ঢাকা ০৬:০৩ অপরাহ্ন, শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫, ৫ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo গুজরাটে আতশবাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, ১৮ জনের মৃত্যু Logo চীনে সেভেন সিস্টার্স নিয়ে যা বলেছিলেন ড. ইউনূস? যেজন্য হতভম্ব ভারত Logo জামায়াতের ঈদ উপলক্ষে প্রীতি ভোজের ঘটনায় বিএনপি – যুবলীগের হামলা Logo শহীদ নাসিব হাসান রিহান-এর পরিবারের সদস্যদের সাথে আমীরে জামায়াতের ঈদ কুশল বিনিময় Logo ড. ইউনূসকে শেহবাজের ফোন, পাকিস্তান সফরের আমন্ত্রণ Logo মিয়ানমারে ভূমিকম্প: ২ হাজার ছাড়াল নিহতের সংখ্যা Logo গণতন্ত্র প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে: খালেদা জিয়া Logo ইসরায়েলি অর্থমন্ত্রী বেজালেল স্মোট্রিচের পদত্যাগ Logo ঈদের নামাজ শেষে ‘জয় বাংলা’স্লোগান, বিএনপির সাথে সংঘর্ষ গুলিবিদ্ধ ১ Logo আইপিএলসহ টিভিতে যা দেকবেন আজ

জামায়াত আমিরের ফেনী সফর ঘিরে চলছে ব্যাপক প্রস্তুতি

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের ফেনী সফরকে কেন্দ্র করে নেতাকর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে।

দলীয় সূত্র জানিয়েছে, সোমবার (৩ ফেব্রুয়ারি) তার আগমন উপলক্ষে ফেনী জেলা জামায়াত দিনব্যাপী নানা কর্মসূচি গ্রহণ করেছে। সকাল সাড়ে ৮টায় তিনি সার্কিট হাউজে অবস্থান করবেন। এরপর পরশুরাম যাওয়ার পথে ফেনী পৌরসভার সুলতানপুরে বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জন্য নির্মিত ঘর উদ্বোধন করবেন।

যাওয়ার পথে ৪ ফেব্রুয়ারি মহিপাল গণহত্যায় নিহত ফুলগাজীর আনন্দপুর ইউনিয়নের শহীদ শ্রাবণের কবর জিয়ারত করবেন। পরে পরশুরামের নিজকালিকাপুর গ্রামে ভারত সীমান্তবর্তী বল্লামুখা বাঁধ পুনঃখনন নির্মাণ কাজের পরিদর্শনে যাবেন। ফেরার পথে চিথলিয়া ইউনিয়নে বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারকে দেয়া উপহারের ঘর উদ্বোধন শেষে পরশুরাম বাজারে পথসভায় বক্তব্য রাখবেন।

পথসভা শেষে শহরে একটি কনভেনশন হলে জুলাই বিপ্লবে শহীদ পরিবার ও আহতদের সাথে মতবিনিময় করবেন। বিকেল ৪টায় নোয়াখালী যাওয়ার পথে দাগনভূঞাতে পথসভায় বক্তব্য রাখবেন।

তার সফর সঙ্গী থাকবেন- জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল এটিএম মাসুম, কুমিল্লা মহানগরীর আমির কাজী দীন মোহাম্মদ ও কেন্দ্রীয় মজলিসের শুরা সদস্য ও সাবেক ফেনী জেলা আমির অধ্যাপক লিয়াকত আলী ভূঁইয়া, ফেনী জেলা আমির মুফতি আবদুল হান্নানসহ জেলার অন্যান্য নেতারা।

ফেনী জেলা জামায়াতের প্রচার সম্পাদক আনম আবদুর রহিম বলেন, বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে জামায়াতের নেতাকর্মীরা বন্দুকের নলের মুখে ফেনীর কোথাও নিরাপদে প্রাণ খুলে সাংগঠনিক কোন কর্মসূচি পালন করতে পারেনি। সোমবার আমাদের কেন্দ্রীয় আমির ডা. শফিকুর রহমানের আগমনকে ঘিরে জেলায় আমাদের নেতাকর্মীদের মাঝে আনন্দের রব বিরাজ করছে। নেতাকে সর্বোচ্চ সম্মান জানাতে ও নির্দেশনা পেতে পথসভাগুলো জনসমুদ্রে রূপ নিবে। এ নিয়ে আমাদের ব্যাপক সাংগঠনিক প্রস্তুতি চলছে।

জনপ্রিয় সংবাদ

গুজরাটে আতশবাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, ১৮ জনের মৃত্যু

জামায়াত আমিরের ফেনী সফর ঘিরে চলছে ব্যাপক প্রস্তুতি

আপডেট সময় ১০:৪৪:১৯ অপরাহ্ন, রবিবার, ২ ফেব্রুয়ারী ২০২৫

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের ফেনী সফরকে কেন্দ্র করে নেতাকর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে।

দলীয় সূত্র জানিয়েছে, সোমবার (৩ ফেব্রুয়ারি) তার আগমন উপলক্ষে ফেনী জেলা জামায়াত দিনব্যাপী নানা কর্মসূচি গ্রহণ করেছে। সকাল সাড়ে ৮টায় তিনি সার্কিট হাউজে অবস্থান করবেন। এরপর পরশুরাম যাওয়ার পথে ফেনী পৌরসভার সুলতানপুরে বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জন্য নির্মিত ঘর উদ্বোধন করবেন।

যাওয়ার পথে ৪ ফেব্রুয়ারি মহিপাল গণহত্যায় নিহত ফুলগাজীর আনন্দপুর ইউনিয়নের শহীদ শ্রাবণের কবর জিয়ারত করবেন। পরে পরশুরামের নিজকালিকাপুর গ্রামে ভারত সীমান্তবর্তী বল্লামুখা বাঁধ পুনঃখনন নির্মাণ কাজের পরিদর্শনে যাবেন। ফেরার পথে চিথলিয়া ইউনিয়নে বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারকে দেয়া উপহারের ঘর উদ্বোধন শেষে পরশুরাম বাজারে পথসভায় বক্তব্য রাখবেন।

পথসভা শেষে শহরে একটি কনভেনশন হলে জুলাই বিপ্লবে শহীদ পরিবার ও আহতদের সাথে মতবিনিময় করবেন। বিকেল ৪টায় নোয়াখালী যাওয়ার পথে দাগনভূঞাতে পথসভায় বক্তব্য রাখবেন।

তার সফর সঙ্গী থাকবেন- জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল এটিএম মাসুম, কুমিল্লা মহানগরীর আমির কাজী দীন মোহাম্মদ ও কেন্দ্রীয় মজলিসের শুরা সদস্য ও সাবেক ফেনী জেলা আমির অধ্যাপক লিয়াকত আলী ভূঁইয়া, ফেনী জেলা আমির মুফতি আবদুল হান্নানসহ জেলার অন্যান্য নেতারা।

ফেনী জেলা জামায়াতের প্রচার সম্পাদক আনম আবদুর রহিম বলেন, বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে জামায়াতের নেতাকর্মীরা বন্দুকের নলের মুখে ফেনীর কোথাও নিরাপদে প্রাণ খুলে সাংগঠনিক কোন কর্মসূচি পালন করতে পারেনি। সোমবার আমাদের কেন্দ্রীয় আমির ডা. শফিকুর রহমানের আগমনকে ঘিরে জেলায় আমাদের নেতাকর্মীদের মাঝে আনন্দের রব বিরাজ করছে। নেতাকে সর্বোচ্চ সম্মান জানাতে ও নির্দেশনা পেতে পথসভাগুলো জনসমুদ্রে রূপ নিবে। এ নিয়ে আমাদের ব্যাপক সাংগঠনিক প্রস্তুতি চলছে।