দুর্নীতির অভিযোগে ১৪ বছরের কারাদণ্ড পাওয়ার এক সপ্তাহ পর পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান সরকারের সঙ্গে সমঝোতার আলোচনা বাতিল করেছেন।বৃহস্পতিবার ইমরানের দল পিটিআইয়ের চেয়ারম্যান এ তথ্য নিশ্চিত করেছেন।
দক্ষিণ এশীয় দেশটিতে রাজনৈতিক অস্থিতিশীলতা কমানোর লক্ষ্যে ৭২ বছর বয়সী ইমরান গত বছরের শেষের দিকে আলোচনা শুরু করেছিলেন। আর্থিক অনিয়মের দিক থেকে খানের বিরুদ্ধে আসা জমি দুর্নীতির মামলাটিই সবচেয়ে বড় ছিল। মামলার অভিযোগে বলা হয়েছে, একজন আবাসিক ব্যবসায়ীকে অবৈধ সুবিধা দেওয়ারি বিনিময়ে খান এবং তার স্ত্রী প্রতিষ্ঠিত একটি কল্যাণ প্রতিষ্ঠানকে জমি দেওয়া হয়েছিল।
কারাগারে ইমরানের সঙ্গে সাক্ষাতের পরে দলের চেয়ারম্যান গোহর খান বলেছেন, ইমরান খান আলোচনা বাতিল করেছেন। তিনি জানান, গত সপ্তাহে সরকারকে দেওয়া দাবি পূরণের জন্য সাত দিনের সময়সীমা শেষ হওয়ার পর ইমরান খান তার সিদ্ধান্ত জানিয়েছেন।
পিটিআইয়ের দাবি ছিল, ২০২৩ সালের আগস্টে ইমরানের গ্রেপ্তারের ঘটনা এবং তার সমর্থকরা সামরিক অফিস ও স্থাপনায় ভাঙচুর করলে যে প্রতিবাদ সমাবেশ হয়, তার তদন্তের জন্য দুটি বিচার বিভাগীয় কমিশন গঠন।