আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের বিচার না হওয়া পর্যন্ত রাজপথে থাকার ঘোষণা দিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির। আজ শুক্রবার ‘জুলাই গণহত্যার বিচারের দাবিতে গণমিছিল’ শেষে এই ঘোষণা দেন শিবিরের নেতাকর্মীরা।
জুমার নামাজ শেষে বায়তুল মোকাররম থেকে মিছিল বের করে সংগঠনটি, যা শাহবাগে গিয়ে শেষ হয়। মিছিলে নেতৃত্ব দেন কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল নুরুল ইসলাম।
তিনি বলেন, “জুলাই গণঅভ্যুত্থানের ছয় মাস পার হলেও এখনো আওয়ামী লীগের বিচার হয়নি। ফ্যাসিবাদের বিচার দ্রুত কার্যকর করতে হবে। কিছু রাজনৈতিক দল এই দাবিতে সরব না থেকে চাঁদাবাজিতে লিপ্ত হয়েছে।”
আওয়ামী লীগের বিচার নিশ্চিত না করার পর্যন্ত ছাত্রসমাজকে নিয়ে ইসলামী ছাত্রশিবির মাঠে থাকবে জানিয়ে ছাত্রশিবিরের দপ্তর সম্পাদক সিবগাতুল্লাহ বলেন, আমরা ভেবেছিলাম অচিরেই আওয়ামী লীগের হত্যাকাণ্ডের বিচার বাংলাদেশে হবে।
কিন্তু দেখছি তাদের এখনও গ্রেপ্তার করা হয়নি। ছাত্রলীগ, যুবলীগের সন্ত্রাসীরা এখনো আমাদের ভাইদের হত্যা করছে। আওয়ামী লীগের বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত কাউকে কোনো ছাড় দেওয়া হবে না। এ সময় শিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয় সভাপতি এস এম ফরহাদসহ অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।