বায়ুদূষণের তীব্রতার কারণে থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের প্রায় ২০০টি স্কুল বন্ধ করে দিতে বাধ্য হয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। আজ বৃহস্পতিবার এই তথ্য জানিয়েছে সংশ্লিষ্ট কর্মকর্তারা।
অধিক দূষণের কারণে বাসিন্দাদের বাড়ি থেকে কাজ করার আহ্বান জানানো হয়েছে এবং ভারি যানবাহন চলাচল সীমাবদ্ধ করা হয়েছে। দীর্ঘদিন ধরে মৌসুমি বায়ু দূষণ থাইল্যান্ডসহ এ অঞ্চলের বিভিন্ন দেশকে ক্ষতির মুখে ফেলেছে।
বিশেষত শীতকালে ঠাণ্ডা আবহাওয়া, বাতাসের অভাব, ফসলের খড় পোড়ানোর ধোঁয়া এবং গাড়ির ধোঁয়া একত্রে ভয়াবহ দূষণ সৃষ্টি করে। আইকিউএয়ারের প্রতিবেদন অনুযায়ী, আজ বৃহস্পতিবার সকালে ব্যাংকক বিশ্বের ষষ্ঠ দূষিত প্রধান শহর হিসেবে তালিকাভুক্ত হয়েছে।
পিএমপি২.৫ দূষণকারী পদার্থের মাত্রা (ক্যান্সার সৃষ্টিকারী মাইক্রোকণা) প্রতি ঘনমিটারে ১২২ মাইক্রোগ্রামে পৌঁছেছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা সুপারিশ করে যে বছরের বেশিরভাগ দিনই ২৪ ঘণ্টার গড় এক্সপোজার ১৫’র বেশি হওয়া উচিত নয়।
এই সপ্তাহের শুরুতে, উচ্চমাত্রার পিএমপি২.৫ রয়েছে এমন এলাকার স্কুলগুলি বন্ধ করে দেওয়া বেছে নিতে পারে ব্যাংকক কর্তৃপক্ষ।
ব্যাংকক মেট্রোপলিটন কর্তৃপক্ষের অধীনে ৪৩৭টি স্কুলের মধ্যে ১৯৪টি তাদের বন্ধ করে দিয়েছে। এই সপ্তাহের শুরুতেও ব্যাংকক কর্তৃপক্ষ মানুষকে বাড়ি থেকে কাজ করতে উৎসাহিত করেছিল। থাই সরকার ফসলের খড় পোড়ানো বন্ধ করার জন্য প্রণোদনা ঘোষণা করেছে। এমনকি ধোঁয়ার উপরে বাতাসে ঠাণ্ডা পানি বা শুকনো বরফ স্প্রে করে বায়ু দূষণ মোকাবেলা করার জন্য একটি অভিনব পদ্ধতি পরীক্ষা করছে তারা।