ঢাকা ১১:০৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৯ সেপ্টেম্বর ২০২৫, ২৫ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo নিয়ম ভেঙ্গে ভোটকেন্দ্রে ঢুকেন ছাত্রদলের ভিপি প্রার্থী আবিদুল Logo ভোটটা উদযাপন করতে চাই, কোনো ধরনের অভিযোগ করতে চাই না: আবিদুল Logo “ছাত্রদলের তিনজন এজেন্ট, অথচ আমাদের এজেন্টকে কেন্দ্রে প্রবেশে বাধা” Logo ডাকসু নির্বাচন: পরিস্থিতি খুবই ভালো বলছেন জিএস পদপ্রার্থী হামিম Logo ডাকসু নির্বাচন: দেড় ঘণ্টায় টিএসসি কেন্দ্রে ভোট দিয়েছেন ৭০০ শিক্ষার্থী Logo আচরণ বিধি লঙ্ঘন করে ডেস্ক বসিয়েছে ছাত্রদল : সাদিক কায়েম Logo আচরণবিধি লঙ্ঘন করছে ছাত্রদল : সাদিক কায়েম Logo সফলভাবে ডাকসু নির্বাচন সম্পন্ন হবে,আশা আসিফ মাহমুদের Logo ‘ডাকসু নির্বাচনের মাধ্যমে নতুন করে গণতন্ত্রের দার উন্মোচন হবে’-আবিদুল ইসলাম Logo চলছে ডাকসু নির্বাচনে ভোটগ্রহণ

কাফন রেডি রাখিস, ছাত্রলীগ ফিরবে—বিএনপি কার্যালয়ে লিখা

নোয়াখালীর চাটখিলে বিএনপির দলীয় কার্যালয়ের সাটারে ‘কাফন রেডি রাখিস, ছাত্রলীগ ফিরবে’ লিখেছে দুর্বৃত্তরা। উপজেলার নোয়াখলা ইউনিয়নের শ্রীনগর ৫ নম্বর ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সংগঠনের অফিসে রাতের আঁধারে এই লিখাটি লিখে যায় দুষ্কৃতকারীরা।এ ছাড়াও অফিসের সাটারের পাশে ওয়ালে ‘জয় বাংলা’ লিখেছে তারা।

গত সোমবার (২০ জানুয়ারি) সকালে সবাই দেখতে এ লেখাটি। পরে সামাজিক যোগাযোগ মাধ্যমে এর একটি ছবি ভাইরাল হলে তাতে তোলপাড় সৃষ্টি হয়।

কার্যালয়টির দায়িত্বরত বিএনপি ও তার সহযোগী সংগঠনের নেতাকর্মীরা বিষয়টিকে আতঙ্কের বলে জানান। তারা তদন্ত করে এর পেছনে দায়ী দুর্বৃত্তদের চিহ্নিত করার অনুরোধ জানিয়েছেন।

চাটখিল উপজেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট আবু হানিফ বলেন, আমরা বিষয়টি জেনেছি এবং প্রশাসনের লোকজনকে অবহিত করেছি। সংগঠনের নেতাকর্মীরা বিষয়টিকে আতঙ্কের বলে জানিয়েছেন। আমরা চাই সুষ্ঠু নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দোষীদের খুঁজে বের করা হোক।

চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ উদ্দিন চৌধুরী বলেন, বিষয়টি আমার জানা নেই। বিএনপির কোনো নেতাও আমাকে জানাননি। কেউ অভিযোগ করলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

জনপ্রিয় সংবাদ

নিয়ম ভেঙ্গে ভোটকেন্দ্রে ঢুকেন ছাত্রদলের ভিপি প্রার্থী আবিদুল

কাফন রেডি রাখিস, ছাত্রলীগ ফিরবে—বিএনপি কার্যালয়ে লিখা

আপডেট সময় ০৯:২৭:১১ পূর্বাহ্ন, বুধবার, ২২ জানুয়ারী ২০২৫

নোয়াখালীর চাটখিলে বিএনপির দলীয় কার্যালয়ের সাটারে ‘কাফন রেডি রাখিস, ছাত্রলীগ ফিরবে’ লিখেছে দুর্বৃত্তরা। উপজেলার নোয়াখলা ইউনিয়নের শ্রীনগর ৫ নম্বর ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সংগঠনের অফিসে রাতের আঁধারে এই লিখাটি লিখে যায় দুষ্কৃতকারীরা।এ ছাড়াও অফিসের সাটারের পাশে ওয়ালে ‘জয় বাংলা’ লিখেছে তারা।

গত সোমবার (২০ জানুয়ারি) সকালে সবাই দেখতে এ লেখাটি। পরে সামাজিক যোগাযোগ মাধ্যমে এর একটি ছবি ভাইরাল হলে তাতে তোলপাড় সৃষ্টি হয়।

কার্যালয়টির দায়িত্বরত বিএনপি ও তার সহযোগী সংগঠনের নেতাকর্মীরা বিষয়টিকে আতঙ্কের বলে জানান। তারা তদন্ত করে এর পেছনে দায়ী দুর্বৃত্তদের চিহ্নিত করার অনুরোধ জানিয়েছেন।

চাটখিল উপজেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট আবু হানিফ বলেন, আমরা বিষয়টি জেনেছি এবং প্রশাসনের লোকজনকে অবহিত করেছি। সংগঠনের নেতাকর্মীরা বিষয়টিকে আতঙ্কের বলে জানিয়েছেন। আমরা চাই সুষ্ঠু নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দোষীদের খুঁজে বের করা হোক।

চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ উদ্দিন চৌধুরী বলেন, বিষয়টি আমার জানা নেই। বিএনপির কোনো নেতাও আমাকে জানাননি। কেউ অভিযোগ করলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।