ঢাকা ০৬:১৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ অক্টোবর ২০২৫, ২৯ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo ইসরায়েলের পার্লামেন্টে ভাষণ দিতে গিয়ে বাধার মুখে ট্রাম্প Logo জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে র‍্যাগিংয়ের অভিযোগে ১৬ শিক্ষার্থী সাময়িক বহিষ্কার Logo এবার শাপলা প্রতীকের আরেক দাবিদারের আবেদন ইসিতে Logo ব্রাজিলের হয়ে বিশ্বকাপে ইতিহাস গড়তে প্রস্তুত আনচেলত্তি Logo শিক্ষা মন্ত্রণালয়ের আশ্বাসে ৭ কলেজের আন্দোলন স্থগিত Logo স্বর্নের দামে নতুন রেকর্ড, ভরি ২১৩৭১৯ টাকা Logo ‘পিআর পদ্ধতিতে নির্বাচন হলে চাঁদাবাজ, দখলবাজ ও দুর্নীতিবাজদের জায়গা থাকবে না’ Logo ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত বিশ্ব গড়তে প্রধান উপদেষ্টার ৬ প্রস্তাবনা Logo বাড়ল সয়াবিন তেলের দাম Logo পুলিশ ফ্যাসিবাদী কায়দায় শিক্ষকদের ওপর হামলা করেছে-সাদিক কায়েম

প্রধান উপদেষ্টার পথের সমাপ্তি চায় বিএনপি: গয়েশ্বর রায়

প্রধান উপদেষ্টার পথের সমাপ্তি চায় বিএনপি: গয়েশ্বর রায়

বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, প্রধান উপদেষ্টার পথের সমাপ্তি চান তারা। তিনি আরও বলেন, “আমরা একটি সুষ্ঠু ও অবাধ নির্বাচন চাই, এবং সে লক্ষ্যেই আমাদের আন্দোলন চলমান।”

শনিবার (২৫ জানুয়ারি) বিকেলে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে জাতীয় শিক্ষক দিবস ও শিক্ষক সমাবেশে তিনি এসব কথা বলেন।

গয়েশ্বর চন্দ্র রায় বলেন, “হাসিনা পালিয়ে গেছে, তুমি আমি একই আছি যাচ্ছি আমাতে।

আমার কাছে তাই মনে হয়, এখনো কোর্ট-কাছারিতে যাচ্ছি, এখানো হাজিরা দিই, সব কিছুই। কিন্তু সেখান থেকে কোনো উত্তর পাই না। আর যাদের কাছে যেটা আশা করছি, তাদের দিকে তাকালে মনে হয়, সেই বহু পুরনো দিনের রোমান্টিক গান ‘এই পথ যদি না শেষ হতো, কেমন হতো বলো তো’। তাই আমার মাঝে মাঝে মনে হয় প্রধান উপদেষ্টাকে জিজ্ঞেস করতে আপনাদের এই পথটা যদি শেষ না তো কেমন হতো, কেমন হবে আপনিই বলুন।

আমরা এই পথের সমাপ্তি চাই, আমরা একটা সুষ্ঠু, অবাধ নির্বাচন চাই। নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, ‘আন্দোলন চলমান, অপেক্ষায় আছি। তবে আন্দোলন করে যদি নির্বাচন আদায় করতে হয়, তবে দুঃখ পাবো। রাস্তায় নামতে চাই না, তবে নামব না সে প্রতিশ্রুতিও দিতে চাই না।

জনপ্রিয় সংবাদ

ইসরায়েলের পার্লামেন্টে ভাষণ দিতে গিয়ে বাধার মুখে ট্রাম্প

প্রধান উপদেষ্টার পথের সমাপ্তি চায় বিএনপি: গয়েশ্বর রায়

আপডেট সময় ০৯:১২:২৭ অপরাহ্ন, শনিবার, ২৫ জানুয়ারী ২০২৫

বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, প্রধান উপদেষ্টার পথের সমাপ্তি চান তারা। তিনি আরও বলেন, “আমরা একটি সুষ্ঠু ও অবাধ নির্বাচন চাই, এবং সে লক্ষ্যেই আমাদের আন্দোলন চলমান।”

শনিবার (২৫ জানুয়ারি) বিকেলে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে জাতীয় শিক্ষক দিবস ও শিক্ষক সমাবেশে তিনি এসব কথা বলেন।

গয়েশ্বর চন্দ্র রায় বলেন, “হাসিনা পালিয়ে গেছে, তুমি আমি একই আছি যাচ্ছি আমাতে।

আমার কাছে তাই মনে হয়, এখনো কোর্ট-কাছারিতে যাচ্ছি, এখানো হাজিরা দিই, সব কিছুই। কিন্তু সেখান থেকে কোনো উত্তর পাই না। আর যাদের কাছে যেটা আশা করছি, তাদের দিকে তাকালে মনে হয়, সেই বহু পুরনো দিনের রোমান্টিক গান ‘এই পথ যদি না শেষ হতো, কেমন হতো বলো তো’। তাই আমার মাঝে মাঝে মনে হয় প্রধান উপদেষ্টাকে জিজ্ঞেস করতে আপনাদের এই পথটা যদি শেষ না তো কেমন হতো, কেমন হবে আপনিই বলুন।

আমরা এই পথের সমাপ্তি চাই, আমরা একটা সুষ্ঠু, অবাধ নির্বাচন চাই। নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, ‘আন্দোলন চলমান, অপেক্ষায় আছি। তবে আন্দোলন করে যদি নির্বাচন আদায় করতে হয়, তবে দুঃখ পাবো। রাস্তায় নামতে চাই না, তবে নামব না সে প্রতিশ্রুতিও দিতে চাই না।