ঢাকা ০৯:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ০৪ এপ্রিল ২০২৫, ২১ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo গুজরাটে আতশবাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, ১৮ জনের মৃত্যু Logo চীনে সেভেন সিস্টার্স নিয়ে যা বলেছিলেন ড. ইউনূস? যেজন্য হতভম্ব ভারত Logo জামায়াতের ঈদ উপলক্ষে প্রীতি ভোজের ঘটনায় বিএনপি – যুবলীগের হামলা Logo শহীদ নাসিব হাসান রিহান-এর পরিবারের সদস্যদের সাথে আমীরে জামায়াতের ঈদ কুশল বিনিময় Logo ড. ইউনূসকে শেহবাজের ফোন, পাকিস্তান সফরের আমন্ত্রণ Logo মিয়ানমারে ভূমিকম্প: ২ হাজার ছাড়াল নিহতের সংখ্যা Logo গণতন্ত্র প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে: খালেদা জিয়া Logo ইসরায়েলি অর্থমন্ত্রী বেজালেল স্মোট্রিচের পদত্যাগ Logo ঈদের নামাজ শেষে ‘জয় বাংলা’স্লোগান, বিএনপির সাথে সংঘর্ষ গুলিবিদ্ধ ১ Logo আইপিএলসহ টিভিতে যা দেকবেন আজ

ইসরায়েলি বিমান হামলায় পশ্চিমতীরের জেনিনে কিশোরসহ নিহত ৫ ফিলিস্তিনি

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৯:৪৮:১০ পূর্বাহ্ন, রবিবার, ২ ফেব্রুয়ারী ২০২৫
  • 0 Views

ইসরায়েলি সামরিক বাহিনীর বিমান হামলায় পশ্চিম তীরের জেনিনে এক কিশোরসহ পাঁচজন ফিলিস্তিনি নিহত হয়েছে।
ইসরায়েল এই সামরিক অভিযানকে ‘আয়রন ওয়াল’ নামে অভিহিত করেছে, যা গাজায় যুদ্ধবিরতি চুক্তির কয়েক দিনের মধ্যেই শুরু হয়।

আল জাজিরার প্রতিবেদনে বলা হয় , প্রথম হামলায়, ইসরায়েলি ড্রোন জেনিনের রাস্তায় থাকা মানুষের ওপর আঘাত হানে, এতে ১৬ বছর বয়সী আহমাদ আল-সাদি নিহত এবং দুইজন গুরুতর আহত হন, বলে জানিয়েছে ফিলিস্তিনি সংবাদ সংস্থা ওয়াফা।

এরপর, জেনিনের গভর্নর কামাল আবু আল-রুব বলেন, এই হামলার কয়েক মিনিট পরই কাবাতিয়ায় একটি গাড়িতে ইসরায়েলি ড্রোন হামলা চালিয়ে দুই যুবককে হত্যা করে। এরপর আরও একটি ড্রোন হামলায় একটি মোটরসাইকেলে থাকা দুই ফিলিস্তিনিকে হত্যা করা হয়।

পশ্চিম তীরে ইসরায়েলি অভিযানের তীব্রতা বাড়তে থাকায় অন্তত ২০ জন ফিলিস্তিনি নিহত এবং বহু আহত হয়েছেন। ইসরায়েলি অভিযানে পশ্চিম তীরজুড়ে সহিংসতা ছড়িয়ে পড়ছে। জেনিনের পাশাপাশি ইসরায়েলি বাহিনী টুলকার্ম শহর এবং এর শরণার্থী শিবিরে টানা ছয় দিন ধরে সামরিক অভিযান চালাচ্ছে, যেখানে বহু ফিলিস্তিনিকে বাড়িঘর ছাড়তে বাধ্য করা হয়েছে। এছাড়াও, ইসরায়েলি বাহিনী বালাতা শরণার্থী শিবির, নাবলুস এবং আল-আইন শরণার্থী শিবিরেও হামলা চালিয়েছে।

শনিবার (১ ফেব্রুয়ারি) রাতে, ইসরায়েলি সেনারা হালহুল-হেবরন ব্রিজ এলাকায় একটি গাড়িতে গুলি চালিয়ে ফিলিস্তিনি নাগরিকদের হত্যা করে এবং কয়েকজনকে গ্রেপ্তার করে। এছাড়া, হেবরনের একটি মসজিদের কাছে একটি বাড়িতে আগুন ধরিয়ে দেওয়ার ঘটনাও ঘটিয়েছে। অন্যদিকে, ইসরায়েলি সেনারা ফিলিস্তিনি বন্দি শেহাদা আল-জিয়াওয়ির বাড়িতে তল্লাশি চালানোর সময় গ্যাস গ্রেনেড নিক্ষেপ করে।

জনপ্রিয় সংবাদ

গুজরাটে আতশবাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, ১৮ জনের মৃত্যু

ইসরায়েলি বিমান হামলায় পশ্চিমতীরের জেনিনে কিশোরসহ নিহত ৫ ফিলিস্তিনি

আপডেট সময় ০৯:৪৮:১০ পূর্বাহ্ন, রবিবার, ২ ফেব্রুয়ারী ২০২৫

ইসরায়েলি সামরিক বাহিনীর বিমান হামলায় পশ্চিম তীরের জেনিনে এক কিশোরসহ পাঁচজন ফিলিস্তিনি নিহত হয়েছে।
ইসরায়েল এই সামরিক অভিযানকে ‘আয়রন ওয়াল’ নামে অভিহিত করেছে, যা গাজায় যুদ্ধবিরতি চুক্তির কয়েক দিনের মধ্যেই শুরু হয়।

আল জাজিরার প্রতিবেদনে বলা হয় , প্রথম হামলায়, ইসরায়েলি ড্রোন জেনিনের রাস্তায় থাকা মানুষের ওপর আঘাত হানে, এতে ১৬ বছর বয়সী আহমাদ আল-সাদি নিহত এবং দুইজন গুরুতর আহত হন, বলে জানিয়েছে ফিলিস্তিনি সংবাদ সংস্থা ওয়াফা।

এরপর, জেনিনের গভর্নর কামাল আবু আল-রুব বলেন, এই হামলার কয়েক মিনিট পরই কাবাতিয়ায় একটি গাড়িতে ইসরায়েলি ড্রোন হামলা চালিয়ে দুই যুবককে হত্যা করে। এরপর আরও একটি ড্রোন হামলায় একটি মোটরসাইকেলে থাকা দুই ফিলিস্তিনিকে হত্যা করা হয়।

পশ্চিম তীরে ইসরায়েলি অভিযানের তীব্রতা বাড়তে থাকায় অন্তত ২০ জন ফিলিস্তিনি নিহত এবং বহু আহত হয়েছেন। ইসরায়েলি অভিযানে পশ্চিম তীরজুড়ে সহিংসতা ছড়িয়ে পড়ছে। জেনিনের পাশাপাশি ইসরায়েলি বাহিনী টুলকার্ম শহর এবং এর শরণার্থী শিবিরে টানা ছয় দিন ধরে সামরিক অভিযান চালাচ্ছে, যেখানে বহু ফিলিস্তিনিকে বাড়িঘর ছাড়তে বাধ্য করা হয়েছে। এছাড়াও, ইসরায়েলি বাহিনী বালাতা শরণার্থী শিবির, নাবলুস এবং আল-আইন শরণার্থী শিবিরেও হামলা চালিয়েছে।

শনিবার (১ ফেব্রুয়ারি) রাতে, ইসরায়েলি সেনারা হালহুল-হেবরন ব্রিজ এলাকায় একটি গাড়িতে গুলি চালিয়ে ফিলিস্তিনি নাগরিকদের হত্যা করে এবং কয়েকজনকে গ্রেপ্তার করে। এছাড়া, হেবরনের একটি মসজিদের কাছে একটি বাড়িতে আগুন ধরিয়ে দেওয়ার ঘটনাও ঘটিয়েছে। অন্যদিকে, ইসরায়েলি সেনারা ফিলিস্তিনি বন্দি শেহাদা আল-জিয়াওয়ির বাড়িতে তল্লাশি চালানোর সময় গ্যাস গ্রেনেড নিক্ষেপ করে।