জেলে বসেই ফেসবুক চালাচ্ছেন আওয়ামীলীগের সাবেক বিমান ও পর্যটন মন্ত্রী ফারুক খান। সোমবার বিকাল সাড়ে ৫টায় তিনি ফেসবুকে আওয়ামীলীগের রাজনীতি ও শেখ হাসিনাকে নিয়ে এক স্ট্যাটাস দেন।
ফেসবুক স্ট্যাটাসে তিনি লেখেন, অনেক চেষ্টা করে অনলাইনে এসেছি। জেলের চার দেয়াল আমাদের নিজ সত্তার সামনে দাঁড়া করায়। অনেক কিছু বলতে চাই, কিনতু এখন সবই বলতে পারছি না। এতটুকুই বলবো শেখ হাসিনাকে নেত্রী মেনেছিলাম কিন্তু আজকে তাঁর হঠকারিতার জন্যেই আমাদের দলের এই পরিণতি। দলের নেতৃত্বে পরিবর্তন এবং সর্বস্তরে শুদ্ধি অভিযান ব্যতিত কোন ধরনের রাজনীতিতে ফেরা উচিত হবেনা। শেখ হাসিনার আওয়ামী লীগ আর চাইনা, বঙ্গবন্ধুর আওয়ামী লীগ ফেরত চাই।
জয় বাংলা জয় বঙ্গবন্ধু।
তার স্ট্যটাস দেয়ার ৩০ মিনিট পর পেজটি আর দেখা যাচ্ছে না সোস্যাল মিডিয়াতে।