ঢাকা ০৮:১১ অপরাহ্ন, রবিবার, ১২ অক্টোবর ২০২৫, ২৭ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo চবি ছাত্রদলের ৩ প্রার্থীর বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ শিবিরের Logo সেনা কর্মকর্তাদের বিচারের ক্ষমতা ট্রাইব্যুনালের রয়েছে Logo চবির আবাসিক হলে ছাত্রদল প্যানেলের প্রার্থীর কক্ষে দুই বহিরাগত সনাক্ত Logo পাকিস্তানের ২৫ ঘাঁটি দখল ও ৫৮ সেনাকে হত্যার দাবি আফগানিস্তানের Logo ‘আগে শিক্ষার্থীরা নেতাদের গুনে চলতে হতো, রাকসু হওয়ার পর নেতৃত্ব দিতে শিখবে’ Logo সারাদেশে প্রথমবারের মতো টাইফয়েড টিকাদান কর্মসূচি শুরু Logo ময়মনসিংহ বিভাগের সঙ্গে সারাদেশের বাস চলাচল বন্ধ Logo জনপ্রশাসন মন্ত্রণালয়ের নতুন সচিব এহছানুল হক Logo আজ থেকে শুরু শিক্ষকদের লাগাতার অবস্থান কর্মসূচি,আসছে কর্মবিরতির ঘোষণা Logo সেনাবাহিনীর উদ্যোগকে স্বাগত জানাই: জামায়াত আমির

ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচন: স্বাস্থ্য উপদেষ্টা

ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচন: স্বাস্থ্য উপদেষ্টা

ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচন দেওয়ার চেষ্টা করা হচ্ছে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম। শনিবার সকালে সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

কয়েকটি রাজনৈতিক দল ছয় মাসের মধ্যে নির্বাচনের দাবি জানিয়েছে, সেটা সম্ভব কিনা- এমন প্রশ্নের জবাবে নূরজাহান বেগম বলেন, “জনগণ যদি বলে কালকে আপনারা দায়িত্ব দিয়ে চলে যান আমরা চলে যাব। আমরা দায়িত্ব নিয়ে আসছি, দায়িত্ব পালন করতে আসছি। জনগণ চাইলে আমরা থাকব, জনগণ না চাইলে চলে যাব।

“আর আমাদের প্রধান উপদেষ্টা তো একটা রোডম্যাপ বলে দিয়েছেন, যে আমরা ডিসেম্বরের মধ্যে নির্বাচন দেওয়ার চেষ্টা করব। তারপরও যদি নানা সংস্কারের কথা আসে; জনগণ যদি মনে করে আমাদের আরও কিছুদিন কাজ করে যেতে হবে। সেখানেই উনি (প্রধান উপদেষ্টা) বলেছেন, জুন পর্যন্ত। এই হচ্ছে আমাদের লেস্টেস।”

দেশের স্বাস্থ্য ব্যবস্থা অত্যন্ত ভঙ্গুর অবস্থায় আছে- মন্তব্য করে উপদেষ্টা বলেন, “আমাদের বিশেষজ্ঞ ডাক্তারের অভাব রয়েছে। আমরা যদি সত্যি সত্যি ভালোভাবে মেডিকেল কলেজগুলো করতে পারতাম, ভালো ডাক্তার তৈরি করতে পারি। আমাদের ডাক্তারা কিন্তু প্রমাণ করেছে, কোভিডকালে আমরা কিন্তু কোথাও যাইনি। বাংলাদেশের ডাক্তারাই কিন্তু চিকিৎসা করেছে।

সংস্কার কমিশনের প্রতিবেদন হাতে পেলেই অগ্রাধিকার ভিত্তিতে স্বাস্থ্যখাত সংস্কারের উদ্যোগ নেওয়া হবে।কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনকালে তিনি হাসপাতালের সার্বিক চিকিৎসা ব্যবস্থা ঘুরে দেখে রোগী ও স্বজনদের সঙ্গে কথা বলেন।

তারপর স্বাস্থ্য উপদেষ্টা সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজের মেডিকেল এডুকেশন কনফারেন্স রুমে শিক্ষকদের সঙ্গে মতবিনিময়সভায় অংশ নেন।

সেখানে তিনি বলেন, ওষুধের ওপর অতিরিক্ত শুল্ক কর কমাতে সুপারিশ করা হয়েছে। সংস্কার কমিটির প্রতিবেদনের পর দেশের স্বাস্থ্যসেবা খাতে বিগত বছরগুলোতে দুর্নীতি অনিয়মের সঙ্গে জড়িতদের ব্যাপারে ব্যবস্থা নেওয়া হবে।

জনপ্রিয় সংবাদ

চবি ছাত্রদলের ৩ প্রার্থীর বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ শিবিরের

ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচন: স্বাস্থ্য উপদেষ্টা

আপডেট সময় ১০:১১:৫৫ অপরাহ্ন, শনিবার, ১৮ জানুয়ারী ২০২৫

ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচন দেওয়ার চেষ্টা করা হচ্ছে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম। শনিবার সকালে সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

কয়েকটি রাজনৈতিক দল ছয় মাসের মধ্যে নির্বাচনের দাবি জানিয়েছে, সেটা সম্ভব কিনা- এমন প্রশ্নের জবাবে নূরজাহান বেগম বলেন, “জনগণ যদি বলে কালকে আপনারা দায়িত্ব দিয়ে চলে যান আমরা চলে যাব। আমরা দায়িত্ব নিয়ে আসছি, দায়িত্ব পালন করতে আসছি। জনগণ চাইলে আমরা থাকব, জনগণ না চাইলে চলে যাব।

“আর আমাদের প্রধান উপদেষ্টা তো একটা রোডম্যাপ বলে দিয়েছেন, যে আমরা ডিসেম্বরের মধ্যে নির্বাচন দেওয়ার চেষ্টা করব। তারপরও যদি নানা সংস্কারের কথা আসে; জনগণ যদি মনে করে আমাদের আরও কিছুদিন কাজ করে যেতে হবে। সেখানেই উনি (প্রধান উপদেষ্টা) বলেছেন, জুন পর্যন্ত। এই হচ্ছে আমাদের লেস্টেস।”

দেশের স্বাস্থ্য ব্যবস্থা অত্যন্ত ভঙ্গুর অবস্থায় আছে- মন্তব্য করে উপদেষ্টা বলেন, “আমাদের বিশেষজ্ঞ ডাক্তারের অভাব রয়েছে। আমরা যদি সত্যি সত্যি ভালোভাবে মেডিকেল কলেজগুলো করতে পারতাম, ভালো ডাক্তার তৈরি করতে পারি। আমাদের ডাক্তারা কিন্তু প্রমাণ করেছে, কোভিডকালে আমরা কিন্তু কোথাও যাইনি। বাংলাদেশের ডাক্তারাই কিন্তু চিকিৎসা করেছে।

সংস্কার কমিশনের প্রতিবেদন হাতে পেলেই অগ্রাধিকার ভিত্তিতে স্বাস্থ্যখাত সংস্কারের উদ্যোগ নেওয়া হবে।কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনকালে তিনি হাসপাতালের সার্বিক চিকিৎসা ব্যবস্থা ঘুরে দেখে রোগী ও স্বজনদের সঙ্গে কথা বলেন।

তারপর স্বাস্থ্য উপদেষ্টা সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজের মেডিকেল এডুকেশন কনফারেন্স রুমে শিক্ষকদের সঙ্গে মতবিনিময়সভায় অংশ নেন।

সেখানে তিনি বলেন, ওষুধের ওপর অতিরিক্ত শুল্ক কর কমাতে সুপারিশ করা হয়েছে। সংস্কার কমিটির প্রতিবেদনের পর দেশের স্বাস্থ্যসেবা খাতে বিগত বছরগুলোতে দুর্নীতি অনিয়মের সঙ্গে জড়িতদের ব্যাপারে ব্যবস্থা নেওয়া হবে।