বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির বাগেরহাট জেলা শাখা কর্তৃক দিনব্যাপী ‘শাখা দায়িত্বশীল কর্মশালা ২০২৫’ অনুষ্ঠিত হয়েছে। জেলা ছাত্রশিবিরের বাগেরহাট জেলা সভাপতি হাফেজ মোরশেদ আলমের সভাপতিত্বে ও জেলা সেক্রেটারি আহমেদ আব্দুল্লাহ এর সঞ্চালনায় সকল থানার দায়িত্বশীলদের নিয়ে কর্মশালাটি অনুষ্ঠিত হয়।
আজ ২৭ জানুয়ারি (সোমবার) জেলার শহীদ মাঞ্জার মিলনায়তনে সকাল ৮ টায় বাংলাদেশ জামায়াতে ইসলামী বাগেরহাট জেলার আমির মাওলানা রেজাউল করিমের দারসুল কুরআনের মাধ্যমে কর্মশালা শুরু হয়। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্রশিবিরে কেন্দ্রীয় কার্যকরী পরিষদের সদস্য ও খুলনা মহানগরের সভাপতি আরাফাত হোসেন মিলন।
এছাড়াও ইসলামী ছাত্রশিবির বাগেরহাট জেলার সাবেক সভাপতি, ও জেলা জামায়াতের সেক্রেটারি শেখ মুহাম্মদ ইউনুস সহ সাবেক জেলা সভাপতি ও জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি অধ্যাপক ইকবাল হোসাইন, ছাত্রশিবিরের সাবেক জেলা সেক্রেটারি ও জেলা জামায়াতের যুব বিভাগের সভাপতি শেখ মঞ্জুরুল হক রাহাত, সাবেক জেলা সভাপতি অ্যাডভোকেট ইসাদুল হক বান্না, সাবেক সভাপতি হাফেজ মাহফুজ উল্লাহ মিরাজ এবং ছাত্রশিবিরের বর্তমান জেলা দায়িত্বশীলগণ উপস্থিত ছিলেন। কর্মশালায় ২০২৫ সাংগঠনিক সেশনের কর্মপরিকল্পনা ও ভবিষ্যৎ কৌশল নিয়ে আলোচনা করা হয়।