ঢাকা ১২:৫৯ পূর্বাহ্ন, রবিবার, ০২ ফেব্রুয়ারী ২০২৫, ১৯ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

নিষিদ্ধ ছাত্রলীগের হামলায় ছাত্রশিবিরের ৩ কর্মী আহত

নিষিদ্ধ ছাত্রলীগের হামলায় র ৩ কর্মী আহত

পি‌রোজপু‌রের ইন্দুরকানীতে হামলায় ছাত্রশিবিরের তিন কর্মী আহত হয়েছেন। শুক্রবার (৩১ জানুয়ারি) রাত সা‌ড়ে ৯টার দি‌কে উপ‌জেলার বা‌লিপাড়া ভূ‌মি অফিস‌ের সাম‌নে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন তরিকুল ইসলাম (২৫), রিয়ান (১৬) ও সাইদুল ইসলাম (১৮)। তারা সবাই ছাত্রশিবিরের কর্মী বলে জানা গেছে। আহতদের দাবি, হামলাকারীরা ছাত্রলীগের কর্মী।

ইন্দুরকানী উপ‌জেলা ছাত্রশি‌বি‌রের সভাপ‌তি আশরাফুল ইসলাম ব‌লেন, ‘শুক্রবার রাত সাড়ে নয়টার দি‌কে আমাদের সাংগঠ‌নিক কার্যক্রম শেষে বা‌ড়ি ফেরার প‌থে এই হামলা হয়। সারা দে‌শে মি‌ছিল করার জন‌্য প্রস্তু‌তি নি‌চ্ছে ছাত্রলী‌গের কর্মীরা, তারই অংশ হিসা‌বে এই উপ‌জেলায়ও মিছিল করার প্রস্তু‌তি নি‌চ্ছিল। আমা‌দের‌ কর্মীদের দে‌খে তারা দেশীয় অস্ত্র নি‌য়ে হামলা ক‌রে।’

আহত সাইদুল ইসলাম ব‌লেন, ‘রা‌তে আমা‌দের তিনজন‌কে পে‌য়ে হঠাৎ ক‌রে দেশীয় অস্ত্র নি‌য়ে হামলা চালায়। তারা এর আগে আমা‌দের‌কে সামা‌জিক যোগা‌যোগমাধ‌্যমে বি‌ভিন্ন ধর‌নের হুমকি দি‌য়ে‌ আস‌ছিল।’

ইন্দুরকানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মারুফ হো‌সেন বলেন, ‘শুক্রবার রা‌তে বা‌লিপাড়ায় এক‌টি হামলার ঘটনা ঘ‌টে‌ছে। আমরা এখনো কোনো অভিযোগ পাইনি। অহতরা দাবি কর‌ছেন হামলাকারীরা সবাই ছাত্রলীগ কর্মী। অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

 

ট্রাম্প শুল্ক আরোপ করলে আমরাও ব্যবস্থা নেব

নিষিদ্ধ ছাত্রলীগের হামলায় ছাত্রশিবিরের ৩ কর্মী আহত

আপডেট সময় ১০:২৫:১৮ অপরাহ্ন, শনিবার, ১ ফেব্রুয়ারী ২০২৫

পি‌রোজপু‌রের ইন্দুরকানীতে হামলায় ছাত্রশিবিরের তিন কর্মী আহত হয়েছেন। শুক্রবার (৩১ জানুয়ারি) রাত সা‌ড়ে ৯টার দি‌কে উপ‌জেলার বা‌লিপাড়া ভূ‌মি অফিস‌ের সাম‌নে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন তরিকুল ইসলাম (২৫), রিয়ান (১৬) ও সাইদুল ইসলাম (১৮)। তারা সবাই ছাত্রশিবিরের কর্মী বলে জানা গেছে। আহতদের দাবি, হামলাকারীরা ছাত্রলীগের কর্মী।

ইন্দুরকানী উপ‌জেলা ছাত্রশি‌বি‌রের সভাপ‌তি আশরাফুল ইসলাম ব‌লেন, ‘শুক্রবার রাত সাড়ে নয়টার দি‌কে আমাদের সাংগঠ‌নিক কার্যক্রম শেষে বা‌ড়ি ফেরার প‌থে এই হামলা হয়। সারা দে‌শে মি‌ছিল করার জন‌্য প্রস্তু‌তি নি‌চ্ছে ছাত্রলী‌গের কর্মীরা, তারই অংশ হিসা‌বে এই উপ‌জেলায়ও মিছিল করার প্রস্তু‌তি নি‌চ্ছিল। আমা‌দের‌ কর্মীদের দে‌খে তারা দেশীয় অস্ত্র নি‌য়ে হামলা ক‌রে।’

আহত সাইদুল ইসলাম ব‌লেন, ‘রা‌তে আমা‌দের তিনজন‌কে পে‌য়ে হঠাৎ ক‌রে দেশীয় অস্ত্র নি‌য়ে হামলা চালায়। তারা এর আগে আমা‌দের‌কে সামা‌জিক যোগা‌যোগমাধ‌্যমে বি‌ভিন্ন ধর‌নের হুমকি দি‌য়ে‌ আস‌ছিল।’

ইন্দুরকানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মারুফ হো‌সেন বলেন, ‘শুক্রবার রা‌তে বা‌লিপাড়ায় এক‌টি হামলার ঘটনা ঘ‌টে‌ছে। আমরা এখনো কোনো অভিযোগ পাইনি। অহতরা দাবি কর‌ছেন হামলাকারীরা সবাই ছাত্রলীগ কর্মী। অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’