ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে শহিদ রিকশাচালক ইসমাইলের চিকিৎসায় অবহেলার অভিযোগে এক চিকিৎসকসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে হাতিরঝিল থানা পুলিশ।
গতকাল শুক্রবার (১৭ জানুয়ারি) তেজগাঁও জোনের ডিসি বিষয়টি নিশ্চিত করেন।
জানা যায়, ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে রামপুরা ডেল্টা হেলথ কেয়ার হাসপাতালের সামনে পুলিশের গুলি খেয়ে আছড়ে পড়ে যান রিকশাচালক ইসমাইল। পরে হামাগুড়ি দিয়ে সামনে থাকা হাসপাতালের নিরাপত্তা কর্মীদের কাছে সহযোগিতা চায়। কিন্তু কেউ দরজা খোলেনি। ফলে অতিরিক্ত রক্তক্ষরণের কারণে সিঁড়ির ওপরই প্রাণ হারায় ইসমাইল।
গ্রেপ্তারকৃতদের মধ্যে একজন চিকিৎসক ছাড়াও দুজন সেবক (নার্স) এবং দুজন হাসপাতালের ফটক লাগিয়ে রাখা নিরাপত্তাকর্মী রয়েছেন। শহিদ ইসমাইলের চিকিৎসায় অবহেলার ঘটনায় তাদের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে। অভিযোগে বলা হয়েছে, আহত ইসমাইলকে চিকিৎসা প্রদানে তারা গাফিলতি করেছেন, যা তার মৃত্যুর কারণ হয়েছে।
তেজগাঁও জোনের ডিসি আরও জানিয়েছেন, আগের মামলায় তাদের গ্রেপ্তার দেখানো হবে, নতুন কোনো মামলা হবে না।