ঢাকা ০৪:২৬ অপরাহ্ন, শনিবার, ২৯ মার্চ ২০২৫, ১৫ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo কমলাপুর থেকে নির্দিষ্ট সময়েই ছাড়ছে ট্রেন, নেই উপচে পড়া ভিড় Logo সবার আগে ঈদের তারিখ জানাল অস্ট্রেলিয়া Logo মিয়ানমারের মতো বাংলাদেশেও শক্তিশালী ভূমিকম্পের শঙ্কা Logo ঈদে ফাঁকা ঢাকার সুরক্ষায় সব ব্যবস্থা নেওয়া হয়েছে: স্বরাষ্ট্র উপদেষ্টা Logo মিয়ানমারে নিহতের সংখ্যা ১০০০ ছাড়িয়েছে, আহত এক হাজার ৬৭০ Logo প্রধান উপদেষ্টাকে ডক্টরেট ডিগ্রি দিলো চীনের পিকিং বিশ্ববিদ্যালয় Logo যমুনা সেতুতে চলতি বছর টোল আদায়ে নতুন রেকর্ড Logo আর্জেন্টিনার কাছে হারের জেরে দরিভালকে বরখাস্ত করল ব্রাজিল Logo দ্রুত নির্বাচনের তারিখ ঘোষণা করেন,সংস্কার আপনাদের কাজ না: আমীর খসরু Logo মিয়ানমারে ভয়াবহ ভূমিকম্পে নিহত বেড়ে ১৪৪, আহত ৭৩২ জন

আমার সৃজনশীলতার উন্মোচন ঘটেছে প্রেমে ব্যর্থতার পরে: আশফাক নিপুণ

বিশিষ্ট চলচ্চিত্র নির্মাতা আশফাক নিপুণ বলেছেন, “প্রথম প্রেম নিয়ে আমি খুবই সিরিয়াস ছিলাম। তখন ভেবেছিলাম, গ্র্যাজুয়েশন শেষ করব, মাস্টার্স করব, ব্যাংকে জব করব, ভালো বেতন পাব, তারপর বিয়ে করব। কিন্তু দূর্ভাগ্য বা সৌভাগ্যবশত সেই প্রেম টিকল না। এরপর মনে হলো, আমার বেঁচে থাকার কোনো অর্থ নেই। তবে সেই সংকটকালেই আমার সৃজনশীলতার উন্মোচন ঘটে। আমি নতুন কিছু করার পথে এগিয়ে যাই।”

শনিবার (২৫ জানুয়ারি) জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত টেডএক্স ইভেন্টে বক্তা হিসেবে বক্তব্য দেওয়ার সময় তিনি এ অভিজ্ঞতা শেয়ার করেন।
তিনি বলেন, সৃজনশীলতা বিষয়টা একটা আপেক্ষিক ব্যাপার। আমি যে গল্প লিখি বা চলচ্চিত্র বানাতে পারবো এটা আমি তখন অনুধাবন করলাম যখন দেখলাম আমি খুব ভালো মিথ্যে কথা বলতে পারি। সৃজনশীলতা চর্চা করতে গিয়ে দেখলাম আমি খুব সুন্দর বানিয়ে গল্প বলতে পারি। যখন দেখলাম আমার খুব কাছের মানুষও এটা বুঝতে পারে না তখন বুঝলাম এটাই সৃজনশীলতা। এই সৃজনশীলতাকে আরও উন্মোচন করতেই আমি আসলাম চলচ্চিত্র নির্মাণে।

ইভেন্টটিতে আশফাক নিপুণ ছাড়া আরও বক্তব্য রাখেন অভিনেত্রী, স্থপতি ও শিক্ষিকা অপি করিম; এস্তোনিয়ান এন্টারপ্রেনারশিপ ইউনিভার্সিটি অব অ্যাপ্লাইড সায়েন্স-এর টেকসই উন্নয়নের সিনিয়র প্রভাষক ও লেখক আমিনুল ইসলাম; চেঞ্জ ইনিশিয়েটিভ-এর কো-ফাউন্ডার ও চিফ এক্সিকিউটিভ এম. জাকির হোসেন খান; নেসলে বাংলাদেশ এর কোম্পানি সেক্রেটারি দেবব্রত রায় চৌধুরী; বাংলাদেশ, ভুটান ও নেপাল অঞ্চলের মাইক্রোসফটের ব্যবস্থাপনা পরিচালক ইউসুফ ফারুক; ইউএনডিপি বাংলাদেশের যোগাযোগ বিভাগের প্রধান মোঃ আবদুল ক্বায়ুম; শিশু অধিকার কর্মী; জলবায়ু আন্দোলনকারী ও মাই গোল চ্যাম্পিয়ন ফাতিহা আয়াত; এবং এভারেস্ট বেসক্যাম্প সাইক্লিং অভিযানের বিশ্ব রেকর্ডধারী তাম্মাত বিল খায়ের।

অনুষ্টানের শুরুতে নজরুল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলম উদ্বোধন সম্পন্ন করেন। এসময় উপস্থিত ছিলেন কোষাধ্যক্ষ অধ্যাপক ড. জয়নুল আবেদীন সিদ্দিকী ও প্রক্টর ড. মাহবুবুর রহমান জনি।

উল্লেখ্য, টেড এমন একটি আন্তর্জাতিক সংস্থা, যা বিভিন্ন খ্যাতনামা ব্যক্তিদের নিয়ে কনফারেন্স আয়োজন করে। যেখানে তারা নিজেদের অভিজ্ঞতা ও বিভিন্ন কৌশল নিয়ে কথা বলেন। যা মানুষকে নতুনভাবে ভাবতে শেখায়। টেডএক্স মূলত টেড ইন্টারন্যাশনালের অনুমোদনে স্থানীয় পর্যায়ে এইসব আয়োজনের সুযোগ করে দেয় যেনো টেডের মূল ভাবনা বিশ্বের বিভিন্ন স্থানে ছড়িয়ে দেয়।

জনপ্রিয় সংবাদ

কমলাপুর থেকে নির্দিষ্ট সময়েই ছাড়ছে ট্রেন, নেই উপচে পড়া ভিড়

আমার সৃজনশীলতার উন্মোচন ঘটেছে প্রেমে ব্যর্থতার পরে: আশফাক নিপুণ

আপডেট সময় ১১:১১:১৮ অপরাহ্ন, শনিবার, ২৫ জানুয়ারী ২০২৫

বিশিষ্ট চলচ্চিত্র নির্মাতা আশফাক নিপুণ বলেছেন, “প্রথম প্রেম নিয়ে আমি খুবই সিরিয়াস ছিলাম। তখন ভেবেছিলাম, গ্র্যাজুয়েশন শেষ করব, মাস্টার্স করব, ব্যাংকে জব করব, ভালো বেতন পাব, তারপর বিয়ে করব। কিন্তু দূর্ভাগ্য বা সৌভাগ্যবশত সেই প্রেম টিকল না। এরপর মনে হলো, আমার বেঁচে থাকার কোনো অর্থ নেই। তবে সেই সংকটকালেই আমার সৃজনশীলতার উন্মোচন ঘটে। আমি নতুন কিছু করার পথে এগিয়ে যাই।”

শনিবার (২৫ জানুয়ারি) জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত টেডএক্স ইভেন্টে বক্তা হিসেবে বক্তব্য দেওয়ার সময় তিনি এ অভিজ্ঞতা শেয়ার করেন।
তিনি বলেন, সৃজনশীলতা বিষয়টা একটা আপেক্ষিক ব্যাপার। আমি যে গল্প লিখি বা চলচ্চিত্র বানাতে পারবো এটা আমি তখন অনুধাবন করলাম যখন দেখলাম আমি খুব ভালো মিথ্যে কথা বলতে পারি। সৃজনশীলতা চর্চা করতে গিয়ে দেখলাম আমি খুব সুন্দর বানিয়ে গল্প বলতে পারি। যখন দেখলাম আমার খুব কাছের মানুষও এটা বুঝতে পারে না তখন বুঝলাম এটাই সৃজনশীলতা। এই সৃজনশীলতাকে আরও উন্মোচন করতেই আমি আসলাম চলচ্চিত্র নির্মাণে।

ইভেন্টটিতে আশফাক নিপুণ ছাড়া আরও বক্তব্য রাখেন অভিনেত্রী, স্থপতি ও শিক্ষিকা অপি করিম; এস্তোনিয়ান এন্টারপ্রেনারশিপ ইউনিভার্সিটি অব অ্যাপ্লাইড সায়েন্স-এর টেকসই উন্নয়নের সিনিয়র প্রভাষক ও লেখক আমিনুল ইসলাম; চেঞ্জ ইনিশিয়েটিভ-এর কো-ফাউন্ডার ও চিফ এক্সিকিউটিভ এম. জাকির হোসেন খান; নেসলে বাংলাদেশ এর কোম্পানি সেক্রেটারি দেবব্রত রায় চৌধুরী; বাংলাদেশ, ভুটান ও নেপাল অঞ্চলের মাইক্রোসফটের ব্যবস্থাপনা পরিচালক ইউসুফ ফারুক; ইউএনডিপি বাংলাদেশের যোগাযোগ বিভাগের প্রধান মোঃ আবদুল ক্বায়ুম; শিশু অধিকার কর্মী; জলবায়ু আন্দোলনকারী ও মাই গোল চ্যাম্পিয়ন ফাতিহা আয়াত; এবং এভারেস্ট বেসক্যাম্প সাইক্লিং অভিযানের বিশ্ব রেকর্ডধারী তাম্মাত বিল খায়ের।

অনুষ্টানের শুরুতে নজরুল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলম উদ্বোধন সম্পন্ন করেন। এসময় উপস্থিত ছিলেন কোষাধ্যক্ষ অধ্যাপক ড. জয়নুল আবেদীন সিদ্দিকী ও প্রক্টর ড. মাহবুবুর রহমান জনি।

উল্লেখ্য, টেড এমন একটি আন্তর্জাতিক সংস্থা, যা বিভিন্ন খ্যাতনামা ব্যক্তিদের নিয়ে কনফারেন্স আয়োজন করে। যেখানে তারা নিজেদের অভিজ্ঞতা ও বিভিন্ন কৌশল নিয়ে কথা বলেন। যা মানুষকে নতুনভাবে ভাবতে শেখায়। টেডএক্স মূলত টেড ইন্টারন্যাশনালের অনুমোদনে স্থানীয় পর্যায়ে এইসব আয়োজনের সুযোগ করে দেয় যেনো টেডের মূল ভাবনা বিশ্বের বিভিন্ন স্থানে ছড়িয়ে দেয়।