ঢাকা ০৯:৪৪ অপরাহ্ন, রবিবার, ১০ অগাস্ট ২০২৫, ২৬ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo নিলামে আরও ৮৩ মিলিয়ন ডলার কিনেছে বাংলাদেশ ব্যাংক Logo জবিতে ‘পর্দা’ নিয়ে ছাত্রদল নেতার মন্তব্যের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ ও মানববন্ধন Logo ঢাকা কলেজে মাস্টার্স শিক্ষার্থীদের ১৫ আগস্টের মধ্যে হল ত্যাগের নির্দেশ  Logo বৈষম্যহীন সমাজ নির্মাণের আহ্বানে মৌলভীবাজারে বাম জোটের সমাবেশ-মিছিল Logo ঘোষিত ৭২ ঘণ্টার পরিবহন ধর্মঘট প্রত্যাহার Logo পলাতক ৪০ পুলিশ কর্মকর্তার পদক প্রত্যাহার করল সরকার Logo গাজা শহর দখল পরিকল্পনার বিরুদ্ধে হাজারো ইসরায়েলিদের বিক্ষোভ Logo নির্বাচনে সামান্যতম পক্ষপাতিত্ব দেখালে ব্যবস্থা: ইসি সানাউল্লাহ Logo সাংবাদিক সুরক্ষা আইন বাস্তবায়ন ও হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি Logo রাষ্ট্র শুধু আইন দেখায়, কবরের অপেক্ষা করে—আক্ষেপ জুলাই আহত খালেদ মাহমুদের

প্রথমবারের মতো হতে যাচ্ছে নারী বিপিএল

প্রথমবারের মতো হতে যাচ্ছে নারী বিপিএল

নারী ক্রিকেটারদের নিয়ে বিপিএল আয়োজন নিয়ে আলোচনা ছিল আগেই। তবে অদৃশ্য কারণে আটকে ছিল এই টুর্নামেন্ট। অবশেষে আলোর মুখ দেখছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) এই আয়োজন। শিগগিরই প্রথমবারের মতো মাঠে গড়াচ্ছে নারী বিপিএল। শুক্রবার (১৭ জানুয়ারি) এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান বিসিবি পরিচালক নাজমুল আবেদীন ফাহিম।

তিনি জানান, এবারের আসরে তিনটি দল অংশগ্রহণ করবে। ডাবল লিগ পদ্ধতিতে খেলা হবে। অর্থাৎ, তিন দল দু’বার করে একে অপরের মুখোমুখি হবে। পয়েন্ট তালিকার শীর্ষ দুই দল খেলবে ফাইনাল।

ছেলেদের বিপিএল শেষ হওয়ার পর ৮–৯ দিনের বিরতি দিয়ে পরীক্ষামূলকভাবে শুরু হবে এই আসর। সাত ম্যাচের প্রতিযোগিতা শেষ হবে নয় দিনে। থাকতে পারে ছেলেদের বিপিএলে থাকা ফ্রাঞ্চাইজির কেউ কেউ।

নাজমূল আবেদীন বলেন, ‘বোর্ড কিছুদিন ধরেই ভাবছিল, আমরা নারীদের ক্রিকেটকে আর কী কী ভাবে এগিয়ে নিয়ে যেতে পারি। বিষয়টিকে মাথায় রেখে নারীদের জন্য একটা বিপিএল করা যায় কি না, সেটা নিয়ে চিন্তাভাবনা ছিল। আজ সিদ্ধান্ত হয়েছে, আমরা সেটা করব।’

সূত্র জানিয়েছে, ছেলেদের বিপিএলের দুটি ফ্র্যাঞ্চাইজি রংপুর রাইডার্স ও ফরচুন বরিশাল মেয়েদের বিপিএলেও থাকতে আগ্রহী।

নাজমুল আবেদীন বলেন, ‘আমরা এরই মধ্যে কিছু ফ্র্যাঞ্চাইজির সাথে কথা বলেছি। তারা আগ্রহ দেখিয়েছে।’

‘আমরা শুরু করতে চাই এবং দেখতে চাই, নারীদের এই প্রতিযোগিতা যদি সামনে নিয়ে আসি টি-টোয়েন্টি সংস্করণে সেটার প্রভাব কী রকম হয়। আশা করছি এটা নারীদের ক্রিকেটকে আরেক ধাপ এগিয়ে নেবে,’ যোগ করেন নাজমুল আবেদীন।

জনপ্রিয় সংবাদ

নিলামে আরও ৮৩ মিলিয়ন ডলার কিনেছে বাংলাদেশ ব্যাংক

প্রথমবারের মতো হতে যাচ্ছে নারী বিপিএল

আপডেট সময় ১০:৪৬:০২ অপরাহ্ন, শুক্রবার, ১৭ জানুয়ারী ২০২৫

নারী ক্রিকেটারদের নিয়ে বিপিএল আয়োজন নিয়ে আলোচনা ছিল আগেই। তবে অদৃশ্য কারণে আটকে ছিল এই টুর্নামেন্ট। অবশেষে আলোর মুখ দেখছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) এই আয়োজন। শিগগিরই প্রথমবারের মতো মাঠে গড়াচ্ছে নারী বিপিএল। শুক্রবার (১৭ জানুয়ারি) এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান বিসিবি পরিচালক নাজমুল আবেদীন ফাহিম।

তিনি জানান, এবারের আসরে তিনটি দল অংশগ্রহণ করবে। ডাবল লিগ পদ্ধতিতে খেলা হবে। অর্থাৎ, তিন দল দু’বার করে একে অপরের মুখোমুখি হবে। পয়েন্ট তালিকার শীর্ষ দুই দল খেলবে ফাইনাল।

ছেলেদের বিপিএল শেষ হওয়ার পর ৮–৯ দিনের বিরতি দিয়ে পরীক্ষামূলকভাবে শুরু হবে এই আসর। সাত ম্যাচের প্রতিযোগিতা শেষ হবে নয় দিনে। থাকতে পারে ছেলেদের বিপিএলে থাকা ফ্রাঞ্চাইজির কেউ কেউ।

নাজমূল আবেদীন বলেন, ‘বোর্ড কিছুদিন ধরেই ভাবছিল, আমরা নারীদের ক্রিকেটকে আর কী কী ভাবে এগিয়ে নিয়ে যেতে পারি। বিষয়টিকে মাথায় রেখে নারীদের জন্য একটা বিপিএল করা যায় কি না, সেটা নিয়ে চিন্তাভাবনা ছিল। আজ সিদ্ধান্ত হয়েছে, আমরা সেটা করব।’

সূত্র জানিয়েছে, ছেলেদের বিপিএলের দুটি ফ্র্যাঞ্চাইজি রংপুর রাইডার্স ও ফরচুন বরিশাল মেয়েদের বিপিএলেও থাকতে আগ্রহী।

নাজমুল আবেদীন বলেন, ‘আমরা এরই মধ্যে কিছু ফ্র্যাঞ্চাইজির সাথে কথা বলেছি। তারা আগ্রহ দেখিয়েছে।’

‘আমরা শুরু করতে চাই এবং দেখতে চাই, নারীদের এই প্রতিযোগিতা যদি সামনে নিয়ে আসি টি-টোয়েন্টি সংস্করণে সেটার প্রভাব কী রকম হয়। আশা করছি এটা নারীদের ক্রিকেটকে আরেক ধাপ এগিয়ে নেবে,’ যোগ করেন নাজমুল আবেদীন।