ঢাকা ১২:২১ পূর্বাহ্ন, বুধবার, ০২ এপ্রিল ২০২৫, ১৮ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo গুজরাটে আতশবাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, ১৮ জনের মৃত্যু Logo চীনে সেভেন সিস্টার্স নিয়ে যা বলেছিলেন ড. ইউনূস? যেজন্য হতভম্ব ভারত Logo জামায়াতের ঈদ উপলক্ষে প্রীতি ভোজের ঘটনায় বিএনপি – যুবলীগের হামলা Logo শহীদ নাসিব হাসান রিহান-এর পরিবারের সদস্যদের সাথে আমীরে জামায়াতের ঈদ কুশল বিনিময় Logo ড. ইউনূসকে শেহবাজের ফোন, পাকিস্তান সফরের আমন্ত্রণ Logo মিয়ানমারে ভূমিকম্প: ২ হাজার ছাড়াল নিহতের সংখ্যা Logo গণতন্ত্র প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে: খালেদা জিয়া Logo ইসরায়েলি অর্থমন্ত্রী বেজালেল স্মোট্রিচের পদত্যাগ Logo ঈদের নামাজ শেষে ‘জয় বাংলা’স্লোগান, বিএনপির সাথে সংঘর্ষ গুলিবিদ্ধ ১ Logo আইপিএলসহ টিভিতে যা দেকবেন আজ

নোবিপ্রবিতে নিষিদ্ধ ছাত্রলীগের কর্মসূচি প্রতিহত করার ঘোষণা শিক্ষার্থীদের

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৬:৫৬:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জানুয়ারী ২০২৫
  • 0 Views

নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসী কর্মসূচি ঘোষণার প্রতিবাদে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) দুপুর ১:৩০ টায় শহীদ মিনার চত্বরে শিক্ষার্থীদের অংশগ্রহণে মিছিলটি শুরু হয়ে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। মিছিলে শিক্ষার্থীরা ‘ছাত্রলীগের গুন্ডারা, হুশিয়ার সাবধান’, ‘একটা একটা লীগ ধর, ধরে ধরে জেলে ভর’, ‘ছাত্রলীগের ঠিকানা এই বাংলায় হবে না’ ইত্যাদি নানান স্লোগান দেয়।

মিছিল শেষে প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন, আওয়ামী লীগের ছাত্র সংগঠন ছাত্রলীগ নিষিদ্ধ ঘোষিত সন্ত্রাসী সংগঠন। তারা এদেশের মানুষের উপর গনহত্যা চালিয়েছে। ছাত্র জনতার অভ্যুত্থানে তারা বিদেশের মাটিতে গিয়ে আশ্রয় নিয়েছে। অথচ তাদের ন্যূনতম লজ্জাবোধ নেই। এখনো রাজনীতি করার স্বপ্ন দেখে যাচ্ছে।

তারা আরো জানান, বিপ্লবের পর ৬ মাস অতিবাহিত হতে চললেও তাদের বিচারের আওতায় আনা হয়নি। এতে তাদের স্পর্ধা বেড়ে গিয়েছে। অবিলম্বে অন্তর্বর্তীকালীন সরকারকে তাদের বিচারের মুখোমুখি করতে হবে। যেসব লীগের দোসর প্রশাসনে বিভিন্ন জায়গায় অবস্থান করে আছে তাদেরকেও বিচারের আওতায় আনতে হবে।

কেমিক্যাল ইন্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী আবদুর রহমান বলেন, নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ দেশে আবারও অরাজকতা ও সন্ত্রাসী কার্যক্রম চালাতে মাসব্যপী কর্মসূচি ঘোষণা দিয়েছে। তাদেরকে বলতে চাই দিবা স্বপ্ন দেখে লাভ নেই। ৫ই আগস্ট যেভাবে এদেশের ছাত্রসমাজ ঐক্যবদ্ধভাবে তোমাদের পরাজিত করেছে সামনেও অপতৎপরতা ঐক্যবদ্ধভাবে মোকাবিলা করা হবে।

উল্লেখ্য নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ আগামী ১ ফেব্রুয়ারি থেকে ১৮ ফেব্রুয়ারি পর্যন্ত বিভিন্ন কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে। এর মধ্যে লিফলেট ও প্রচারপত্র বিলি, প্রতিবাদ মিছিল ও সমাবেশ, বিক্ষোভ সমাবেশ, তারিখে সড়ক-রেল-জল ও বিমানবন্দর অবরোধ কর্মসূচি, তারিখে দেশব্যাপী সকাল-সন্ধ্যা হরতাল পালন করবেন তারা।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

গুজরাটে আতশবাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, ১৮ জনের মৃত্যু

নোবিপ্রবিতে নিষিদ্ধ ছাত্রলীগের কর্মসূচি প্রতিহত করার ঘোষণা শিক্ষার্থীদের

আপডেট সময় ০৬:৫৬:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জানুয়ারী ২০২৫

নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসী কর্মসূচি ঘোষণার প্রতিবাদে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) দুপুর ১:৩০ টায় শহীদ মিনার চত্বরে শিক্ষার্থীদের অংশগ্রহণে মিছিলটি শুরু হয়ে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। মিছিলে শিক্ষার্থীরা ‘ছাত্রলীগের গুন্ডারা, হুশিয়ার সাবধান’, ‘একটা একটা লীগ ধর, ধরে ধরে জেলে ভর’, ‘ছাত্রলীগের ঠিকানা এই বাংলায় হবে না’ ইত্যাদি নানান স্লোগান দেয়।

মিছিল শেষে প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন, আওয়ামী লীগের ছাত্র সংগঠন ছাত্রলীগ নিষিদ্ধ ঘোষিত সন্ত্রাসী সংগঠন। তারা এদেশের মানুষের উপর গনহত্যা চালিয়েছে। ছাত্র জনতার অভ্যুত্থানে তারা বিদেশের মাটিতে গিয়ে আশ্রয় নিয়েছে। অথচ তাদের ন্যূনতম লজ্জাবোধ নেই। এখনো রাজনীতি করার স্বপ্ন দেখে যাচ্ছে।

তারা আরো জানান, বিপ্লবের পর ৬ মাস অতিবাহিত হতে চললেও তাদের বিচারের আওতায় আনা হয়নি। এতে তাদের স্পর্ধা বেড়ে গিয়েছে। অবিলম্বে অন্তর্বর্তীকালীন সরকারকে তাদের বিচারের মুখোমুখি করতে হবে। যেসব লীগের দোসর প্রশাসনে বিভিন্ন জায়গায় অবস্থান করে আছে তাদেরকেও বিচারের আওতায় আনতে হবে।

কেমিক্যাল ইন্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী আবদুর রহমান বলেন, নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ দেশে আবারও অরাজকতা ও সন্ত্রাসী কার্যক্রম চালাতে মাসব্যপী কর্মসূচি ঘোষণা দিয়েছে। তাদেরকে বলতে চাই দিবা স্বপ্ন দেখে লাভ নেই। ৫ই আগস্ট যেভাবে এদেশের ছাত্রসমাজ ঐক্যবদ্ধভাবে তোমাদের পরাজিত করেছে সামনেও অপতৎপরতা ঐক্যবদ্ধভাবে মোকাবিলা করা হবে।

উল্লেখ্য নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ আগামী ১ ফেব্রুয়ারি থেকে ১৮ ফেব্রুয়ারি পর্যন্ত বিভিন্ন কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে। এর মধ্যে লিফলেট ও প্রচারপত্র বিলি, প্রতিবাদ মিছিল ও সমাবেশ, বিক্ষোভ সমাবেশ, তারিখে সড়ক-রেল-জল ও বিমানবন্দর অবরোধ কর্মসূচি, তারিখে দেশব্যাপী সকাল-সন্ধ্যা হরতাল পালন করবেন তারা।