ঢাকা ০৭:৪২ পূর্বাহ্ন, সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ৮ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo উত্তরা ইউনিভার্সিটিতে আন্তর্জাতিক মাতৃভাষা ও শহিদ দিবস ২০২৫ পালিত Logo পাবিপ্রবিতে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত Logo একুশে বইমেলায় আহমেদ বায়েজীদের ‘মহাকাশে দুঃস্বপ্ন’ Logo ১ মার্চ রোজা হলে ৩৩ বছর পর দেখা মিলবে ‘বিরল’ দিনের Logo এনবিআরের আইভাসে নতুন ১৭২৩ প্রতিষ্ঠানের নিবন্ধন Logo মাছ-মুরগি-চালের দাম কিছুটা কমেছে, কাটেনি সয়াবিন তেল সংকট Logo শহীদ মিনারে বিএনপি নেতার হামলার শিকার কালবেলার সাংবাদিক Logo নিষিদ্ধ ছাত্রলীগের ক্রীড়া সম্পাদক হলেন ছাত্রদলের সভাপতি Logo নিষিদ্ধ ছাত্রলীগের ক্রীড়া সম্পাদক হলেন ছাত্রদলের সভাপতি Logo ছাত্রদলের ইতিবাচক রাজনীতিকে বিতর্কিত করার হীনচেষ্টা চলছে-রাকিব

চট্টগ্রামে ফের নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল

চট্টগ্রামে ফের নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল

দুই দিনের ব্যবধানে আবারও চট্টগ্রামে ঝটিকা মিছিল করেছে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ। আজ শনিবার সকাল সাড়ে ৭টার দিকে ডবলমুরিং থানার পাঠানটুলী এলাকায় এই মিছিল করে সংগঠনটির নেতাকর্মীরা।

এর আগে, গত বৃহস্পতিবার সকাল সাড়ে ৬টার দিকে নগরের জিইসি মোড়ে ছাত্রলীগের নেতাকর্মীরা ঝটিকা মিছিল করেছিল।

ওই ঘটনার পর নিষিদ্ধ ছাত্রলীগের পাঁচজনকে গ্রেপ্তারের পাশাপাশি বরখাস্ত করা হয় হৃদয় মাহমুদ নামে কর্তব্যরত এক পুলিশ উপপরিদর্শককে (এসআই)। তার বিরুদ্ধে বিভাগীয় শাস্তিমূলক মামলার সুপারিশ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। শনিবার সকাল সাড়ে ৭টার দিকে পাঠানটুলীে সড়কের নাজিরপোল মিড পয়েন্ট হাসপাতালের সামনে দিয়ে মিছিলটি কদমতলীর দিকে যায়। এতে নেতৃত্ব দিয়েছেন ডবলমুরিং থানা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাকিব হায়দার।

বিকেলে বাংলাদেশ আওয়ামী লীগের ফেসবুক পেজে পোস্ট করা মিছিলের ৫২ সেকেন্ডের একটি ভিডিও পোস্ট করা হয়েছে। ভিডিওর ক্যাপশনে লেখা হয়েছে, ‘অবৈধ ইউনূসের বিরুদ্ধে ডবলমুরিং থানা ছাত্রলীগ আয়োজিত চট্টগ্রাম নগরীর পাঠানটুলী রোডে মিছিল। ওই ভিডিওতে দেখা যায়, ছাত্রলীগের আনুমানিক ১৫ নেতাকর্মী পাঠানটুলী সড়কে হেঁটে মিছিলটি করেন। তারা ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’, ‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’, ‘তুমি কে আমি কে, বাঙালি বাঙালি’ নানা স্লোগান দিচ্ছিলেন।

এ সময় বেশির ভাগ কর্মীর মুখে মাস্ক ও মাথায় হেলমেট ছিল। চট্টগ্রাম নগরেরর ডবলমুরিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী রফিকুল ইসলাম সাংবাদিকদের বলেন, ‘মিছিলের একটি ভিডিও দেখেছি। দেখার পর ওই এলাকায় আমি টিম পাঠিয়েছিলাম। তারা তন্ন তন্ন করে খুঁজেও মিছিলের কোনো প্রমাণ পায়নি। সারা রাত আমাদের লোকজন, আমরা বাইরে ছিলাম।

এর পরেও কোনো ফাঁকে এসে ব্যানার ছাড়া ১০-১২ জন মিছিল করেছে। এখনো আমরা ভিডিওটি ফেক হিসেবে ধরে নিচ্ছি। এটি আগেরও হতে পারে। তার পরও আমরা কাজ করছি।

জনপ্রিয় সংবাদ

উত্তরা ইউনিভার্সিটিতে আন্তর্জাতিক মাতৃভাষা ও শহিদ দিবস ২০২৫ পালিত

চট্টগ্রামে ফের নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল

আপডেট সময় ১০:০৪:১৭ অপরাহ্ন, শনিবার, ১ ফেব্রুয়ারী ২০২৫

দুই দিনের ব্যবধানে আবারও চট্টগ্রামে ঝটিকা মিছিল করেছে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ। আজ শনিবার সকাল সাড়ে ৭টার দিকে ডবলমুরিং থানার পাঠানটুলী এলাকায় এই মিছিল করে সংগঠনটির নেতাকর্মীরা।

এর আগে, গত বৃহস্পতিবার সকাল সাড়ে ৬টার দিকে নগরের জিইসি মোড়ে ছাত্রলীগের নেতাকর্মীরা ঝটিকা মিছিল করেছিল।

ওই ঘটনার পর নিষিদ্ধ ছাত্রলীগের পাঁচজনকে গ্রেপ্তারের পাশাপাশি বরখাস্ত করা হয় হৃদয় মাহমুদ নামে কর্তব্যরত এক পুলিশ উপপরিদর্শককে (এসআই)। তার বিরুদ্ধে বিভাগীয় শাস্তিমূলক মামলার সুপারিশ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। শনিবার সকাল সাড়ে ৭টার দিকে পাঠানটুলীে সড়কের নাজিরপোল মিড পয়েন্ট হাসপাতালের সামনে দিয়ে মিছিলটি কদমতলীর দিকে যায়। এতে নেতৃত্ব দিয়েছেন ডবলমুরিং থানা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাকিব হায়দার।

বিকেলে বাংলাদেশ আওয়ামী লীগের ফেসবুক পেজে পোস্ট করা মিছিলের ৫২ সেকেন্ডের একটি ভিডিও পোস্ট করা হয়েছে। ভিডিওর ক্যাপশনে লেখা হয়েছে, ‘অবৈধ ইউনূসের বিরুদ্ধে ডবলমুরিং থানা ছাত্রলীগ আয়োজিত চট্টগ্রাম নগরীর পাঠানটুলী রোডে মিছিল। ওই ভিডিওতে দেখা যায়, ছাত্রলীগের আনুমানিক ১৫ নেতাকর্মী পাঠানটুলী সড়কে হেঁটে মিছিলটি করেন। তারা ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’, ‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’, ‘তুমি কে আমি কে, বাঙালি বাঙালি’ নানা স্লোগান দিচ্ছিলেন।

এ সময় বেশির ভাগ কর্মীর মুখে মাস্ক ও মাথায় হেলমেট ছিল। চট্টগ্রাম নগরেরর ডবলমুরিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী রফিকুল ইসলাম সাংবাদিকদের বলেন, ‘মিছিলের একটি ভিডিও দেখেছি। দেখার পর ওই এলাকায় আমি টিম পাঠিয়েছিলাম। তারা তন্ন তন্ন করে খুঁজেও মিছিলের কোনো প্রমাণ পায়নি। সারা রাত আমাদের লোকজন, আমরা বাইরে ছিলাম।

এর পরেও কোনো ফাঁকে এসে ব্যানার ছাড়া ১০-১২ জন মিছিল করেছে। এখনো আমরা ভিডিওটি ফেক হিসেবে ধরে নিচ্ছি। এটি আগেরও হতে পারে। তার পরও আমরা কাজ করছি।