নির্বাচন কমিশনের অভিযান চালিয়ে ত্রুটিপূর্ণ ইলেক্ট্রনিক ভোটিং মেশিন পেয়েছে দুর্নীতি দমন কমিশন(দুদক)। রোববার দুপুরে নির্বাচন কমশিনে অভিযান চালায় দুদক।
ধারণা করা হচ্ছে, আওয়ামী লীগ শাসনামলে অনুষ্ঠিত নির্বাচনে ব্যবহার করা হয়েছে এসব ইভিএম। যার মাধ্যেম ‘আধুনিক ভোট চুরি’র অভিযোগ পাওয়া গেছে।
এর আগে গত বছরের ১৯ ডিসেম্বর জাতীয় পরিচয়পত্র ছাড়াও (এনআইডি) বিভিন্ন সেবায় হয়রানি ও দুর্নীতির অভিযোগ ওঠায় নির্বাচন কমিশন (ইসি) কার্যালয়ে অভিযান পরিচালনা করে দুর্নীতি দমন কমিশন (দুদক)।