ঢাকা ০৭:১০ পূর্বাহ্ন, সোমবার, ১২ মে ২০২৫, ২৯ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo মৌলভীবাজারে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা আটক Logo ৭ গোলের থ্রিলার ম্যাচ, এমবাপের হ্যাটট্রিকও রিয়ালকে বাঁচাতে পারেনি বার্সার থেকে Logo নির্বাচনের আগে বিচার ও মৌলিক সংস্কারকাজ শেষ করতে হবে: নাহিদ ইসলাম Logo জুলাই ঐক্যের ঘোষণা: “আওয়ামী লীগসহ সকল সহযোগী সংগঠন নিষিদ্ধ করতে হবে” Logo বিশ্ববিদ্যালয়ে চান্স না পেয়ে গায়ে পেট্রোল ঢেলে শিক্ষার্থীর আত্মহত্যা Logo আ.লীগের কার্যক্রম বন্ধের সিদ্ধান্তে আমরা আনন্দিত: ফখরুল Logo ভুটানকে উড়িয়ে সেমিফাইনালে বাংলাদেশ Logo আওয়ামী লীগ নিষিদ্ধে কুষ্টিয়ায় জামায়াতের শুকরানা সমাবেশ অনুষ্ঠিত Logo আ. লীগ নিষিদ্ধ: গরু জবাই করে খাওয়াচ্ছেন ‘শিশুবক্তা’ মাদানী Logo নাটোরে আওয়ামী লীগ নিষিদ্ধের খুশিতে জামায়াতের শোকরানা মিছিল

চট্টগ্রামে ফের নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল

চট্টগ্রামে ফের নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল

দুই দিনের ব্যবধানে আবারও চট্টগ্রামে ঝটিকা মিছিল করেছে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ। আজ শনিবার সকাল সাড়ে ৭টার দিকে ডবলমুরিং থানার পাঠানটুলী এলাকায় এই মিছিল করে সংগঠনটির নেতাকর্মীরা।

এর আগে, গত বৃহস্পতিবার সকাল সাড়ে ৬টার দিকে নগরের জিইসি মোড়ে ছাত্রলীগের নেতাকর্মীরা ঝটিকা মিছিল করেছিল।

ওই ঘটনার পর নিষিদ্ধ ছাত্রলীগের পাঁচজনকে গ্রেপ্তারের পাশাপাশি বরখাস্ত করা হয় হৃদয় মাহমুদ নামে কর্তব্যরত এক পুলিশ উপপরিদর্শককে (এসআই)। তার বিরুদ্ধে বিভাগীয় শাস্তিমূলক মামলার সুপারিশ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। শনিবার সকাল সাড়ে ৭টার দিকে পাঠানটুলীে সড়কের নাজিরপোল মিড পয়েন্ট হাসপাতালের সামনে দিয়ে মিছিলটি কদমতলীর দিকে যায়। এতে নেতৃত্ব দিয়েছেন ডবলমুরিং থানা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাকিব হায়দার।

বিকেলে বাংলাদেশ আওয়ামী লীগের ফেসবুক পেজে পোস্ট করা মিছিলের ৫২ সেকেন্ডের একটি ভিডিও পোস্ট করা হয়েছে। ভিডিওর ক্যাপশনে লেখা হয়েছে, ‘অবৈধ ইউনূসের বিরুদ্ধে ডবলমুরিং থানা ছাত্রলীগ আয়োজিত চট্টগ্রাম নগরীর পাঠানটুলী রোডে মিছিল। ওই ভিডিওতে দেখা যায়, ছাত্রলীগের আনুমানিক ১৫ নেতাকর্মী পাঠানটুলী সড়কে হেঁটে মিছিলটি করেন। তারা ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’, ‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’, ‘তুমি কে আমি কে, বাঙালি বাঙালি’ নানা স্লোগান দিচ্ছিলেন।

এ সময় বেশির ভাগ কর্মীর মুখে মাস্ক ও মাথায় হেলমেট ছিল। চট্টগ্রাম নগরেরর ডবলমুরিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী রফিকুল ইসলাম সাংবাদিকদের বলেন, ‘মিছিলের একটি ভিডিও দেখেছি। দেখার পর ওই এলাকায় আমি টিম পাঠিয়েছিলাম। তারা তন্ন তন্ন করে খুঁজেও মিছিলের কোনো প্রমাণ পায়নি। সারা রাত আমাদের লোকজন, আমরা বাইরে ছিলাম।

এর পরেও কোনো ফাঁকে এসে ব্যানার ছাড়া ১০-১২ জন মিছিল করেছে। এখনো আমরা ভিডিওটি ফেক হিসেবে ধরে নিচ্ছি। এটি আগেরও হতে পারে। তার পরও আমরা কাজ করছি।

জনপ্রিয় সংবাদ

মৌলভীবাজারে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা আটক

চট্টগ্রামে ফের নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল

আপডেট সময় ১০:০৪:১৭ অপরাহ্ন, শনিবার, ১ ফেব্রুয়ারী ২০২৫

দুই দিনের ব্যবধানে আবারও চট্টগ্রামে ঝটিকা মিছিল করেছে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ। আজ শনিবার সকাল সাড়ে ৭টার দিকে ডবলমুরিং থানার পাঠানটুলী এলাকায় এই মিছিল করে সংগঠনটির নেতাকর্মীরা।

এর আগে, গত বৃহস্পতিবার সকাল সাড়ে ৬টার দিকে নগরের জিইসি মোড়ে ছাত্রলীগের নেতাকর্মীরা ঝটিকা মিছিল করেছিল।

ওই ঘটনার পর নিষিদ্ধ ছাত্রলীগের পাঁচজনকে গ্রেপ্তারের পাশাপাশি বরখাস্ত করা হয় হৃদয় মাহমুদ নামে কর্তব্যরত এক পুলিশ উপপরিদর্শককে (এসআই)। তার বিরুদ্ধে বিভাগীয় শাস্তিমূলক মামলার সুপারিশ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। শনিবার সকাল সাড়ে ৭টার দিকে পাঠানটুলীে সড়কের নাজিরপোল মিড পয়েন্ট হাসপাতালের সামনে দিয়ে মিছিলটি কদমতলীর দিকে যায়। এতে নেতৃত্ব দিয়েছেন ডবলমুরিং থানা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাকিব হায়দার।

বিকেলে বাংলাদেশ আওয়ামী লীগের ফেসবুক পেজে পোস্ট করা মিছিলের ৫২ সেকেন্ডের একটি ভিডিও পোস্ট করা হয়েছে। ভিডিওর ক্যাপশনে লেখা হয়েছে, ‘অবৈধ ইউনূসের বিরুদ্ধে ডবলমুরিং থানা ছাত্রলীগ আয়োজিত চট্টগ্রাম নগরীর পাঠানটুলী রোডে মিছিল। ওই ভিডিওতে দেখা যায়, ছাত্রলীগের আনুমানিক ১৫ নেতাকর্মী পাঠানটুলী সড়কে হেঁটে মিছিলটি করেন। তারা ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’, ‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’, ‘তুমি কে আমি কে, বাঙালি বাঙালি’ নানা স্লোগান দিচ্ছিলেন।

এ সময় বেশির ভাগ কর্মীর মুখে মাস্ক ও মাথায় হেলমেট ছিল। চট্টগ্রাম নগরেরর ডবলমুরিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী রফিকুল ইসলাম সাংবাদিকদের বলেন, ‘মিছিলের একটি ভিডিও দেখেছি। দেখার পর ওই এলাকায় আমি টিম পাঠিয়েছিলাম। তারা তন্ন তন্ন করে খুঁজেও মিছিলের কোনো প্রমাণ পায়নি। সারা রাত আমাদের লোকজন, আমরা বাইরে ছিলাম।

এর পরেও কোনো ফাঁকে এসে ব্যানার ছাড়া ১০-১২ জন মিছিল করেছে। এখনো আমরা ভিডিওটি ফেক হিসেবে ধরে নিচ্ছি। এটি আগেরও হতে পারে। তার পরও আমরা কাজ করছি।