ঢাকা ১২:০৯ অপরাহ্ন, বুধবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৫, ২৩ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo নিয়মবহির্ভূত ভাবে অর্থ আদায়ের অভিযোগ নোবিপ্রবি হল প্রশাসনের বিরুদ্ধে Logo আজ আখেরি মোনাজাতে মধ্যদিয়ে শেষ হচ্ছে বিশ্ব ইজতেমার দ্বিতীয় ধাপ Logo সারসহ ট্রলি আটক, অভিযোগ ইউনিয়ন বিএনপি সহসভাপতি ও সেক্রটারির দিকে Logo আবারও আগরতলা মিশনে ভিসা সেবা চালু করল বাংলাদেশ Logo আন্দোলনের মুখে জাবিতে পোষ্য কোটা বাতিল Logo পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থার সাবেক চেয়ারম্যান শিবলী রুবাইয়াত গ্রেপ্তার Logo বিপিএলে দ্বিতীয় কোয়ালিফায়ার সহ টিভিতে যা দেখবেন আজ Logo দুই যুবকের হেনস্তায় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা তরুণীর Logo তিন শিক্ষার্থীকে ছাড়িয়ে নিতে থানায় হামলা চালালো বৈষম্যবিরোধীরা Logo মার্কিন সামরিক বিমানে করে ভারতীয় অভিবাসীদের ফেরত পাঠাচ্ছে

এবার ম্যানসিটির কাছে বিধ্বস্ত আর্সেনাল

এবার ম্যানসিটির কাছে বিধ্বস্ত আর্সেনাল

ইংলিশ প্রিমিয়ার লিগে গোল উৎসব করেছে ম্যানচেস্টার সিটি। শনিবার রাতে নিজেদের মাঠের খেলায় ৬-১ গোলে বোর্নেমাউথকে হারিয়েছে বর্তমান চ্যাম্পিয়নরা। বিশাল এ জয়ের নায়ক ছিলেন জেরেমি ডোকু। গোল করেছেন এবং করিয়েছেন। একটা গোল করার পাশাপাশি জোড়া গোলের রূপকার ছিলেন তিনি।

ম্যানসিটির গোল উৎসবের রাতে সমর্থকদের হতাশায় ডুবিয়েছে শিরোপা প্রত্যাশী আর্সেনাল। নিউক্যাসেল ইউনাইটেডের কাছে ০-১ গোলে হেরেছে সাবেক চ্যাম্পিয়নরা। তবে জয়ের ধারাবাহিকতা ধরে রেখেছে ম্যানচেস্টার ইউনাইটেড। সমর্থকদের অবাক করে অ্যাওয়ে ম্যাচে তারা ফুলহামকে ১-০ গোলে হারিয়েছে।

ম্যানসিটি গোল উৎসব করেছে অথচ সেখানে নাম নেই আর্লিং হালান্ড ও হুলিয়ান আলভারেজের। উভয়ে মাঠে ছিলেন, খেলেছেন কিন্তু গোলের দেখা পাননি। অবশ্য পুরো ম্যাচ খেলেননি তারা। হালান্ড ইনজুরির কারণে মাঠ ছাড়েন। আর আরভারেজকে তুলে নেন কোচ।

জোড়া গোল করেছেন বের্নান্ডো সিলভা। এছাড়া ম্যানুয়েল আকাঞ্জি, ফিল ফোডেন ও নাথান অ্যাকে গোল করেন। ম্যানসিটি এখন ১১ ম্যাচে ২৭ পয়েন্ট নিয়ে শীর্ষে উঠে এসেছে। গত রাতে হারের ফলে আর্সেনাল শীর্ষস্থান হারিয়েছে। তবে টটেনহামের সামনে এখন সবাইকে টপকে যাওয়ার সুযোগ হাতছানি দিয়ে চলেছে। ১০ ম্যাচে তাদের পয়েন্ট ২৬। এগারতম ম্যাচ জিতলেই তারা শীর্ষে।

নিয়মবহির্ভূত ভাবে অর্থ আদায়ের অভিযোগ নোবিপ্রবি হল প্রশাসনের বিরুদ্ধে

এবার ম্যানসিটির কাছে বিধ্বস্ত আর্সেনাল

আপডেট সময় ১১:০৬:০৮ পূর্বাহ্ন, রবিবার, ৫ নভেম্বর ২০২৩

ইংলিশ প্রিমিয়ার লিগে গোল উৎসব করেছে ম্যানচেস্টার সিটি। শনিবার রাতে নিজেদের মাঠের খেলায় ৬-১ গোলে বোর্নেমাউথকে হারিয়েছে বর্তমান চ্যাম্পিয়নরা। বিশাল এ জয়ের নায়ক ছিলেন জেরেমি ডোকু। গোল করেছেন এবং করিয়েছেন। একটা গোল করার পাশাপাশি জোড়া গোলের রূপকার ছিলেন তিনি।

ম্যানসিটির গোল উৎসবের রাতে সমর্থকদের হতাশায় ডুবিয়েছে শিরোপা প্রত্যাশী আর্সেনাল। নিউক্যাসেল ইউনাইটেডের কাছে ০-১ গোলে হেরেছে সাবেক চ্যাম্পিয়নরা। তবে জয়ের ধারাবাহিকতা ধরে রেখেছে ম্যানচেস্টার ইউনাইটেড। সমর্থকদের অবাক করে অ্যাওয়ে ম্যাচে তারা ফুলহামকে ১-০ গোলে হারিয়েছে।

ম্যানসিটি গোল উৎসব করেছে অথচ সেখানে নাম নেই আর্লিং হালান্ড ও হুলিয়ান আলভারেজের। উভয়ে মাঠে ছিলেন, খেলেছেন কিন্তু গোলের দেখা পাননি। অবশ্য পুরো ম্যাচ খেলেননি তারা। হালান্ড ইনজুরির কারণে মাঠ ছাড়েন। আর আরভারেজকে তুলে নেন কোচ।

জোড়া গোল করেছেন বের্নান্ডো সিলভা। এছাড়া ম্যানুয়েল আকাঞ্জি, ফিল ফোডেন ও নাথান অ্যাকে গোল করেন। ম্যানসিটি এখন ১১ ম্যাচে ২৭ পয়েন্ট নিয়ে শীর্ষে উঠে এসেছে। গত রাতে হারের ফলে আর্সেনাল শীর্ষস্থান হারিয়েছে। তবে টটেনহামের সামনে এখন সবাইকে টপকে যাওয়ার সুযোগ হাতছানি দিয়ে চলেছে। ১০ ম্যাচে তাদের পয়েন্ট ২৬। এগারতম ম্যাচ জিতলেই তারা শীর্ষে।