ঢাকা ১১:১০ পূর্বাহ্ন, সোমবার, ১৩ অক্টোবর ২০২৫, ২৮ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo আবু সাঈদ হত্যা মামলার দশম দিনের সাক্ষ্যগ্রহণ আজ Logo চবি ছাত্রদলের নেতা মামুনকে আজীবনের জন্য বহিষ্কার করল কেন্দ্রীয় ছাত্রদল Logo নর্থসাউথ শিক্ষার্থীর কোরআন অবমাননার প্রতিবাদে হরগঙ্গায় কোরআন বিতরণ Logo দিনাজপুরে শিবিরকর্মী হত্যা মামলায় উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদকসহ ৫ জন কারাগারে Logo ঢাকায় আসছেন জাকির নায়েক Logo হাজার হাজার দেশপ্রেমিকের হত্যার নির্দেশ দিয়েছেন হাসিনা: চিফ প্রসিকিউটর Logo ১৩টি ড্রেজারে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগ আ.লীগ-বিএনপি নেতাদের বিরুদ্ধে Logo টিভিতে যে খেলা থাকছে আজ Logo মধ্যরাতে ঢাবি ও ঢাকা কলেজের শিক্ষার্থীদের সং’ঘর্ষ Logo ১৭ বছর আন্দোলন করেছি বাসস্ট্যান্ড দখলের জন্য নয়: ইশরাক

ইসরায়েলি বিমান হামলায় পশ্চিমতীরের জেনিনে কিশোরসহ নিহত ৫ ফিলিস্তিনি

ইসরায়েলি সামরিক বাহিনীর বিমান হামলায় পশ্চিম তীরের জেনিনে এক কিশোরসহ পাঁচজন ফিলিস্তিনি নিহত হয়েছে।
ইসরায়েল এই সামরিক অভিযানকে ‘আয়রন ওয়াল’ নামে অভিহিত করেছে, যা গাজায় যুদ্ধবিরতি চুক্তির কয়েক দিনের মধ্যেই শুরু হয়।

আল জাজিরার প্রতিবেদনে বলা হয় , প্রথম হামলায়, ইসরায়েলি ড্রোন জেনিনের রাস্তায় থাকা মানুষের ওপর আঘাত হানে, এতে ১৬ বছর বয়সী আহমাদ আল-সাদি নিহত এবং দুইজন গুরুতর আহত হন, বলে জানিয়েছে ফিলিস্তিনি সংবাদ সংস্থা ওয়াফা।

এরপর, জেনিনের গভর্নর কামাল আবু আল-রুব বলেন, এই হামলার কয়েক মিনিট পরই কাবাতিয়ায় একটি গাড়িতে ইসরায়েলি ড্রোন হামলা চালিয়ে দুই যুবককে হত্যা করে। এরপর আরও একটি ড্রোন হামলায় একটি মোটরসাইকেলে থাকা দুই ফিলিস্তিনিকে হত্যা করা হয়।

পশ্চিম তীরে ইসরায়েলি অভিযানের তীব্রতা বাড়তে থাকায় অন্তত ২০ জন ফিলিস্তিনি নিহত এবং বহু আহত হয়েছেন। ইসরায়েলি অভিযানে পশ্চিম তীরজুড়ে সহিংসতা ছড়িয়ে পড়ছে। জেনিনের পাশাপাশি ইসরায়েলি বাহিনী টুলকার্ম শহর এবং এর শরণার্থী শিবিরে টানা ছয় দিন ধরে সামরিক অভিযান চালাচ্ছে, যেখানে বহু ফিলিস্তিনিকে বাড়িঘর ছাড়তে বাধ্য করা হয়েছে। এছাড়াও, ইসরায়েলি বাহিনী বালাতা শরণার্থী শিবির, নাবলুস এবং আল-আইন শরণার্থী শিবিরেও হামলা চালিয়েছে।

শনিবার (১ ফেব্রুয়ারি) রাতে, ইসরায়েলি সেনারা হালহুল-হেবরন ব্রিজ এলাকায় একটি গাড়িতে গুলি চালিয়ে ফিলিস্তিনি নাগরিকদের হত্যা করে এবং কয়েকজনকে গ্রেপ্তার করে। এছাড়া, হেবরনের একটি মসজিদের কাছে একটি বাড়িতে আগুন ধরিয়ে দেওয়ার ঘটনাও ঘটিয়েছে। অন্যদিকে, ইসরায়েলি সেনারা ফিলিস্তিনি বন্দি শেহাদা আল-জিয়াওয়ির বাড়িতে তল্লাশি চালানোর সময় গ্যাস গ্রেনেড নিক্ষেপ করে।

জনপ্রিয় সংবাদ

আবু সাঈদ হত্যা মামলার দশম দিনের সাক্ষ্যগ্রহণ আজ

ইসরায়েলি বিমান হামলায় পশ্চিমতীরের জেনিনে কিশোরসহ নিহত ৫ ফিলিস্তিনি

আপডেট সময় ০৯:৪৮:১০ পূর্বাহ্ন, রবিবার, ২ ফেব্রুয়ারী ২০২৫

ইসরায়েলি সামরিক বাহিনীর বিমান হামলায় পশ্চিম তীরের জেনিনে এক কিশোরসহ পাঁচজন ফিলিস্তিনি নিহত হয়েছে।
ইসরায়েল এই সামরিক অভিযানকে ‘আয়রন ওয়াল’ নামে অভিহিত করেছে, যা গাজায় যুদ্ধবিরতি চুক্তির কয়েক দিনের মধ্যেই শুরু হয়।

আল জাজিরার প্রতিবেদনে বলা হয় , প্রথম হামলায়, ইসরায়েলি ড্রোন জেনিনের রাস্তায় থাকা মানুষের ওপর আঘাত হানে, এতে ১৬ বছর বয়সী আহমাদ আল-সাদি নিহত এবং দুইজন গুরুতর আহত হন, বলে জানিয়েছে ফিলিস্তিনি সংবাদ সংস্থা ওয়াফা।

এরপর, জেনিনের গভর্নর কামাল আবু আল-রুব বলেন, এই হামলার কয়েক মিনিট পরই কাবাতিয়ায় একটি গাড়িতে ইসরায়েলি ড্রোন হামলা চালিয়ে দুই যুবককে হত্যা করে। এরপর আরও একটি ড্রোন হামলায় একটি মোটরসাইকেলে থাকা দুই ফিলিস্তিনিকে হত্যা করা হয়।

পশ্চিম তীরে ইসরায়েলি অভিযানের তীব্রতা বাড়তে থাকায় অন্তত ২০ জন ফিলিস্তিনি নিহত এবং বহু আহত হয়েছেন। ইসরায়েলি অভিযানে পশ্চিম তীরজুড়ে সহিংসতা ছড়িয়ে পড়ছে। জেনিনের পাশাপাশি ইসরায়েলি বাহিনী টুলকার্ম শহর এবং এর শরণার্থী শিবিরে টানা ছয় দিন ধরে সামরিক অভিযান চালাচ্ছে, যেখানে বহু ফিলিস্তিনিকে বাড়িঘর ছাড়তে বাধ্য করা হয়েছে। এছাড়াও, ইসরায়েলি বাহিনী বালাতা শরণার্থী শিবির, নাবলুস এবং আল-আইন শরণার্থী শিবিরেও হামলা চালিয়েছে।

শনিবার (১ ফেব্রুয়ারি) রাতে, ইসরায়েলি সেনারা হালহুল-হেবরন ব্রিজ এলাকায় একটি গাড়িতে গুলি চালিয়ে ফিলিস্তিনি নাগরিকদের হত্যা করে এবং কয়েকজনকে গ্রেপ্তার করে। এছাড়া, হেবরনের একটি মসজিদের কাছে একটি বাড়িতে আগুন ধরিয়ে দেওয়ার ঘটনাও ঘটিয়েছে। অন্যদিকে, ইসরায়েলি সেনারা ফিলিস্তিনি বন্দি শেহাদা আল-জিয়াওয়ির বাড়িতে তল্লাশি চালানোর সময় গ্যাস গ্রেনেড নিক্ষেপ করে।