ঢাকা ০৬:০১ অপরাহ্ন, শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫, ৫ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo গুজরাটে আতশবাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, ১৮ জনের মৃত্যু Logo চীনে সেভেন সিস্টার্স নিয়ে যা বলেছিলেন ড. ইউনূস? যেজন্য হতভম্ব ভারত Logo জামায়াতের ঈদ উপলক্ষে প্রীতি ভোজের ঘটনায় বিএনপি – যুবলীগের হামলা Logo শহীদ নাসিব হাসান রিহান-এর পরিবারের সদস্যদের সাথে আমীরে জামায়াতের ঈদ কুশল বিনিময় Logo ড. ইউনূসকে শেহবাজের ফোন, পাকিস্তান সফরের আমন্ত্রণ Logo মিয়ানমারে ভূমিকম্প: ২ হাজার ছাড়াল নিহতের সংখ্যা Logo গণতন্ত্র প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে: খালেদা জিয়া Logo ইসরায়েলি অর্থমন্ত্রী বেজালেল স্মোট্রিচের পদত্যাগ Logo ঈদের নামাজ শেষে ‘জয় বাংলা’স্লোগান, বিএনপির সাথে সংঘর্ষ গুলিবিদ্ধ ১ Logo আইপিএলসহ টিভিতে যা দেকবেন আজ

একটি কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায় জামায়াতে ইসলামী: গোলাম পরওয়ার

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন, জামায়াত বাংলাদেশে একটি ইসলামী কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায়। তিনি বলেন, ২০২৫ সাল হবে বাংলাদেশের সমাজ, রাষ্ট্র, রাজনীতি এবং ইকামতে দ্বীন প্রতিষ্ঠার জন্য টার্নিং পয়েন্ট। যে নতুন বাংলাদেশ গড়ার জন্য জাতি আমাদের দিকে তাকিয়ে আছে, সেই স্বপ্নের দিকে নিয়ে যাওয়ার জন্য জামায়াতের নেতাকর্মীদের আরও অনেক পরিশ্রম করতে হবে। তা না হলে, নতুন কোনো নৈরাজ্য আবার দেশকে পিছিয়ে দেবে। আমরা এগিয়ে যাবো নাকি পিছিয়ে থাকবো সেই ফয়সালার বছর হচ্ছে ২০২৫ সাল।

তিনি শুক্রবার (২৪ জানুয়ারি) ডামুড্যা হামিদিয়া কামিল মাদ্রাসা মাঠে শরীয়তপুর জেলা জামায়াত আয়োজিত সভায় তিনি এসব কথা বলেন।

শরীয়তপুর জেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর ও কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য কেএম মকবুল হোসাইন এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী শরীয়তপুর জেলা আমীর অধ্যক্ষ মাওলানা আবদুর রব হাশেমী, শরীয়তপুর ৩ নির্বাচনী এলাকার জামায়াত মনোনীত প্রার্থী মোহাম্মদ আজহারুল ইসলাম। বক্তব্য রাখেন জেলা সেক্রেটারি মাওলানা মাসুদুর রহমান, সহকারী সেক্রেটারি মুহাম্মদ শহিদুল ইসলাম, জেলা কর্মপরিষদ সদস্য মুহাম্মদ শাহাবুদ্দিন, কাজী ইলিয়াস, ভেদরগঞ্জ পৌরসভা আমীর মাওলানা খবির উদ্দিন রমিজি, ডামুড্যা উপজেলা আমীর মাওলানা সাইফুল ইসলাম, গোসাইরহাট উপজেলা আমীর মাস্টার বেলায়াত হোসেন, জেলা উপজেলা ও অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ।

শরীয়তপুর-৩ নির্বাচনী এলাকা ভেদরগঞ্জ, ডামুড্যা ও গোসাইরহাট উপজেলা জামায়াতের যৌথ আয়োজনে অনুষ্ঠিত পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি আরও বলেন, অন্তর্বর্তীকালীন সরকার আগামীতে একটি অবাধ, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে জনগণের নির্বাচিত প্রতিনিধির কাছে ক্ষমতা হস্তান্তর করবে; যাতে জনগণের অধিকার প্রতিষ্ঠা করে মানুষের আশা-আকাক্সক্ষা পূরণ করা যায়। তারপর আমাদের স্বপ্নের বাংলাদেশ কল্যাণ রাষ্ট্র হবে, যার ভিত্তি হবে আল কুরআন।

এর পূর্বে তিনি ঢাকাস্থ খুলনা ক্লাব এর উদ্যোগে লঞ্চ ভ্রমণে গোসাইরহাট উপজেলার চর জালালপুরে এক মিলন মেলায় অংশ গ্রহণ করেন। এ সময় জেলা ও উপজেলার নেতৃবৃন্দ উপিস্থিত ছিলেন।

জনপ্রিয় সংবাদ

গুজরাটে আতশবাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, ১৮ জনের মৃত্যু

একটি কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায় জামায়াতে ইসলামী: গোলাম পরওয়ার

আপডেট সময় ০৯:০৮:৫৮ অপরাহ্ন, শুক্রবার, ২৪ জানুয়ারী ২০২৫

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন, জামায়াত বাংলাদেশে একটি ইসলামী কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায়। তিনি বলেন, ২০২৫ সাল হবে বাংলাদেশের সমাজ, রাষ্ট্র, রাজনীতি এবং ইকামতে দ্বীন প্রতিষ্ঠার জন্য টার্নিং পয়েন্ট। যে নতুন বাংলাদেশ গড়ার জন্য জাতি আমাদের দিকে তাকিয়ে আছে, সেই স্বপ্নের দিকে নিয়ে যাওয়ার জন্য জামায়াতের নেতাকর্মীদের আরও অনেক পরিশ্রম করতে হবে। তা না হলে, নতুন কোনো নৈরাজ্য আবার দেশকে পিছিয়ে দেবে। আমরা এগিয়ে যাবো নাকি পিছিয়ে থাকবো সেই ফয়সালার বছর হচ্ছে ২০২৫ সাল।

তিনি শুক্রবার (২৪ জানুয়ারি) ডামুড্যা হামিদিয়া কামিল মাদ্রাসা মাঠে শরীয়তপুর জেলা জামায়াত আয়োজিত সভায় তিনি এসব কথা বলেন।

শরীয়তপুর জেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর ও কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য কেএম মকবুল হোসাইন এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী শরীয়তপুর জেলা আমীর অধ্যক্ষ মাওলানা আবদুর রব হাশেমী, শরীয়তপুর ৩ নির্বাচনী এলাকার জামায়াত মনোনীত প্রার্থী মোহাম্মদ আজহারুল ইসলাম। বক্তব্য রাখেন জেলা সেক্রেটারি মাওলানা মাসুদুর রহমান, সহকারী সেক্রেটারি মুহাম্মদ শহিদুল ইসলাম, জেলা কর্মপরিষদ সদস্য মুহাম্মদ শাহাবুদ্দিন, কাজী ইলিয়াস, ভেদরগঞ্জ পৌরসভা আমীর মাওলানা খবির উদ্দিন রমিজি, ডামুড্যা উপজেলা আমীর মাওলানা সাইফুল ইসলাম, গোসাইরহাট উপজেলা আমীর মাস্টার বেলায়াত হোসেন, জেলা উপজেলা ও অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ।

শরীয়তপুর-৩ নির্বাচনী এলাকা ভেদরগঞ্জ, ডামুড্যা ও গোসাইরহাট উপজেলা জামায়াতের যৌথ আয়োজনে অনুষ্ঠিত পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি আরও বলেন, অন্তর্বর্তীকালীন সরকার আগামীতে একটি অবাধ, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে জনগণের নির্বাচিত প্রতিনিধির কাছে ক্ষমতা হস্তান্তর করবে; যাতে জনগণের অধিকার প্রতিষ্ঠা করে মানুষের আশা-আকাক্সক্ষা পূরণ করা যায়। তারপর আমাদের স্বপ্নের বাংলাদেশ কল্যাণ রাষ্ট্র হবে, যার ভিত্তি হবে আল কুরআন।

এর পূর্বে তিনি ঢাকাস্থ খুলনা ক্লাব এর উদ্যোগে লঞ্চ ভ্রমণে গোসাইরহাট উপজেলার চর জালালপুরে এক মিলন মেলায় অংশ গ্রহণ করেন। এ সময় জেলা ও উপজেলার নেতৃবৃন্দ উপিস্থিত ছিলেন।