ঢাকা ০৩:০২ পূর্বাহ্ন, রবিবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৫, ১০ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo উত্তরা ইউনিভার্সিটিতে আন্তর্জাতিক মাতৃভাষা ও শহিদ দিবস ২০২৫ পালিত Logo পাবিপ্রবিতে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত Logo একুশে বইমেলায় আহমেদ বায়েজীদের ‘মহাকাশে দুঃস্বপ্ন’ Logo ১ মার্চ রোজা হলে ৩৩ বছর পর দেখা মিলবে ‘বিরল’ দিনের Logo এনবিআরের আইভাসে নতুন ১৭২৩ প্রতিষ্ঠানের নিবন্ধন Logo মাছ-মুরগি-চালের দাম কিছুটা কমেছে, কাটেনি সয়াবিন তেল সংকট Logo শহীদ মিনারে বিএনপি নেতার হামলার শিকার কালবেলার সাংবাদিক Logo নিষিদ্ধ ছাত্রলীগের ক্রীড়া সম্পাদক হলেন ছাত্রদলের সভাপতি Logo নিষিদ্ধ ছাত্রলীগের ক্রীড়া সম্পাদক হলেন ছাত্রদলের সভাপতি Logo ছাত্রদলের ইতিবাচক রাজনীতিকে বিতর্কিত করার হীনচেষ্টা চলছে-রাকিব

প্রথমবারের মতো হতে যাচ্ছে নারী বিপিএল

প্রথমবারের মতো হতে যাচ্ছে নারী বিপিএল

নারী ক্রিকেটারদের নিয়ে বিপিএল আয়োজন নিয়ে আলোচনা ছিল আগেই। তবে অদৃশ্য কারণে আটকে ছিল এই টুর্নামেন্ট। অবশেষে আলোর মুখ দেখছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) এই আয়োজন। শিগগিরই প্রথমবারের মতো মাঠে গড়াচ্ছে নারী বিপিএল। শুক্রবার (১৭ জানুয়ারি) এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান বিসিবি পরিচালক নাজমুল আবেদীন ফাহিম।

তিনি জানান, এবারের আসরে তিনটি দল অংশগ্রহণ করবে। ডাবল লিগ পদ্ধতিতে খেলা হবে। অর্থাৎ, তিন দল দু’বার করে একে অপরের মুখোমুখি হবে। পয়েন্ট তালিকার শীর্ষ দুই দল খেলবে ফাইনাল।

ছেলেদের বিপিএল শেষ হওয়ার পর ৮–৯ দিনের বিরতি দিয়ে পরীক্ষামূলকভাবে শুরু হবে এই আসর। সাত ম্যাচের প্রতিযোগিতা শেষ হবে নয় দিনে। থাকতে পারে ছেলেদের বিপিএলে থাকা ফ্রাঞ্চাইজির কেউ কেউ।

নাজমূল আবেদীন বলেন, ‘বোর্ড কিছুদিন ধরেই ভাবছিল, আমরা নারীদের ক্রিকেটকে আর কী কী ভাবে এগিয়ে নিয়ে যেতে পারি। বিষয়টিকে মাথায় রেখে নারীদের জন্য একটা বিপিএল করা যায় কি না, সেটা নিয়ে চিন্তাভাবনা ছিল। আজ সিদ্ধান্ত হয়েছে, আমরা সেটা করব।’

সূত্র জানিয়েছে, ছেলেদের বিপিএলের দুটি ফ্র্যাঞ্চাইজি রংপুর রাইডার্স ও ফরচুন বরিশাল মেয়েদের বিপিএলেও থাকতে আগ্রহী।

নাজমুল আবেদীন বলেন, ‘আমরা এরই মধ্যে কিছু ফ্র্যাঞ্চাইজির সাথে কথা বলেছি। তারা আগ্রহ দেখিয়েছে।’

‘আমরা শুরু করতে চাই এবং দেখতে চাই, নারীদের এই প্রতিযোগিতা যদি সামনে নিয়ে আসি টি-টোয়েন্টি সংস্করণে সেটার প্রভাব কী রকম হয়। আশা করছি এটা নারীদের ক্রিকেটকে আরেক ধাপ এগিয়ে নেবে,’ যোগ করেন নাজমুল আবেদীন।

জনপ্রিয় সংবাদ

উত্তরা ইউনিভার্সিটিতে আন্তর্জাতিক মাতৃভাষা ও শহিদ দিবস ২০২৫ পালিত

প্রথমবারের মতো হতে যাচ্ছে নারী বিপিএল

আপডেট সময় ১০:৪৬:০২ অপরাহ্ন, শুক্রবার, ১৭ জানুয়ারী ২০২৫

নারী ক্রিকেটারদের নিয়ে বিপিএল আয়োজন নিয়ে আলোচনা ছিল আগেই। তবে অদৃশ্য কারণে আটকে ছিল এই টুর্নামেন্ট। অবশেষে আলোর মুখ দেখছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) এই আয়োজন। শিগগিরই প্রথমবারের মতো মাঠে গড়াচ্ছে নারী বিপিএল। শুক্রবার (১৭ জানুয়ারি) এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান বিসিবি পরিচালক নাজমুল আবেদীন ফাহিম।

তিনি জানান, এবারের আসরে তিনটি দল অংশগ্রহণ করবে। ডাবল লিগ পদ্ধতিতে খেলা হবে। অর্থাৎ, তিন দল দু’বার করে একে অপরের মুখোমুখি হবে। পয়েন্ট তালিকার শীর্ষ দুই দল খেলবে ফাইনাল।

ছেলেদের বিপিএল শেষ হওয়ার পর ৮–৯ দিনের বিরতি দিয়ে পরীক্ষামূলকভাবে শুরু হবে এই আসর। সাত ম্যাচের প্রতিযোগিতা শেষ হবে নয় দিনে। থাকতে পারে ছেলেদের বিপিএলে থাকা ফ্রাঞ্চাইজির কেউ কেউ।

নাজমূল আবেদীন বলেন, ‘বোর্ড কিছুদিন ধরেই ভাবছিল, আমরা নারীদের ক্রিকেটকে আর কী কী ভাবে এগিয়ে নিয়ে যেতে পারি। বিষয়টিকে মাথায় রেখে নারীদের জন্য একটা বিপিএল করা যায় কি না, সেটা নিয়ে চিন্তাভাবনা ছিল। আজ সিদ্ধান্ত হয়েছে, আমরা সেটা করব।’

সূত্র জানিয়েছে, ছেলেদের বিপিএলের দুটি ফ্র্যাঞ্চাইজি রংপুর রাইডার্স ও ফরচুন বরিশাল মেয়েদের বিপিএলেও থাকতে আগ্রহী।

নাজমুল আবেদীন বলেন, ‘আমরা এরই মধ্যে কিছু ফ্র্যাঞ্চাইজির সাথে কথা বলেছি। তারা আগ্রহ দেখিয়েছে।’

‘আমরা শুরু করতে চাই এবং দেখতে চাই, নারীদের এই প্রতিযোগিতা যদি সামনে নিয়ে আসি টি-টোয়েন্টি সংস্করণে সেটার প্রভাব কী রকম হয়। আশা করছি এটা নারীদের ক্রিকেটকে আরেক ধাপ এগিয়ে নেবে,’ যোগ করেন নাজমুল আবেদীন।