ঢাকা ১২:০৬ পূর্বাহ্ন, সোমবার, ১৪ জুলাই ২০২৫, ২৯ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

আজ বেলা ১১টা থেকে রাত ১০টা পর্যন্ত শিক্ষার্থীদের অবরোধ কর্মসূচি

সরকারি তিতুমীর কলেজের শিক্ষার্থীরা আজ সোমবার (৩ ফেব্রুয়ারি) বেলা ১১টা থেকে রাত ১০টা পর্যন্ত টানা ব্যারিকেড কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছেন।

রোববার (২ ফেব্রুয়ারি) রাত ১১টায় কলেজের মূল ফটকের সামনে এক সংবাদ সম্মেলন করে এই ঘোষণা দেন তারা।

এর আগে সন্ধ্যায় প্রায় ২ ঘণ্টা অবরোধ শেষে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক ছাড়েন আন্দোলনরত শিক্ষার্থীরা। পরে রাত ৮টার দিকে অবরোধ তুলে নিয়ে মিছিল করতে করতে ক্যাম্পাসে ফিরে যান তারা। এ সময় তারা আগামীকাল থেকে অনির্দিষ্টকালের জন্য তিতুমীর কলেজ শাটডাউন ঘোষণা করেন।

উল্লেখ, তিতুমীর সরকারি কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের দাবিতে টানা পঞ্চমদিনের মতো অনশন পালন করছেন কলেজটির একদল শিক্ষার্থী। বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের পাশাপাশি তারা প্রতিষ্ঠানটিতে সাংবাদিকতা ও আইন বিভাগ চালুর দাবি জানিয়েছেন। ২০২৪-২৫ শিক্ষাবর্ষ থেকে নতুন এ দুই বিভাগ খুলে অনার্স কোর্স চালু করার দাবি করেছেন তারা।

জনপ্রিয় সংবাদ

চৌদ্দগ্রামে এক মণ গাঁজাসহ স্বেচ্ছাসেবক দল নেতা গ্রেপ্তার

আজ বেলা ১১টা থেকে রাত ১০টা পর্যন্ত শিক্ষার্থীদের অবরোধ কর্মসূচি

আপডেট সময় ০৯:০০:৪৭ পূর্বাহ্ন, সোমবার, ৩ ফেব্রুয়ারী ২০২৫

সরকারি তিতুমীর কলেজের শিক্ষার্থীরা আজ সোমবার (৩ ফেব্রুয়ারি) বেলা ১১টা থেকে রাত ১০টা পর্যন্ত টানা ব্যারিকেড কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছেন।

রোববার (২ ফেব্রুয়ারি) রাত ১১টায় কলেজের মূল ফটকের সামনে এক সংবাদ সম্মেলন করে এই ঘোষণা দেন তারা।

এর আগে সন্ধ্যায় প্রায় ২ ঘণ্টা অবরোধ শেষে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক ছাড়েন আন্দোলনরত শিক্ষার্থীরা। পরে রাত ৮টার দিকে অবরোধ তুলে নিয়ে মিছিল করতে করতে ক্যাম্পাসে ফিরে যান তারা। এ সময় তারা আগামীকাল থেকে অনির্দিষ্টকালের জন্য তিতুমীর কলেজ শাটডাউন ঘোষণা করেন।

উল্লেখ, তিতুমীর সরকারি কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের দাবিতে টানা পঞ্চমদিনের মতো অনশন পালন করছেন কলেজটির একদল শিক্ষার্থী। বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের পাশাপাশি তারা প্রতিষ্ঠানটিতে সাংবাদিকতা ও আইন বিভাগ চালুর দাবি জানিয়েছেন। ২০২৪-২৫ শিক্ষাবর্ষ থেকে নতুন এ দুই বিভাগ খুলে অনার্স কোর্স চালু করার দাবি করেছেন তারা।