহার Logo ইসরায়েলের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপে ব্যর্থ, পদত্যাগ করলেন ডাচ পররাষ্ট্রমন্ত্রী Logo কিশোরগঞ্জে যুবদলের দুই পক্ষের সংঘর্ষ-গোলাগুলি, দুই নেতাকে বহিষ্কার Logo জাকসুতে কর্মী সংকটে প্যানেল ঘোষণা করতে পারছে না বামপন্থী ছাত্রসংগঠনগুলো Logo আজ ঢাকায় আসছেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার Logo দেশকে বিরাজনীতিকরণে নতুন ‘মাইনাস-টু ফর্মুলা’ সক্রিয়: মির্জা আব্বাস Logo লিটনকে অধিনায়ক করে এশিয়া কাপের জন্য বাংলাদেশ দল ঘোষণা

জানুয়ারি মাসে সিলেটে ৩৩ দুর্ঘটনা, নিহত ৩৬

জানুয়ারি মাসে সিলেটে ৩৩ দুর্ঘটনা, নিহত ৩৬

চলতি বছরের প্রথম মাসে সিলেটে ৩৩টি সড়ক দুর্ঘটনা ঘটেছে। এতে প্রাণহানি হয়েছে ৩৬ জনের। আহত হয়েছে ৬৮ জন। মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) নিরাপদ সড়ক চাই (নিসচা) সিলেট বিভাগীয় কমিটির প্রতিবেদন থেকে এমন তথ্য জানা গেছে।

প্রতিবেদনে বলা হয়, জানুয়ারি মাসে সিলেট বিভাগে ৩৩টি সড়ক দুর্ঘটনায় ৩৬ জন নিহত ও ৬৮ জন আহত হয়েছে। নিহতের ১৫ জনই মোটরসাইকেলচালক ও আরোহী। বিভাগে সবচেয়ে বেশি দুর্ঘটনা ঘটেছে সিলেট জেলায় আর সবচেয়ে কম মৌলভীবাজার জেলায়। জানুয়ারি মাসের দুর্ঘটনাগুলোর মধ্যে ১৭টি সিলেট জেলায়।

এতে ২০ জন নিহত ও ৩৩ জন আহত হন। এরপর সুনামগঞ্জ জেলায় ৫ সড়ক দুর্ঘটনায় ৫ জন নিহত ও একজন আহত হয়েছেন। মৌলভীবাজার ঝেলায় ৩টি সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত আর ৩ জন আহত হয়েছেন। হবিগঞ্জ জেলায় ৮টি সড়ক দুর্ঘটনায় ৯ জনের মৃত্যু ও ৩১ জন আহত হয়েছেন।

প্রতিবেদনে আরো বলা হয়, জানুয়ারি মাসে সিলেট বিভাগে সড়ক দুর্ঘটনায় নিহতের মধ্যে ১৫ জনই মোটরসাইকেলচালক ও আরোহী, ৯ জন সিএনজিচালিত অটোরিকশাচালক এবং ৯ জন পথচারী রয়েছেন। দুর্ঘটনাগুলোর ধরণ বিবেচনায় নিয়ন্ত্রণ হারিয়ে গাড়ি উল্টে ৫টি দুর্ঘটনায় ৪ জন, মুখোমুখি সংঘর্ষের ৮টি দুর্ঘটনায় ১০ জন, বৈদ্যুতিক খুঁটি ও গাছের সঙ্গে ধাক্কায় ৩টি দুর্ঘটনায় ৩ জন নিহত হন। নিহতদের মধ্যে ১০ জন চালকও হয়েছেন।

এছাড়া জানুয়ারি মাসে নিহত ৩৬ জনের মধ্যে ২৪ জন পুরুষ, ৮ জন নারী ও ৪ জন শিশু রয়েছেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।

নিসচা কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক, সিলেট বিভাগীয় কমিটির সদস্যসচিব ও সিলেট জেলার আহ্বায়ক জহিরুল ইসলাম মিশু গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে জানান, পাঁচটি স্থানীয় দৈনিক পত্রিকা, অনলাইন পত্রিকার তথ্য, দুটি জাতীয় দৈনিক পত্রিকার তথ্য, অনুমেয় অনুজ্জ বা অপ্রকাশিত ঘটনা ও নিসচা সিলেটের শাখা সংগঠনগুলোর তথ্যের ভিত্তিতে নিসচা বিভাগীয় কমিটি এ প্রতিবেদন তৈরি করেছে।

জনপ্রিয় সংবাদ

শেখ হাসিনা যা চাচ্ছেন, পিআর পদ্ধতি অনেকটা ওইরকম: রিজভী

জানুয়ারি মাসে সিলেটে ৩৩ দুর্ঘটনা, নিহত ৩৬

আপডেট সময় ০৮:৪৬:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারী ২০২৫

চলতি বছরের প্রথম মাসে সিলেটে ৩৩টি সড়ক দুর্ঘটনা ঘটেছে। এতে প্রাণহানি হয়েছে ৩৬ জনের। আহত হয়েছে ৬৮ জন। মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) নিরাপদ সড়ক চাই (নিসচা) সিলেট বিভাগীয় কমিটির প্রতিবেদন থেকে এমন তথ্য জানা গেছে।

প্রতিবেদনে বলা হয়, জানুয়ারি মাসে সিলেট বিভাগে ৩৩টি সড়ক দুর্ঘটনায় ৩৬ জন নিহত ও ৬৮ জন আহত হয়েছে। নিহতের ১৫ জনই মোটরসাইকেলচালক ও আরোহী। বিভাগে সবচেয়ে বেশি দুর্ঘটনা ঘটেছে সিলেট জেলায় আর সবচেয়ে কম মৌলভীবাজার জেলায়। জানুয়ারি মাসের দুর্ঘটনাগুলোর মধ্যে ১৭টি সিলেট জেলায়।

এতে ২০ জন নিহত ও ৩৩ জন আহত হন। এরপর সুনামগঞ্জ জেলায় ৫ সড়ক দুর্ঘটনায় ৫ জন নিহত ও একজন আহত হয়েছেন। মৌলভীবাজার ঝেলায় ৩টি সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত আর ৩ জন আহত হয়েছেন। হবিগঞ্জ জেলায় ৮টি সড়ক দুর্ঘটনায় ৯ জনের মৃত্যু ও ৩১ জন আহত হয়েছেন।

প্রতিবেদনে আরো বলা হয়, জানুয়ারি মাসে সিলেট বিভাগে সড়ক দুর্ঘটনায় নিহতের মধ্যে ১৫ জনই মোটরসাইকেলচালক ও আরোহী, ৯ জন সিএনজিচালিত অটোরিকশাচালক এবং ৯ জন পথচারী রয়েছেন। দুর্ঘটনাগুলোর ধরণ বিবেচনায় নিয়ন্ত্রণ হারিয়ে গাড়ি উল্টে ৫টি দুর্ঘটনায় ৪ জন, মুখোমুখি সংঘর্ষের ৮টি দুর্ঘটনায় ১০ জন, বৈদ্যুতিক খুঁটি ও গাছের সঙ্গে ধাক্কায় ৩টি দুর্ঘটনায় ৩ জন নিহত হন। নিহতদের মধ্যে ১০ জন চালকও হয়েছেন।

এছাড়া জানুয়ারি মাসে নিহত ৩৬ জনের মধ্যে ২৪ জন পুরুষ, ৮ জন নারী ও ৪ জন শিশু রয়েছেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।

নিসচা কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক, সিলেট বিভাগীয় কমিটির সদস্যসচিব ও সিলেট জেলার আহ্বায়ক জহিরুল ইসলাম মিশু গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে জানান, পাঁচটি স্থানীয় দৈনিক পত্রিকা, অনলাইন পত্রিকার তথ্য, দুটি জাতীয় দৈনিক পত্রিকার তথ্য, অনুমেয় অনুজ্জ বা অপ্রকাশিত ঘটনা ও নিসচা সিলেটের শাখা সংগঠনগুলোর তথ্যের ভিত্তিতে নিসচা বিভাগীয় কমিটি এ প্রতিবেদন তৈরি করেছে।