গাজীপুরের টঙ্গীতে ৫৮তম বিশ্ব ইজতেমার প্রথম পর্বের দ্বিতীয় ধাপ শুরু হয়েছে। জুবায়েরপন্থিদের এ পর্বের নেতৃত্ব দিচ্ছেন বিশ্ব তাবলিগ জামাতের শীর্ষ মুরব্বি বাংলাদেশের হাফেজ মাওলানা জুবায়ের অনুসারী শুরায়ে নেজামি।
সোমবার (৩ ফেব্রুয়ারি) ফজরের নামাজের পরই শুরু হয় দ্বিতীয় ধাপের আনুষ্ঠানিকতা।
এবারের ইজতেমায় অংশগ্রহণ করছে দেশের ২২টি জেলা। যার মধ্যে রয়েছে- জামালপুর, সিলেট, সিরাজগঞ্জ, মেহেরপুর, কক্সবাজারসহ নানা অঞ্চল। এছাড়া বিদেশি মেহমানদের জন্য প্রস্তুত করা হয়েছে আলাদা তাঁবু।
৩, ৪ ও ৫ ফেব্রুয়ারি চলবে দ্বিতীয় ধাপের ইজতেমা। আগামী ৫ ফেব্রুয়ারি আখেরি মোনাজাতের মধ্যে দিয়ে শেষ হয়ে হবে প্রথম পর্বের দ্বিতীয় ধাপ।
পরে আগামী ১৪ ফেব্রুয়ারি থেকে দ্বিতীয় পর্ব শুরু হবে। মাওলানা সাদ কান্ধলভী অনুসারী ওয়াসেকুল ইসলামের তাবলিগ অনুসারীরা এ পর্বের ইজতেমায় অংশ নেবেন। তিন দিনব্যাপী এ পর্বের ইজতেমা আগামী ১৬ ফেব্রুয়ারি পর্যন্ত অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।