ঢাকা ১০:১৫ পূর্বাহ্ন, শনিবার, ১২ জুলাই ২০২৫, ২৮ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo বাউফলে ইয়াবাসহ যুবলীগ নেতা গ্রেপ্তার Logo প্রেমের শাস্তি হিসেবে দম্পতিকে গরুর জোয়ালে বেঁধে হালচাষ Logo ব্যবসায়ী সোহাগ হত্যার প্রতিবাদে ইডেনে বিক্ষোভ, ছাত্রদলকে হল ছাড়ার আলটিমেটাম Logo সুন্দরগঞ্জে ভাতিজার চুরি আঘাতে চাচা নিহত, স্ত্রী সন্তান আহত Logo “তারেক রহমান খালি দেশে আসুক! তোগো চামড়া খালাই হালাইয়াম। ইটস্ ওপেন থ্রেট” Logo টিভিতে যে খেলা দেখবেন আজ Logo মিটফোর্ডে ব্যবসায়ীকে নৃশংস হত্যার প্রতিবাদে জবিতে বিক্ষোভ Logo মৌলভীবাজারে বুলডোজার দিয়ে ‘বঙ্গবন্ধু ম্যুরাল’ গুঁড়িয়ে দিল বিক্ষুব্ধ জনতা Logo মিটফোর্ডের হত্যাকাণ্ড ‘পৈশাচিক’: বিএনপি মহাসচিব Logo রাজধানীতে ব্যবসায়ীকে নৃশংস হত্যার প্রতিবাদে রাবিতে বিক্ষোভ
জামায়াত নেতার

মাছ ছিনতাইয়ের ঘটনায় বিএনপির সেই ২ কর্মী বহিষ্কার

যশোরের মনিরামপুরে কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্যের ঘেরের মাছ ভেবে উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমির মাওলানা লিয়াকত আলীর মাছ ছিনতাই করে বাজারে বিক্রির ঘটনায় উপজেলায় বিএনপির দুই কর্মীকে বহিষ্কার করা হয়েছে।

সোমবার (২০ জানুয়ারি) রাতে যশোর জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবুর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বহিষ্কার বিজ্ঞপ্তিতে বলা হয়, যশোরের মনিরামপুর উপজেলার ১৬নং নেহালপুর ইউনিয়ন বিএনপির সদস্য মাহাবুবুর রহমান ও ওয়ার্ড বিএনপির সদস্য রাজিব হোসেনকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।

এর আগে নেহালপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক খলিলুর রহমান বলেন, জামায়াত নেতা লিয়াকত আলীর মাছ ছিনতাইয়ের ঘটনা শুনে তারা তৎপর হন। পরে সিসিটিভির ফুটেজ দেখে মাহবুব ও রাজিব নামের দুইজনকে চিহ্নিত করে মাছ বিক্রির টাকা উদ্ধার করে লিয়াকত আলীর কাছে ফেরত দেওয়া হয়েছে। মাহাবুব ও রাজিব বিএনপির রাজনীতির সাথে জড়িত। তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

গত ১৮ জানুয়ারি মনিরামপুর উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমির মাওলানা লিয়াকত আলীর ঘের থেকে মাছ ধরে আলমসাধুতে করে তা বাজারে বিক্রয়ের জন্য পাঠানো হয়। তবে অভিযুক্তরা সেই মাছকে কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্যের ঘেরের মাছ ভেবে বাজারে নিয়ে ৯১ হাজার টাকায় বিক্রি করেন।

পরবর্তীতে মাওলানা লিয়াকত আলী মনিরামপুর উপজেলা বিএনপির নেতাদের বিষয়টি জানান। এরপর অভিযুক্তরা মাছ বিক্রয়ের ৯১ হাজার টাকার মধ্যে ৮৯ হাজার টাকা মাওলানা লিয়াকত আলীকে ফেরত প্রদান করেন। উক্ত নেতিবাচক কার্যক্রমে জড়িত থাকার দায়ে সাংগঠনিকভাবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

বাউফলে ইয়াবাসহ যুবলীগ নেতা গ্রেপ্তার

জামায়াত নেতার

মাছ ছিনতাইয়ের ঘটনায় বিএনপির সেই ২ কর্মী বহিষ্কার

আপডেট সময় ১০:৫৯:০৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ জানুয়ারী ২০২৫

যশোরের মনিরামপুরে কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্যের ঘেরের মাছ ভেবে উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমির মাওলানা লিয়াকত আলীর মাছ ছিনতাই করে বাজারে বিক্রির ঘটনায় উপজেলায় বিএনপির দুই কর্মীকে বহিষ্কার করা হয়েছে।

সোমবার (২০ জানুয়ারি) রাতে যশোর জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবুর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বহিষ্কার বিজ্ঞপ্তিতে বলা হয়, যশোরের মনিরামপুর উপজেলার ১৬নং নেহালপুর ইউনিয়ন বিএনপির সদস্য মাহাবুবুর রহমান ও ওয়ার্ড বিএনপির সদস্য রাজিব হোসেনকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।

এর আগে নেহালপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক খলিলুর রহমান বলেন, জামায়াত নেতা লিয়াকত আলীর মাছ ছিনতাইয়ের ঘটনা শুনে তারা তৎপর হন। পরে সিসিটিভির ফুটেজ দেখে মাহবুব ও রাজিব নামের দুইজনকে চিহ্নিত করে মাছ বিক্রির টাকা উদ্ধার করে লিয়াকত আলীর কাছে ফেরত দেওয়া হয়েছে। মাহাবুব ও রাজিব বিএনপির রাজনীতির সাথে জড়িত। তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

গত ১৮ জানুয়ারি মনিরামপুর উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমির মাওলানা লিয়াকত আলীর ঘের থেকে মাছ ধরে আলমসাধুতে করে তা বাজারে বিক্রয়ের জন্য পাঠানো হয়। তবে অভিযুক্তরা সেই মাছকে কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্যের ঘেরের মাছ ভেবে বাজারে নিয়ে ৯১ হাজার টাকায় বিক্রি করেন।

পরবর্তীতে মাওলানা লিয়াকত আলী মনিরামপুর উপজেলা বিএনপির নেতাদের বিষয়টি জানান। এরপর অভিযুক্তরা মাছ বিক্রয়ের ৯১ হাজার টাকার মধ্যে ৮৯ হাজার টাকা মাওলানা লিয়াকত আলীকে ফেরত প্রদান করেন। উক্ত নেতিবাচক কার্যক্রমে জড়িত থাকার দায়ে সাংগঠনিকভাবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।