ঢাকা ০৬:৩৮ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ অক্টোবর ২০২৫, ২ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo খালেদা জিয়াকে জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে আমন্ত্রণ জানিয়েছে কমিশন Logo বিএনপি নেতার অনুসারীদের হামলায় আহত যুবদল নেতা Logo রাকসুর ভোটগ্রহণ সুষ্ঠুভাবে সম্পন্ন: পর্যবেক্ষণ দল Logo জুলাই আন্দোলনে কোনো মাস্টারমাইন্ড ছিলো না: আসিফ মাহমুদ Logo শিক্ষার্থীদের যোগ্যতা ও নৈতিকতা বিকাশে আলিয়া মাদ্রাসা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে: ড. হেদায়াত উল্লাহ Logo চাকসু নির্বাচনের পর পদ হারালেন চবি ছাত্রদলের ৪ নেতা Logo দ্বীন প্রতিষ্ঠায় নারীদের ঐতিহাসিক ভূমিকা পালন করতে হবে: জামায়াত আমির Logo বিএনপি ইসলামী মূল্যবোধে বিশ্বাসী: সালাউদ্দিন আহমদ Logo ‘সেলিম ভূঁইয়াকে অব্যাহতি না দিলে নির্বাচনে ৬ লাখ শিক্ষক পরিবার বিএনপিকে জবাব দেবে’ Logo চার ঘন্টায়ও নিয়ন্ত্রণে আসেনি চট্টগ্রাম ইপিজেডে লাগা আগুন

আলেমরা ঐক্যবদ্ধ না হলে ভারতের অঙ্গরাজ্যে পরিণত হবে বাংলাদেশ

আলেমরা ঐক্যবদ্ধ না হলে ভারতের অঙ্গরাজ্যে পরিণত হবে বাংলাদেশ

দৈনিক আমার দেশের সম্পাদক মাহমুদুর রহমান বলেছেন, ভারত ফের সুযোগের অপেক্ষায় আছে। এখন ভেদাভেদ ভুলে আলেমরা ঐক্যবদ্ধ না হলে এই দেশকে তারা আবারও অঙ্গরাজ্যে পরিণত করবে।

গতকাল শুক্রবার দুপুরে চট্টগ্রামের পটিয়ার আল জামিয়াতুল আরবিয়াতুল ইসলামিয়া জিরি মাদরাসায় খতমে বোখারি দোয়া ও আত্মশুদ্ধি মাহফিলে অংশ নিয়ে মাহমুদুর রহমান এসব কথা বলেন। তিনি বলেন, ‘২০১০ সালে শেখ হাসিনা আমাকে এক বছর জেলে নিয়েছিল।

পত্রিকায়ও কিছুদিনের জন্য বন্ধ করে দিয়েছিল। তখন আমার মনে হয়েছিল, শেখ হাসিনা ক্ষমতায় থাকলে বাংলাদেশের স্বাধীনতা থাকবে না। শেখ হাসিনার বিরুদ্ধে ঐক্যবদ্ধ না হলে মুসলিমদের ঈমান নিয়ে বেঁচে থাকা কঠিন হবে। ওই ঐক্য গঠনে নেতৃত্ব দেবে আলেমসমাজ।

যদি আলেমসমাজের মধ্যে ঐক্য গড়া যায়, তাহলেই বাংলাদেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষা পাবে। অন্যথায় বাংলাদেশ ভারতের অঙ্গরাজ্যে পরিণত হবে। জেলে থেকে বের হয়ে সংকল্প করলাম, প্রয়োজনে নিজের জীবন দিয়ে হলেও আলেমদের আমি ঐক্যবদ্ধ করবই। হেফাজতে ইসলাম প্রতিষ্ঠা হওয়ার পর এদের মধ্যে ঐক্য করার জন্য আমি কাজ করেছি।

মাহমুদুর রহমান বলেন, ‘দীর্ঘ আন্দোলন, সর্বশেষ অভ্যুত্থানের পর আমরা স্বাধীন হয়েছি। এই স্বাধীনতা আমরা ফিরে পেয়েছি আপনাদের (আলেম) ঐক্যের কারণে।’

মাদরাসাটির মুহতামিম মাওলানা খোবাইব বিন তৈয়বের সভাপতিত্বে মাহফিলে বক্তব্য দেন পাকিস্তান থেকে আসা আওলাদে রসুল সাইয়েদ মাওলানা ফয়সাল আমিন, অল ইন্ডিয়া তাহফুজে খতমে নবুয়তের ডেপুটি সেক্রেটারি মাওলানা শাহ আলম। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন দৈনিক আমার দেশের নির্বাহী সম্পাদক সৈয়দ আবদাল আহমেদ, বিএফইউজের সাবেক সভাপতি এম আব্দুল্লাহ।

জনপ্রিয় সংবাদ

খালেদা জিয়াকে জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে আমন্ত্রণ জানিয়েছে কমিশন

আলেমরা ঐক্যবদ্ধ না হলে ভারতের অঙ্গরাজ্যে পরিণত হবে বাংলাদেশ

আপডেট সময় ০২:২২:৩৫ অপরাহ্ন, শনিবার, ২৫ জানুয়ারী ২০২৫

দৈনিক আমার দেশের সম্পাদক মাহমুদুর রহমান বলেছেন, ভারত ফের সুযোগের অপেক্ষায় আছে। এখন ভেদাভেদ ভুলে আলেমরা ঐক্যবদ্ধ না হলে এই দেশকে তারা আবারও অঙ্গরাজ্যে পরিণত করবে।

গতকাল শুক্রবার দুপুরে চট্টগ্রামের পটিয়ার আল জামিয়াতুল আরবিয়াতুল ইসলামিয়া জিরি মাদরাসায় খতমে বোখারি দোয়া ও আত্মশুদ্ধি মাহফিলে অংশ নিয়ে মাহমুদুর রহমান এসব কথা বলেন। তিনি বলেন, ‘২০১০ সালে শেখ হাসিনা আমাকে এক বছর জেলে নিয়েছিল।

পত্রিকায়ও কিছুদিনের জন্য বন্ধ করে দিয়েছিল। তখন আমার মনে হয়েছিল, শেখ হাসিনা ক্ষমতায় থাকলে বাংলাদেশের স্বাধীনতা থাকবে না। শেখ হাসিনার বিরুদ্ধে ঐক্যবদ্ধ না হলে মুসলিমদের ঈমান নিয়ে বেঁচে থাকা কঠিন হবে। ওই ঐক্য গঠনে নেতৃত্ব দেবে আলেমসমাজ।

যদি আলেমসমাজের মধ্যে ঐক্য গড়া যায়, তাহলেই বাংলাদেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষা পাবে। অন্যথায় বাংলাদেশ ভারতের অঙ্গরাজ্যে পরিণত হবে। জেলে থেকে বের হয়ে সংকল্প করলাম, প্রয়োজনে নিজের জীবন দিয়ে হলেও আলেমদের আমি ঐক্যবদ্ধ করবই। হেফাজতে ইসলাম প্রতিষ্ঠা হওয়ার পর এদের মধ্যে ঐক্য করার জন্য আমি কাজ করেছি।

মাহমুদুর রহমান বলেন, ‘দীর্ঘ আন্দোলন, সর্বশেষ অভ্যুত্থানের পর আমরা স্বাধীন হয়েছি। এই স্বাধীনতা আমরা ফিরে পেয়েছি আপনাদের (আলেম) ঐক্যের কারণে।’

মাদরাসাটির মুহতামিম মাওলানা খোবাইব বিন তৈয়বের সভাপতিত্বে মাহফিলে বক্তব্য দেন পাকিস্তান থেকে আসা আওলাদে রসুল সাইয়েদ মাওলানা ফয়সাল আমিন, অল ইন্ডিয়া তাহফুজে খতমে নবুয়তের ডেপুটি সেক্রেটারি মাওলানা শাহ আলম। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন দৈনিক আমার দেশের নির্বাহী সম্পাদক সৈয়দ আবদাল আহমেদ, বিএফইউজের সাবেক সভাপতি এম আব্দুল্লাহ।