ঢাকা ০৪:৩৬ অপরাহ্ন, শনিবার, ২৯ মার্চ ২০২৫, ১৫ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo কমলাপুর থেকে নির্দিষ্ট সময়েই ছাড়ছে ট্রেন, নেই উপচে পড়া ভিড় Logo সবার আগে ঈদের তারিখ জানাল অস্ট্রেলিয়া Logo মিয়ানমারের মতো বাংলাদেশেও শক্তিশালী ভূমিকম্পের শঙ্কা Logo ঈদে ফাঁকা ঢাকার সুরক্ষায় সব ব্যবস্থা নেওয়া হয়েছে: স্বরাষ্ট্র উপদেষ্টা Logo মিয়ানমারে নিহতের সংখ্যা ১০০০ ছাড়িয়েছে, আহত এক হাজার ৬৭০ Logo প্রধান উপদেষ্টাকে ডক্টরেট ডিগ্রি দিলো চীনের পিকিং বিশ্ববিদ্যালয় Logo যমুনা সেতুতে চলতি বছর টোল আদায়ে নতুন রেকর্ড Logo আর্জেন্টিনার কাছে হারের জেরে দরিভালকে বরখাস্ত করল ব্রাজিল Logo দ্রুত নির্বাচনের তারিখ ঘোষণা করেন,সংস্কার আপনাদের কাজ না: আমীর খসরু Logo মিয়ানমারে ভয়াবহ ভূমিকম্পে নিহত বেড়ে ১৪৪, আহত ৭৩২ জন

আমিরাতে সংবর্ধিত হতে যাচ্ছেন ৫২ রেমিট্যান্স যোদ্ধা

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৭:৫৪:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫
  • 0 Views

২০২৪-২৫ সালের নির্বাচিত সিআইপিদের সংবর্ধনা অনুষ্ঠান সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত হতে যাচ্ছে। শুক্রবার সন্ধ্যায় আজমান উইমেন অ্যাসোসিয়েশন হলে এই সংবর্ধনা অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ সরকারের যুব ও ক্রীড়া এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

এছাড়া সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আজমান রাজপরিবারের সদস্য শেখ মোহাম্মদ সাঈদ রাশেদ হোমাইদ আল-নোয়াইমী।

অনুষ্ঠানে আমিরাতে বাংলাদেশ সরকারের নবনিযুক্ত রাষ্ট্রদূত তারেক আহমেদ ও দুবাইয়ে বাংলাদেশ দুবাই কনস্যুলেটের নবনিযুক্ত কনসাল জেনারেল রশেদুজ্জামানকে বরণ করে নেওয়া হবে।

এদিকে, অনুষ্ঠান ঘিরে আরব আমিরাতে প্রবাসী বাংলাদেশিদের মধ্যে উৎসাহ উদ্দীপনা বিরাজ করছে। এই সংবর্ধনা অনুষ্ঠানকে ইতিবাচক হিসেবে দেখছেন রেমিট্যান্স যোদ্ধারা। তাদের মতে, প্রবাসীরা বাংলাদেশ কমিউনিটিতে এ ধরনের সম্মান পেলে বৈধ পথে রেমিট্যান্স প্রেরণে দ্বিগুণ উৎসাহ বাড়বে।

এ অনুষ্ঠানকে সফল ও সার্থক করে তুলতে বাংলাদেশ কমিউনিটির পক্ষ থেকে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। অনুষ্ঠানের সার্বিক শৃঙ্খলায় স্থানীয় প্রশাসনসহ ৫০ জনের একটি সিকিউরিটি টিম গড়ে তোলা হয়েছে। সম্মাননা অনুষ্ঠান শেষে জমকালো সংস্কৃতি অনুষ্ঠানেরও আয়োজন রয়েছে।

বাংলাদেশ সরকার কর্তৃক নির্বাচিত বাণিজ্যিক গুরুত্বপূর্ণ ব্যক্তি ছাড়াও আমিরাতে অবস্থানরত কূটনীতিক, ডাক্তার, ইঞ্জিনিয়ার, ব্যবসায়ী, নারীর উদ্যোক্তা সাংবাদিক এবং নানা পেশার প্রবাসী বাংলাদেশীরাও উপস্থিত থাকবেন ।

অন্তর্বর্তী সরকার ক্ষমতা গ্রহণের পর সংযুক্ত আরব আমিরাতের বাংলাদেশ কমিউনিটির উদ্যোগে এটিই সর্ববৃহৎ আয়োজন। অনুষ্ঠানের আহ্বায়ক ইয়াকুব সৈনিক জানান, নতুন বাংলাদেশের কনসেপ্ট নিয়ে অনুষ্ঠানটি সাজানো হয়েছে। বিশেষ করে রেমিট্যান্স যোদ্ধাদের বৈধ পথে রেমিট্যান্স পাঠাতে অনুপ্রেরণা এবং সফল ও স্বীকৃতিপ্রাপ্ত ব্যক্তিদের সংবর্ধনার মাধ্যমে আমরা জানিয়ে দিতে চাই, সমৃদ্ধ বাংলাদেশ গড়ার লক্ষ্যে আমাদের ঐক্যবদ্ধ প্রয়াস প্রয়োজন। এ লক্ষ্যে সকলকে বৈধ পথে রেমিট্যান্স পাঠানোর তাগিদ দিতে এই অনুষ্ঠানের মূল লক্ষ্য বলে জানান তিনি।

জনপ্রিয় সংবাদ

কমলাপুর থেকে নির্দিষ্ট সময়েই ছাড়ছে ট্রেন, নেই উপচে পড়া ভিড়

আমিরাতে সংবর্ধিত হতে যাচ্ছেন ৫২ রেমিট্যান্স যোদ্ধা

আপডেট সময় ০৭:৫৪:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫

২০২৪-২৫ সালের নির্বাচিত সিআইপিদের সংবর্ধনা অনুষ্ঠান সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত হতে যাচ্ছে। শুক্রবার সন্ধ্যায় আজমান উইমেন অ্যাসোসিয়েশন হলে এই সংবর্ধনা অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ সরকারের যুব ও ক্রীড়া এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

এছাড়া সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আজমান রাজপরিবারের সদস্য শেখ মোহাম্মদ সাঈদ রাশেদ হোমাইদ আল-নোয়াইমী।

অনুষ্ঠানে আমিরাতে বাংলাদেশ সরকারের নবনিযুক্ত রাষ্ট্রদূত তারেক আহমেদ ও দুবাইয়ে বাংলাদেশ দুবাই কনস্যুলেটের নবনিযুক্ত কনসাল জেনারেল রশেদুজ্জামানকে বরণ করে নেওয়া হবে।

এদিকে, অনুষ্ঠান ঘিরে আরব আমিরাতে প্রবাসী বাংলাদেশিদের মধ্যে উৎসাহ উদ্দীপনা বিরাজ করছে। এই সংবর্ধনা অনুষ্ঠানকে ইতিবাচক হিসেবে দেখছেন রেমিট্যান্স যোদ্ধারা। তাদের মতে, প্রবাসীরা বাংলাদেশ কমিউনিটিতে এ ধরনের সম্মান পেলে বৈধ পথে রেমিট্যান্স প্রেরণে দ্বিগুণ উৎসাহ বাড়বে।

এ অনুষ্ঠানকে সফল ও সার্থক করে তুলতে বাংলাদেশ কমিউনিটির পক্ষ থেকে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। অনুষ্ঠানের সার্বিক শৃঙ্খলায় স্থানীয় প্রশাসনসহ ৫০ জনের একটি সিকিউরিটি টিম গড়ে তোলা হয়েছে। সম্মাননা অনুষ্ঠান শেষে জমকালো সংস্কৃতি অনুষ্ঠানেরও আয়োজন রয়েছে।

বাংলাদেশ সরকার কর্তৃক নির্বাচিত বাণিজ্যিক গুরুত্বপূর্ণ ব্যক্তি ছাড়াও আমিরাতে অবস্থানরত কূটনীতিক, ডাক্তার, ইঞ্জিনিয়ার, ব্যবসায়ী, নারীর উদ্যোক্তা সাংবাদিক এবং নানা পেশার প্রবাসী বাংলাদেশীরাও উপস্থিত থাকবেন ।

অন্তর্বর্তী সরকার ক্ষমতা গ্রহণের পর সংযুক্ত আরব আমিরাতের বাংলাদেশ কমিউনিটির উদ্যোগে এটিই সর্ববৃহৎ আয়োজন। অনুষ্ঠানের আহ্বায়ক ইয়াকুব সৈনিক জানান, নতুন বাংলাদেশের কনসেপ্ট নিয়ে অনুষ্ঠানটি সাজানো হয়েছে। বিশেষ করে রেমিট্যান্স যোদ্ধাদের বৈধ পথে রেমিট্যান্স পাঠাতে অনুপ্রেরণা এবং সফল ও স্বীকৃতিপ্রাপ্ত ব্যক্তিদের সংবর্ধনার মাধ্যমে আমরা জানিয়ে দিতে চাই, সমৃদ্ধ বাংলাদেশ গড়ার লক্ষ্যে আমাদের ঐক্যবদ্ধ প্রয়াস প্রয়োজন। এ লক্ষ্যে সকলকে বৈধ পথে রেমিট্যান্স পাঠানোর তাগিদ দিতে এই অনুষ্ঠানের মূল লক্ষ্য বলে জানান তিনি।