ঢাকা ১১:১২ অপরাহ্ন, রবিবার, ০৭ সেপ্টেম্বর ২০২৫, ২৩ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo ক‍্যান্টিন বয় দিয়ে হলে হলে প্রচারণা চালানোর অভিযোগ বাকেরের বিরুদ্ধে Logo সংসদ ভবন এলাকায় আ.লীগের মিছিল, আটক ১ Logo ডাকসু নির্বাচনে শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশ নিশ্চিতে প্রধান উপদেষ্টার নির্দেশ Logo নির্বাচন নিয়ে আমরা কিছুটা উদ্বিগ্ন: মির্জা ফখরুল Logo অবশেষে ট্রায়ালে সফল রাশিয়ার যুগান্তকারী ক্যানসার ভ্যাকসিন Logo তারেক রহমান দ্রুতই দেশে ফিরবেন, সেদিন অবিস্মরণীয় ইতিহাস তৈরি হবে Logo রাকসু নির্বাচন: সম্মিলিত শিক্ষার্থী জোট নামে ছাত্রশিবিরের প্যানেল ঘোষণা Logo ‘রাজবাড়ীতে লাশ পোড়ানোর ঘটনায় আ. লীগের দুই কর্মী সহ ৭ জন গ্রেপ্তার’ Logo জাকসুতে ছাত্রশিবির সমর্থিত ‘সমন্বিত শিক্ষার্থী জোট’ প্যানেলের ৯ দফা ইশতেহার ঘোষণা Logo ডাকসু: বিপিএর জরিপে আবিদ ৪৬ শতাংশ ভোট, সাদিক ৯ শতাংশ ভোট

সৌদি রাষ্ট্রদূতকে পুরস্কৃত করল পররাষ্ট্র মন্ত্রণালয়

সৌদি রাষ্ট্রদূতকে পুরস্কৃত করল পররাষ্ট্র মন্ত্রণালয়

দুদেশের দ্বিপক্ষীয় সম্পর্কে ভূমিকার জন্য ‘বাংলাদেশ মেডেল ফর ডিপ্লোম্যাটিক এক্সিলেন্স’ পেয়েছেন ঢাকায় সৌদি আরবের রাষ্ট্রদূত ঈসা ইউসুফ ঈসা আলদুহাইলান। মঙ্গলবার ঢাকার ফরেন সা‌র্ভিস একাডে‌মিতে এক অনুষ্ঠানে পররাষ্ট্র মন্ত্রণালয়ের দেওয়া এই মেডেল সৌদির রাষ্ট্রদূতের হা‌তে তু‌লে দেন পররাষ্ট্র উপ‌দেষ্টা তৌ‌হিদ হো‌সেন।

অনুষ্ঠানে পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন বলেন, সৌদি রাষ্ট্রদূতের সময়ে দুই দেশের সম্পর্কে গুরুত্বপূর্ণ উন্নতি হয়েছে। সৌদি আরব বাংলাদেশের একটি বিশ্বস্ত বন্ধু। দুই দেশের মধ্যে টেকসই দীর্ঘস্থায়ী সম্পর্ক পারস্পরিক আস্থা ও বোঝাপড়ার পাশাপাশি উন্নয়ন ও শান্তি অর্জনের অভিন্ন লক্ষ্য দ্বারা চিহ্নিত। বিভিন্ন ক্ষেত্রে নতুন সহযোগিতা বৃদ্ধি এবং ক্রমবর্ধমান অর্থনৈতিক অংশীদারিত্বকে পরবর্তী স্তরে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে সৌদি রাষ্ট্রদূতের গুরুত্বপূর্ণ ভূমিকা প্রশংসনীয়। বিপুল সংখ্যক বাংলাদেশি কর্মীদের সৌদি আরবে নিয়োগের ক্ষেত্রেও সৌদি রাষ্ট্রদূত তার প্রচেষ্টার স্বাক্ষর রেখেছেন।

অনুষ্ঠানে ঢাকায় নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত ঈসা ইউসুফ ঈসা আলদুহাইলান বলেন, বাংলাদেশ মেডেল ফর ডিপ্লোম্যাটিক এক্সিলেন্স’প্রদান করায় বাংলাদেশ সরকারের প্রতি আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এই উদ্যোগ এখানের রাষ্ট্রদূতদের কাজে আরো উৎসাহিত করবে। তবে এটা শুধু আমার অর্জন নয়, আমার মিশনের সকল কর্মকর্তাদের পরিশ্রমের ফসল। সৌদি আরব বাংলাদেশিদের স্বাগত জানায়। গত তিন বছরে ২২ লাখ বাংলাদেশি কর্মীর জন্য ভিসা ইস্যু করেছে সৌদি দূতাবাস। প্রতিদিন দূতাবাস ৭ হাজার ভিসা ইস্যু করছে। এছাড়া বাংলাদেশ সৌদি বিনিয়োগকারীদের জন্য একটি আকর্ষণীয় ক্ষেত্র। আমরা হজ ওমরাহর খাত ছাড়িয়ে বহুমুখী সম্পর্কের দিকে এগিয়ে যেতে চাই।

অনুষ্ঠানে পররাষ্ট্র সচিব এম জসীম উদ্দিন বলেন, বাংলাদেশ ও সৌদি আরব সম্পর্ক এখন নতুন উচ্চতায় পৌঁছেছে। দুই ভ্রাতৃপ্রতীম দেশের সম্পর্ক আগামীতে আরো শক্তিশালী হবে বলে প্রত্যাশা করি।

জনপ্রিয় সংবাদ

ক‍্যান্টিন বয় দিয়ে হলে হলে প্রচারণা চালানোর অভিযোগ বাকেরের বিরুদ্ধে

সৌদি রাষ্ট্রদূতকে পুরস্কৃত করল পররাষ্ট্র মন্ত্রণালয়

আপডেট সময় ০৯:৩৮:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জানুয়ারী ২০২৫

দুদেশের দ্বিপক্ষীয় সম্পর্কে ভূমিকার জন্য ‘বাংলাদেশ মেডেল ফর ডিপ্লোম্যাটিক এক্সিলেন্স’ পেয়েছেন ঢাকায় সৌদি আরবের রাষ্ট্রদূত ঈসা ইউসুফ ঈসা আলদুহাইলান। মঙ্গলবার ঢাকার ফরেন সা‌র্ভিস একাডে‌মিতে এক অনুষ্ঠানে পররাষ্ট্র মন্ত্রণালয়ের দেওয়া এই মেডেল সৌদির রাষ্ট্রদূতের হা‌তে তু‌লে দেন পররাষ্ট্র উপ‌দেষ্টা তৌ‌হিদ হো‌সেন।

অনুষ্ঠানে পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন বলেন, সৌদি রাষ্ট্রদূতের সময়ে দুই দেশের সম্পর্কে গুরুত্বপূর্ণ উন্নতি হয়েছে। সৌদি আরব বাংলাদেশের একটি বিশ্বস্ত বন্ধু। দুই দেশের মধ্যে টেকসই দীর্ঘস্থায়ী সম্পর্ক পারস্পরিক আস্থা ও বোঝাপড়ার পাশাপাশি উন্নয়ন ও শান্তি অর্জনের অভিন্ন লক্ষ্য দ্বারা চিহ্নিত। বিভিন্ন ক্ষেত্রে নতুন সহযোগিতা বৃদ্ধি এবং ক্রমবর্ধমান অর্থনৈতিক অংশীদারিত্বকে পরবর্তী স্তরে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে সৌদি রাষ্ট্রদূতের গুরুত্বপূর্ণ ভূমিকা প্রশংসনীয়। বিপুল সংখ্যক বাংলাদেশি কর্মীদের সৌদি আরবে নিয়োগের ক্ষেত্রেও সৌদি রাষ্ট্রদূত তার প্রচেষ্টার স্বাক্ষর রেখেছেন।

অনুষ্ঠানে ঢাকায় নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত ঈসা ইউসুফ ঈসা আলদুহাইলান বলেন, বাংলাদেশ মেডেল ফর ডিপ্লোম্যাটিক এক্সিলেন্স’প্রদান করায় বাংলাদেশ সরকারের প্রতি আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এই উদ্যোগ এখানের রাষ্ট্রদূতদের কাজে আরো উৎসাহিত করবে। তবে এটা শুধু আমার অর্জন নয়, আমার মিশনের সকল কর্মকর্তাদের পরিশ্রমের ফসল। সৌদি আরব বাংলাদেশিদের স্বাগত জানায়। গত তিন বছরে ২২ লাখ বাংলাদেশি কর্মীর জন্য ভিসা ইস্যু করেছে সৌদি দূতাবাস। প্রতিদিন দূতাবাস ৭ হাজার ভিসা ইস্যু করছে। এছাড়া বাংলাদেশ সৌদি বিনিয়োগকারীদের জন্য একটি আকর্ষণীয় ক্ষেত্র। আমরা হজ ওমরাহর খাত ছাড়িয়ে বহুমুখী সম্পর্কের দিকে এগিয়ে যেতে চাই।

অনুষ্ঠানে পররাষ্ট্র সচিব এম জসীম উদ্দিন বলেন, বাংলাদেশ ও সৌদি আরব সম্পর্ক এখন নতুন উচ্চতায় পৌঁছেছে। দুই ভ্রাতৃপ্রতীম দেশের সম্পর্ক আগামীতে আরো শক্তিশালী হবে বলে প্রত্যাশা করি।