অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সেক্রেটারি শফিকুল আলম বলেছেন, ‘ছোট ছোট ছেলেমেয়ে-ছাত্র-শ্রমিক ও রিকশাচালকদের নির্দয়ভাবে খুন করার অন্যতম বুচার হচ্ছেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামাল। তিনি হচ্ছেন বাংলাদেশের কসাই।’
রবিবার (২৬ জানুয়ারি) রাজধানীর বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমিতে প্রেস উইং আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে গণমাধ্যমকর্মীদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
ভারতীয় গণমাধ্যমে আসাদুজ্জামান কামালের সাক্ষাৎকার প্রচার বিষয়ে সরকারের অবস্থান জানতে চাইলে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, ‘তাকে যারা প্ল্যাটফরম দিচ্ছে, তার নিউজ যারা করছে তাদের মানটা আপনারা বোঝেন। এটা একটা ইন্টারন্যাশনাল বড় রকমের প্রপাগান্ড ক্যাম্পেইন। পৃথিবীর কেউ কোনো বুচারকে তার প্ল্যাটফরম, ইন্টারভিউ দেয় না। আসাদুজ্জামান কামাল ইজ দ্য বুচার অব বাংলাদেশ।