ঢাকা ০৪:০৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫, ৩০ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo জিপিএ-৫ প্রাপ্ত ১৫০০ শিক্ষার্থীকে সংবর্ধনা দিল ছাত্রশিবির ঢাকা মহানগর দক্ষিণ Logo ছাত্রদল থেকে পদত্যাগ করায় জেলা ছাত্রদল নেতা নেছারের হুমকি: “হাড্ডি জায়গায় থাকবে না” Logo বর্তমান সরকারের আমলেই জুলাই হত্যাকাণ্ডের বিচার সম্পন্ন হবে: ড. আসিফ নজরুল Logo হানিফ ও তার স্ত্রীর বিরুদ্ধে দুর্নীতির মামলা: সন্তানদের সম্পদের নোটিশ Logo মুন্সীগঞ্জে মাদক কেনার টাকা না দেওয়ায় মাকে হত্যার দায়ে ছেলের আমৃত্যু কারাদণ্ড Logo দেশের অরাজক পরিস্থিতি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের দায় অন্তর্বতী সরকারের- রাকিব Logo ভালুকায় মা সহ দুই মেয়েকে জবাই করে হত্যা Logo সড়কের বেহাল দশা, লক্ষ্মীপুরের স্থানীয়রা পড়েছেন প্রকৌঁশলীর গায়েবানা জানাজা Logo অযৌক্তিক ধর্মঘট নিয়ে প্রতিবাদ করায় তা’মীরুল মিল্লাতের শিক্ষার্থীকে মারধরের অভিযোগ Logo বিএনপি এখন চাঁদাবাজের দলে পরিণত হয়েছে, অভিযোগ নাহিদ ইসলামের

নোবিপ্রবিতে নিষিদ্ধ ছাত্রলীগের কর্মসূচি প্রতিহত করার ঘোষণা শিক্ষার্থীদের

নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসী কর্মসূচি ঘোষণার প্রতিবাদে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) দুপুর ১:৩০ টায় শহীদ মিনার চত্বরে শিক্ষার্থীদের অংশগ্রহণে মিছিলটি শুরু হয়ে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। মিছিলে শিক্ষার্থীরা ‘ছাত্রলীগের গুন্ডারা, হুশিয়ার সাবধান’, ‘একটা একটা লীগ ধর, ধরে ধরে জেলে ভর’, ‘ছাত্রলীগের ঠিকানা এই বাংলায় হবে না’ ইত্যাদি নানান স্লোগান দেয়।

মিছিল শেষে প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন, আওয়ামী লীগের ছাত্র সংগঠন ছাত্রলীগ নিষিদ্ধ ঘোষিত সন্ত্রাসী সংগঠন। তারা এদেশের মানুষের উপর গনহত্যা চালিয়েছে। ছাত্র জনতার অভ্যুত্থানে তারা বিদেশের মাটিতে গিয়ে আশ্রয় নিয়েছে। অথচ তাদের ন্যূনতম লজ্জাবোধ নেই। এখনো রাজনীতি করার স্বপ্ন দেখে যাচ্ছে।

তারা আরো জানান, বিপ্লবের পর ৬ মাস অতিবাহিত হতে চললেও তাদের বিচারের আওতায় আনা হয়নি। এতে তাদের স্পর্ধা বেড়ে গিয়েছে। অবিলম্বে অন্তর্বর্তীকালীন সরকারকে তাদের বিচারের মুখোমুখি করতে হবে। যেসব লীগের দোসর প্রশাসনে বিভিন্ন জায়গায় অবস্থান করে আছে তাদেরকেও বিচারের আওতায় আনতে হবে।

কেমিক্যাল ইন্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী আবদুর রহমান বলেন, নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ দেশে আবারও অরাজকতা ও সন্ত্রাসী কার্যক্রম চালাতে মাসব্যপী কর্মসূচি ঘোষণা দিয়েছে। তাদেরকে বলতে চাই দিবা স্বপ্ন দেখে লাভ নেই। ৫ই আগস্ট যেভাবে এদেশের ছাত্রসমাজ ঐক্যবদ্ধভাবে তোমাদের পরাজিত করেছে সামনেও অপতৎপরতা ঐক্যবদ্ধভাবে মোকাবিলা করা হবে।

উল্লেখ্য নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ আগামী ১ ফেব্রুয়ারি থেকে ১৮ ফেব্রুয়ারি পর্যন্ত বিভিন্ন কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে। এর মধ্যে লিফলেট ও প্রচারপত্র বিলি, প্রতিবাদ মিছিল ও সমাবেশ, বিক্ষোভ সমাবেশ, তারিখে সড়ক-রেল-জল ও বিমানবন্দর অবরোধ কর্মসূচি, তারিখে দেশব্যাপী সকাল-সন্ধ্যা হরতাল পালন করবেন তারা।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

জিপিএ-৫ প্রাপ্ত ১৫০০ শিক্ষার্থীকে সংবর্ধনা দিল ছাত্রশিবির ঢাকা মহানগর দক্ষিণ

নোবিপ্রবিতে নিষিদ্ধ ছাত্রলীগের কর্মসূচি প্রতিহত করার ঘোষণা শিক্ষার্থীদের

আপডেট সময় ০৬:৫৬:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জানুয়ারী ২০২৫

নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসী কর্মসূচি ঘোষণার প্রতিবাদে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) দুপুর ১:৩০ টায় শহীদ মিনার চত্বরে শিক্ষার্থীদের অংশগ্রহণে মিছিলটি শুরু হয়ে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। মিছিলে শিক্ষার্থীরা ‘ছাত্রলীগের গুন্ডারা, হুশিয়ার সাবধান’, ‘একটা একটা লীগ ধর, ধরে ধরে জেলে ভর’, ‘ছাত্রলীগের ঠিকানা এই বাংলায় হবে না’ ইত্যাদি নানান স্লোগান দেয়।

মিছিল শেষে প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন, আওয়ামী লীগের ছাত্র সংগঠন ছাত্রলীগ নিষিদ্ধ ঘোষিত সন্ত্রাসী সংগঠন। তারা এদেশের মানুষের উপর গনহত্যা চালিয়েছে। ছাত্র জনতার অভ্যুত্থানে তারা বিদেশের মাটিতে গিয়ে আশ্রয় নিয়েছে। অথচ তাদের ন্যূনতম লজ্জাবোধ নেই। এখনো রাজনীতি করার স্বপ্ন দেখে যাচ্ছে।

তারা আরো জানান, বিপ্লবের পর ৬ মাস অতিবাহিত হতে চললেও তাদের বিচারের আওতায় আনা হয়নি। এতে তাদের স্পর্ধা বেড়ে গিয়েছে। অবিলম্বে অন্তর্বর্তীকালীন সরকারকে তাদের বিচারের মুখোমুখি করতে হবে। যেসব লীগের দোসর প্রশাসনে বিভিন্ন জায়গায় অবস্থান করে আছে তাদেরকেও বিচারের আওতায় আনতে হবে।

কেমিক্যাল ইন্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী আবদুর রহমান বলেন, নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ দেশে আবারও অরাজকতা ও সন্ত্রাসী কার্যক্রম চালাতে মাসব্যপী কর্মসূচি ঘোষণা দিয়েছে। তাদেরকে বলতে চাই দিবা স্বপ্ন দেখে লাভ নেই। ৫ই আগস্ট যেভাবে এদেশের ছাত্রসমাজ ঐক্যবদ্ধভাবে তোমাদের পরাজিত করেছে সামনেও অপতৎপরতা ঐক্যবদ্ধভাবে মোকাবিলা করা হবে।

উল্লেখ্য নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ আগামী ১ ফেব্রুয়ারি থেকে ১৮ ফেব্রুয়ারি পর্যন্ত বিভিন্ন কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে। এর মধ্যে লিফলেট ও প্রচারপত্র বিলি, প্রতিবাদ মিছিল ও সমাবেশ, বিক্ষোভ সমাবেশ, তারিখে সড়ক-রেল-জল ও বিমানবন্দর অবরোধ কর্মসূচি, তারিখে দেশব্যাপী সকাল-সন্ধ্যা হরতাল পালন করবেন তারা।