ঢাকা ১১:০৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৫, ২২ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

আজ দিনের তাপমাত্রা কিছুটা কমতে পারে

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৮:২২:০৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারী ২০২৫
  • 18

আজ মঙ্গলবার সারা দেশে দিনের তাপমাত্রা কিছুটা কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। তবে রাতের তাপমাত্রায় তেমন পরিবর্তনের সম্ভাবনা নেই। সকাল পর্যন্ত দেশের কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা থাকতে পারে। এতে বিমান, নৌ ও সড়ক যোগাযোগ সাময়িকভাবে ব্যাহত হতে পারে বলে সতর্ক করেছে অধিদপ্তর।

গতকাল সোমবার রাতে জানতে চাইলে আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো.তরিফুল নেওয়াজ কবির বলেন, ‘মঙ্গলবার ও বুধবার দিনের তাপমাত্রা কিছুটা কমতে পারে।

বুধবার বা বৃহস্পতিবার থেকে তা আবার বাড়তে পারে। ৭ বা ৮ ফেব্রুয়ারি (শুক্রবার বা শনিবার) থেকে দু-তিন দিনের জন্য আবার তাপমাত্রা কিছুটা কমতে পারে।’

এদিকে ঘন কুয়াশার কারণে রবিবার মধ্যরাত আড়াইটা থেকে সোমবার সকাল ৯টা পর্যন্ত হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের আকাশ ঝাপসা ছিল

এ সময় প্রায় ১৬টি ফ্লাইট নির্ধারিত সময়ে ঢাকায় অবতরণ করতে পারেনি। রানওয়ে স্পষ্টভাবে দেখতে না পারায় এ সময় ঢাকার আকাশ থেকে ফিরে গেছে ছয়টি ফ্লাইট। পরে ফ্লাইটগুলোর তিনটি সিলেট বিমানবন্দরে এবং তিনটি ভারতের কলকাতা আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। পরে সকাল ১০টার দিকে বিমান ওঠানামা স্বাভাবিক হয়।

কুয়াশা কবে থেকে কমতে পারে, জানতে চাইলে আবহাওয়াবিদ তরিফুল নেওয়াজ বলেন, ‘দেশের উত্তরাঞ্চল ও ঢাকায় কুয়াশা রবিবারের তুলনায় সোমবার কিছুটা কমেছে। তবে ফেব্রুয়ারিতে বিক্ষিপ্তভাবে বিভিন্ন জায়গায় কুয়াশা থাকে। মঙ্গলবারও দেশের কোথাও কোথাও ঘন কুয়াশা থাকতে পারে। বুধবার থেকে কুয়াশা আরোও কমতে পারে।’

আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে আজ।

দিনের তাপমাত্রা কিছুটা কমতে পারে। তবে প্রায় অপরিবর্তিত থাকতে পারে রাতের তাপমাত্রা। সারা দেশে দিনের তাপমাত্রা কমতে পারে আগামীকাল বুধবার‌ও। রাতের তাপমাত্রা বাড়তে পারে ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস। বৃহস্পতিবার আবার দিনের তাপমাত্রা বাড়তে পারে।

গতকাল দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল পঞ্চগড়ের তেঁতুলিয়ায়, ১২.৪ ডিগ্রি সেলসিয়াস। ঢাকায় এ সময় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ১৮.৫ ডিগ্রি সেলসিয়াস।

ট্যাগস :

আজ দিনের তাপমাত্রা কিছুটা কমতে পারে

আপডেট সময় ০৮:২২:০৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারী ২০২৫

আজ মঙ্গলবার সারা দেশে দিনের তাপমাত্রা কিছুটা কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। তবে রাতের তাপমাত্রায় তেমন পরিবর্তনের সম্ভাবনা নেই। সকাল পর্যন্ত দেশের কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা থাকতে পারে। এতে বিমান, নৌ ও সড়ক যোগাযোগ সাময়িকভাবে ব্যাহত হতে পারে বলে সতর্ক করেছে অধিদপ্তর।

গতকাল সোমবার রাতে জানতে চাইলে আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো.তরিফুল নেওয়াজ কবির বলেন, ‘মঙ্গলবার ও বুধবার দিনের তাপমাত্রা কিছুটা কমতে পারে।

বুধবার বা বৃহস্পতিবার থেকে তা আবার বাড়তে পারে। ৭ বা ৮ ফেব্রুয়ারি (শুক্রবার বা শনিবার) থেকে দু-তিন দিনের জন্য আবার তাপমাত্রা কিছুটা কমতে পারে।’

এদিকে ঘন কুয়াশার কারণে রবিবার মধ্যরাত আড়াইটা থেকে সোমবার সকাল ৯টা পর্যন্ত হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের আকাশ ঝাপসা ছিল

এ সময় প্রায় ১৬টি ফ্লাইট নির্ধারিত সময়ে ঢাকায় অবতরণ করতে পারেনি। রানওয়ে স্পষ্টভাবে দেখতে না পারায় এ সময় ঢাকার আকাশ থেকে ফিরে গেছে ছয়টি ফ্লাইট। পরে ফ্লাইটগুলোর তিনটি সিলেট বিমানবন্দরে এবং তিনটি ভারতের কলকাতা আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। পরে সকাল ১০টার দিকে বিমান ওঠানামা স্বাভাবিক হয়।

কুয়াশা কবে থেকে কমতে পারে, জানতে চাইলে আবহাওয়াবিদ তরিফুল নেওয়াজ বলেন, ‘দেশের উত্তরাঞ্চল ও ঢাকায় কুয়াশা রবিবারের তুলনায় সোমবার কিছুটা কমেছে। তবে ফেব্রুয়ারিতে বিক্ষিপ্তভাবে বিভিন্ন জায়গায় কুয়াশা থাকে। মঙ্গলবারও দেশের কোথাও কোথাও ঘন কুয়াশা থাকতে পারে। বুধবার থেকে কুয়াশা আরোও কমতে পারে।’

আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে আজ।

দিনের তাপমাত্রা কিছুটা কমতে পারে। তবে প্রায় অপরিবর্তিত থাকতে পারে রাতের তাপমাত্রা। সারা দেশে দিনের তাপমাত্রা কমতে পারে আগামীকাল বুধবার‌ও। রাতের তাপমাত্রা বাড়তে পারে ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস। বৃহস্পতিবার আবার দিনের তাপমাত্রা বাড়তে পারে।

গতকাল দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল পঞ্চগড়ের তেঁতুলিয়ায়, ১২.৪ ডিগ্রি সেলসিয়াস। ঢাকায় এ সময় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ১৮.৫ ডিগ্রি সেলসিয়াস।