ঢাকা ০৯:৪৯ অপরাহ্ন, সোমবার, ০১ সেপ্টেম্বর ২০২৫, ১৭ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo উমামা ফাতিমার সংবাদ সম্মেলন বয়কট করেছেন মাল্টিমিডিয়া সাংবাদিকরা Logo ডাকসু নির্বাচনে ছাত্রশিবিরের ইশতেহারে যা থাকছে Logo সোহরাওয়ার্দী কলেজ সাংবাদিক সমিতির নেতৃত্বে আমিরুল ও আবিদ Logo অন্তর্বর্তী সরকারকে পূর্ণ সহযোগিতার সেনাবাহিনী -ওয়াকার-উজ-জামান Logo ক্যান্সার হাসপাতালে ১ কোটি টাকার অনুদান দিলো জামায়াত Logo ‘যারা কালো অতীতকে ফিরিয়ে আনতে চায়, তারাই পিআর পদ্ধতিতে নির্বাচন আয়োজনে বাধা দিচ্ছে’ Logo ডাকসু নির্বাচন ভন্ডুলের চেষ্টা করলে কঠোর ব্যবস্থা: ডিএমপি কমিশনার Logo ডাকসু নির্বাচনে বাধা নেই,হাইকোর্টের রায় স্থগিত, Logo ডাকসু নির্বাচন স্থগিত হওয়ার বিষয়ে যা বললেন পিনাকী ভট্টাচার্য Logo ডাকসু নির্বাচন স্থগিত

সীমান্তে বাংলাদেশী যুবককে কুপিয়ে হত্যা করল ভারতীয়রা

সীমান্তে বাংলাদেশী যুবককে কুপিয়ে হত্যা করল ভারতীয়রা

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্তবর্তী এলাকায় এক বাংলাদেশী যুবককে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করেছে ভারতীয় নাগরিকরা। রোববার (২৬ জানুয়ারি) দুপুরে ভারতীয়দের হামলায় গুরুতর আহত যুবকের সন্ধ্যায় সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে মৃত্যু হয়।

ঘটনাটি কুলাউড়া উপজেলার কর্মধা ইউনিয়নের দশটেকি (নতুন বস্তি) এওলাছড়া এলাকায় ঘটেছে।

নিহত যুবক ওই এলাকার ইউসুফ আলীর ছেলে আহাদ আলী। বিষয়টি নিশ্চিত করেন কুলাউড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: গোলাম আপছার।

জানা গেছে, রোববার দুপুরে জমি-সংক্রান্ত বিষয়ে ভারতীয় কয়েকজনের সাথে বাকবিতণ্ডা হয় বাংলাদেশী বাসিন্দা আহাদ আলীর। একপর্যায়ে ভারতীয় নাগরিক হায়দার আলী ও তার সহযোগীরা আন্তর্জাতিক সীমানা রেখার পাঁচ গজ ভেতরে ঢুকে এলোপাতাড়ি কুপিয়ে আহত করে তাকে। রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে কুলাউড়া সরকারি হাসপাতালে নিয়ে যায় স্থানীয়রা। পরে অবস্থার অবনতি হলে সিলেট এমএজি ওসমানী হাসপাতালে নেয়া হলে সেখানে তার মৃত্যু হয়।

সীমান্তবর্তী এলাকা পৃথিমপাশা ইউনিয়ন পরিষদের সদস্য শাহীন আহমদ জানান, ভারতীয় নাগরিক হায়দার আলীর সাথে নিহত আহাদের পারিবারিক সম্পর্ক রয়েছে। তবে জমি নিয়ে তাদের মধ্যে কোনো ধরনের বিরোধ রয়েছে কিনা তা জানা নেই।

এ বিষয়ে কুলাউড়া থানার ওসি মো. গোলাম আপছার জানান, লাশ মর্গে আছে। হত্যাকারী ভারতীয় নাগরিক। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন। বাংলাদেশ পুলিশের পক্ষ থেকে ভারতীয় পুলিশের সাথে যোগাযোগের চেষ্টা করা হচ্ছে।

এ ব্যাপারে বিজিবির আলীনগর ক্যাম্পের কোম্পানি কমান্ডার সুবেদার খায়ের জানান, বিজিবি এ বিষয়টি বিএসএফকে তাৎক্ষণিক জানিয়েছি। বাংলাদেশ পুলিশও ভারতীয় পুলিশের সাথে যোগাযোগ করছে।

জনপ্রিয় সংবাদ

উমামা ফাতিমার সংবাদ সম্মেলন বয়কট করেছেন মাল্টিমিডিয়া সাংবাদিকরা

সীমান্তে বাংলাদেশী যুবককে কুপিয়ে হত্যা করল ভারতীয়রা

আপডেট সময় ০১:১৫:৩৪ অপরাহ্ন, সোমবার, ২৭ জানুয়ারী ২০২৫

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্তবর্তী এলাকায় এক বাংলাদেশী যুবককে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করেছে ভারতীয় নাগরিকরা। রোববার (২৬ জানুয়ারি) দুপুরে ভারতীয়দের হামলায় গুরুতর আহত যুবকের সন্ধ্যায় সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে মৃত্যু হয়।

ঘটনাটি কুলাউড়া উপজেলার কর্মধা ইউনিয়নের দশটেকি (নতুন বস্তি) এওলাছড়া এলাকায় ঘটেছে।

নিহত যুবক ওই এলাকার ইউসুফ আলীর ছেলে আহাদ আলী। বিষয়টি নিশ্চিত করেন কুলাউড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: গোলাম আপছার।

জানা গেছে, রোববার দুপুরে জমি-সংক্রান্ত বিষয়ে ভারতীয় কয়েকজনের সাথে বাকবিতণ্ডা হয় বাংলাদেশী বাসিন্দা আহাদ আলীর। একপর্যায়ে ভারতীয় নাগরিক হায়দার আলী ও তার সহযোগীরা আন্তর্জাতিক সীমানা রেখার পাঁচ গজ ভেতরে ঢুকে এলোপাতাড়ি কুপিয়ে আহত করে তাকে। রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে কুলাউড়া সরকারি হাসপাতালে নিয়ে যায় স্থানীয়রা। পরে অবস্থার অবনতি হলে সিলেট এমএজি ওসমানী হাসপাতালে নেয়া হলে সেখানে তার মৃত্যু হয়।

সীমান্তবর্তী এলাকা পৃথিমপাশা ইউনিয়ন পরিষদের সদস্য শাহীন আহমদ জানান, ভারতীয় নাগরিক হায়দার আলীর সাথে নিহত আহাদের পারিবারিক সম্পর্ক রয়েছে। তবে জমি নিয়ে তাদের মধ্যে কোনো ধরনের বিরোধ রয়েছে কিনা তা জানা নেই।

এ বিষয়ে কুলাউড়া থানার ওসি মো. গোলাম আপছার জানান, লাশ মর্গে আছে। হত্যাকারী ভারতীয় নাগরিক। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন। বাংলাদেশ পুলিশের পক্ষ থেকে ভারতীয় পুলিশের সাথে যোগাযোগের চেষ্টা করা হচ্ছে।

এ ব্যাপারে বিজিবির আলীনগর ক্যাম্পের কোম্পানি কমান্ডার সুবেদার খায়ের জানান, বিজিবি এ বিষয়টি বিএসএফকে তাৎক্ষণিক জানিয়েছি। বাংলাদেশ পুলিশও ভারতীয় পুলিশের সাথে যোগাযোগ করছে।