ঢাকা ০৭:৫০ অপরাহ্ন, শুক্রবার, ২৯ অগাস্ট ২০২৫, ১৪ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo রাজধানীতে জাপা ও গণ অধিকার পরিষদের সংঘর্ষ, সেনা মোতায়েন Logo দেশের মানুষ পেশিশক্তির রাজনীতি আর দেখতে চায় না: তাসনিম জারা Logo সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের নবগঠিত কমিটিতে ছাত্রলীগের পুনর্বাসন কেন্দ্র Logo উমামা ফাতেমার মন্তব্যে মাল্টিমিডিয়া রিপোর্টার্স অ্যাসোসিয়েশন- এর নিন্দা Logo চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ইসলামী ছাত্রীসংস্থার সেমিনার ও ফ্রি কুরআন বিতরণ Logo বিএনপি নেতা ইলিয়াস আলীসহ গুমের শিকার সবার সন্ধান চায় জামায়াত Logo সাতক্ষীরা মহিলা জামায়াতের লিফলেট বিতরণে যুবদলের বাঁধা, সভানেত্রীকে ধাক্কা দেওয়ার অভিযোগ Logo কুমারখালীতে আইবিডব্লিউএফ’র দ্বি-বার্ষিকী ব্যাবসায়ীক কাউন্সিল অনুষ্ঠিত Logo জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরিক্ষার খাতা দেখন হোস্টেলের গার্ড Logo জামায়াতে যোগ দিলেন বিএনপির ২৪ নেতাকর্মী

আবারও দহগ্রাম সীমান্তে বিএসএফের তৎপরতা

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৩:০১:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জানুয়ারী ২০২৫
  • 141

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার দহগ্রাম সীমান্তের শূন্যরেখায় আবারও কাঁটাতারের বেড়া স্থাপন নিয়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের তৎপরতা দেখা দিয়েছে। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ৫১ সেকেন্ডের একটি ভিডিওতে, বিএসএফের উপস্থিতিতে ভারতীয়দের বেড়া নিয়ে কাজ করতে দেখা যায়।

ভিডিওতে দেখা যায়, বিজিবি-বিএসএফের উচ্চ পর্যায়ের সিদ্ধান্ত অনুযায়ী সীমান্তে উভয় দেশ আপাতত সব ধরনের বেড়া নির্মাণকাজ বন্ধ থাকবে- এ সিদ্ধান্তের কথা বিজিবির একজন জওয়ান স্মরণ করিয়ে দেওয়ার চেষ্টা করলেও- তা উপেক্ষা করে তর্ক জুড়ে দেন বিএসএফের সদস্যরা। এ সময় একজন বিএসএফ সদস্যকে হিন্দিতে বলতে শোনা যায়, ‘আমরা কাজ করব, তোমার যা করার তুমি কর।’

গত ১০ জানুয়ারি দহগ্রাম সীমান্তের শূন্যরেখা বরাবর প্রায় দেড় কিলোমিটার অংশজুড়ে চার ফুট উচ্চতার কাঁটাতারের বেড়া নির্মাণ করে ভারত। এতে বিজিবি বাধা দিলে উভয় বাহিনীর মাঝে উত্তেজনা দেখা দেয়। বিষয়টি নিয়ে উভয় বাহিনীর ডিআইজি পর্যায়ের বৈঠকে আপাতত কাজ না করার সিদ্ধান্তের পর সীমান্তে উভয় বাহিনী উত্তপ্ত পরিস্থিতি থেকে স্বাভাবিক অবস্থায় ফিরে আসে। এ ঘটনার এক সপ্তাহ যেতে না যেতে সেই কাঁটাতারের বেড়ায় অসংখ্য কাঁচের বোতল ঝুলিয়ে দেয় বিএসএফ। সর্বশেষ সেই বেড়া নির্মাণ নিয়ে আবারও তৎপর হতে দেখা গেল ভারতীয় সীমান্তরক্ষীকে।

তবে এ ঘটনা তিন থেকে ৪ দিন আগের জানিয়ে পাটগ্রামের পানবাড়ি বিজিবি ক্যাম্পের সুবেদার মো. জামিল বলেন, বাধা দেওয়ার পর কাজ বন্ধ করেছে বিএসএফ। আমরা ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে কথা বলছি। তারা কড়া প্রতিবাদ জানিয়েছেন।
বিজিবি প্রতিবেশী রাষ্ট্রের এ কাজের বিরোধিতা করলেও তারা বেশ কিছুক্ষণ শূন্যরেখায় বেড়া নির্মাণের কাজ চালিয়ে যায় বলে জানা গেছে।

জনপ্রিয় সংবাদ

রাজধানীতে জাপা ও গণ অধিকার পরিষদের সংঘর্ষ, সেনা মোতায়েন

আবারও দহগ্রাম সীমান্তে বিএসএফের তৎপরতা

আপডেট সময় ০৩:০১:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জানুয়ারী ২০২৫

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার দহগ্রাম সীমান্তের শূন্যরেখায় আবারও কাঁটাতারের বেড়া স্থাপন নিয়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের তৎপরতা দেখা দিয়েছে। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ৫১ সেকেন্ডের একটি ভিডিওতে, বিএসএফের উপস্থিতিতে ভারতীয়দের বেড়া নিয়ে কাজ করতে দেখা যায়।

ভিডিওতে দেখা যায়, বিজিবি-বিএসএফের উচ্চ পর্যায়ের সিদ্ধান্ত অনুযায়ী সীমান্তে উভয় দেশ আপাতত সব ধরনের বেড়া নির্মাণকাজ বন্ধ থাকবে- এ সিদ্ধান্তের কথা বিজিবির একজন জওয়ান স্মরণ করিয়ে দেওয়ার চেষ্টা করলেও- তা উপেক্ষা করে তর্ক জুড়ে দেন বিএসএফের সদস্যরা। এ সময় একজন বিএসএফ সদস্যকে হিন্দিতে বলতে শোনা যায়, ‘আমরা কাজ করব, তোমার যা করার তুমি কর।’

গত ১০ জানুয়ারি দহগ্রাম সীমান্তের শূন্যরেখা বরাবর প্রায় দেড় কিলোমিটার অংশজুড়ে চার ফুট উচ্চতার কাঁটাতারের বেড়া নির্মাণ করে ভারত। এতে বিজিবি বাধা দিলে উভয় বাহিনীর মাঝে উত্তেজনা দেখা দেয়। বিষয়টি নিয়ে উভয় বাহিনীর ডিআইজি পর্যায়ের বৈঠকে আপাতত কাজ না করার সিদ্ধান্তের পর সীমান্তে উভয় বাহিনী উত্তপ্ত পরিস্থিতি থেকে স্বাভাবিক অবস্থায় ফিরে আসে। এ ঘটনার এক সপ্তাহ যেতে না যেতে সেই কাঁটাতারের বেড়ায় অসংখ্য কাঁচের বোতল ঝুলিয়ে দেয় বিএসএফ। সর্বশেষ সেই বেড়া নির্মাণ নিয়ে আবারও তৎপর হতে দেখা গেল ভারতীয় সীমান্তরক্ষীকে।

তবে এ ঘটনা তিন থেকে ৪ দিন আগের জানিয়ে পাটগ্রামের পানবাড়ি বিজিবি ক্যাম্পের সুবেদার মো. জামিল বলেন, বাধা দেওয়ার পর কাজ বন্ধ করেছে বিএসএফ। আমরা ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে কথা বলছি। তারা কড়া প্রতিবাদ জানিয়েছেন।
বিজিবি প্রতিবেশী রাষ্ট্রের এ কাজের বিরোধিতা করলেও তারা বেশ কিছুক্ষণ শূন্যরেখায় বেড়া নির্মাণের কাজ চালিয়ে যায় বলে জানা গেছে।