ঢাকা ০৮:২০ অপরাহ্ন, রবিবার, ১০ অগাস্ট ২০২৫, ২৬ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo ঘোষিত ৭২ ঘণ্টার পরিবহন ধর্মঘট প্রত্যাহার Logo পলাতক ৪০ পুলিশ কর্মকর্তার পদক প্রত্যাহার করল সরকার Logo গাজা শহর দখল পরিকল্পনার বিরুদ্ধে হাজারো ইসরায়েলিদের বিক্ষোভ Logo নির্বাচনে সামান্যতম পক্ষপাতিত্ব দেখালে ব্যবস্থা: ইসি সানাউল্লাহ Logo সাংবাদিক সুরক্ষা আইন বাস্তবায়ন ও হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি Logo রাষ্ট্র শুধু আইন দেখায়, কবরের অপেক্ষা করে—আক্ষেপ জুলাই আহত খালেদ মাহমুদের Logo খসড়া ভোটার তালিকা প্রকাশ মোট ভোটার ১২ কোটি ৬১ লাখ,নতুন ৪৫ লাখ Logo ঢাকা-উত্তরবঙ্গ মহাসড়ক অবরোধ করেছে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীরা Logo নির্বাচনে ভোটকেন্দ্রে নিরাপত্তা জোরদারে পুলিশের জন্য ৪০ হাজার বডি ক্যামেরা কেনার পরিকল্পনা Logo আজ থেকে ট্রাকে তেল, চিনি ও ডাল বিক্রি করবে টিসিবি

জনগণ চাইলে নির্বাচনে অংশ নিতে ইচ্ছুক সারজিস আলম

জনগণ চাইলে নির্বাচনে অংশ নিতে ইচ্ছুক সারজিস আলম

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক এবং জুলাই স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সারজিস আলম জানিয়েছেন, জনগণের ইচ্ছার ভিত্তিতে তিনি সংসদ নির্বাচনে অংশ নিতে আগ্রহী। আজ শুক্রবার পঞ্চগড়ের মকবুলার রহমান সরকারি কলেজ মাঠে অসহায় দরিদ্র মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণকালে তিনি এসব কথা বলেন।

সারজিস আলম বলেন, “যারা ফ্যাসিস্টবিরোধী আন্দোলনে নেতৃত্ব দিয়েছে, জনগণ এখন চায় তারা সংসদে তাদের প্রতিনিধি হয়ে কাজ করুক। যদি পঞ্চগড়ের মানুষ মনে করে আমি তাদের পক্ষে প্রতিনিধিত্ব করতে পারি, তাহলে আমি এই দায়িত্ব নেব। এটি আমার জন্য আমানত।”

তিনি আরও বলেন, প্রধান উপদেষ্টার নেতৃত্বে ঘোষণাপত্র নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে যে আলোচনা হয়েছে, তা ইতিবাচক। কয়েক দিনের মধ্যেই এই ঘোষণাপত্র জনগণের সামনে আসবে বলে আশা প্রকাশ করেন তিনি।

তরুণ এই নেতা বলেন, জনগণের প্রত্যাশা শুধু একটি নির্বাচনে সীমাবদ্ধ নয়। একটি স্বচ্ছ ভোটার তালিকা, সুষ্ঠু নির্বাচন কমিশন, কার্যকর বিচার ব্যবস্থা এবং আইনশৃঙ্খলা বাহিনীর যথাযথ দায়িত্বে ফেরা নিশ্চিত করতেই হবে। তবে তিনি ৬ মাসের মধ্যে এই কাজগুলো সম্পন্ন করা প্রায় অসম্ভব বলে উল্লেখ করেন।

পঞ্চগড়ের বৈষম্যের প্রসঙ্গ তুলে সারজিস আলম বলেন, “বিগত ১৬ বছরে রংপুর বিভাগসহ পঞ্চগড়ে উল্লেখযোগ্য কোনো উন্নয়ন হয়নি। শুধু কয়েকটি রাস্তা হয়েছে, কিন্তু একটি শিল্প কারখানা পর্যন্ত তৈরি হয়নি। পঞ্চগড়ের মানুষের ন্যায্য পাওনা আদায়ের জন্য আমরা সর্বোচ্চ চেষ্টা করব।”

অনুষ্ঠানে প্রায় দুই হাজার অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন সারজিস আলম। তিনি বলেন, “যদি বিত্তবানরা সদিচ্ছা দেখান এবং গার্মেন্টস মালিকদের সঙ্গে যোগাযোগ করেন, তাহলে শীতার্ত মানুষের পাশে দাঁড়ানো সহজ হবে। তিনি পঞ্চগড়ের প্রতিটি ইউনিয়নে পর্যায়ক্রমে শীতবস্ত্র বিতরণের ঘোষণা দেন এবং মানুষের কল্যাণে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

জনপ্রিয় সংবাদ

ঘোষিত ৭২ ঘণ্টার পরিবহন ধর্মঘট প্রত্যাহার

জনগণ চাইলে নির্বাচনে অংশ নিতে ইচ্ছুক সারজিস আলম

আপডেট সময় ০৭:৫২:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ১৭ জানুয়ারী ২০২৫

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক এবং জুলাই স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সারজিস আলম জানিয়েছেন, জনগণের ইচ্ছার ভিত্তিতে তিনি সংসদ নির্বাচনে অংশ নিতে আগ্রহী। আজ শুক্রবার পঞ্চগড়ের মকবুলার রহমান সরকারি কলেজ মাঠে অসহায় দরিদ্র মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণকালে তিনি এসব কথা বলেন।

সারজিস আলম বলেন, “যারা ফ্যাসিস্টবিরোধী আন্দোলনে নেতৃত্ব দিয়েছে, জনগণ এখন চায় তারা সংসদে তাদের প্রতিনিধি হয়ে কাজ করুক। যদি পঞ্চগড়ের মানুষ মনে করে আমি তাদের পক্ষে প্রতিনিধিত্ব করতে পারি, তাহলে আমি এই দায়িত্ব নেব। এটি আমার জন্য আমানত।”

তিনি আরও বলেন, প্রধান উপদেষ্টার নেতৃত্বে ঘোষণাপত্র নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে যে আলোচনা হয়েছে, তা ইতিবাচক। কয়েক দিনের মধ্যেই এই ঘোষণাপত্র জনগণের সামনে আসবে বলে আশা প্রকাশ করেন তিনি।

তরুণ এই নেতা বলেন, জনগণের প্রত্যাশা শুধু একটি নির্বাচনে সীমাবদ্ধ নয়। একটি স্বচ্ছ ভোটার তালিকা, সুষ্ঠু নির্বাচন কমিশন, কার্যকর বিচার ব্যবস্থা এবং আইনশৃঙ্খলা বাহিনীর যথাযথ দায়িত্বে ফেরা নিশ্চিত করতেই হবে। তবে তিনি ৬ মাসের মধ্যে এই কাজগুলো সম্পন্ন করা প্রায় অসম্ভব বলে উল্লেখ করেন।

পঞ্চগড়ের বৈষম্যের প্রসঙ্গ তুলে সারজিস আলম বলেন, “বিগত ১৬ বছরে রংপুর বিভাগসহ পঞ্চগড়ে উল্লেখযোগ্য কোনো উন্নয়ন হয়নি। শুধু কয়েকটি রাস্তা হয়েছে, কিন্তু একটি শিল্প কারখানা পর্যন্ত তৈরি হয়নি। পঞ্চগড়ের মানুষের ন্যায্য পাওনা আদায়ের জন্য আমরা সর্বোচ্চ চেষ্টা করব।”

অনুষ্ঠানে প্রায় দুই হাজার অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন সারজিস আলম। তিনি বলেন, “যদি বিত্তবানরা সদিচ্ছা দেখান এবং গার্মেন্টস মালিকদের সঙ্গে যোগাযোগ করেন, তাহলে শীতার্ত মানুষের পাশে দাঁড়ানো সহজ হবে। তিনি পঞ্চগড়ের প্রতিটি ইউনিয়নে পর্যায়ক্রমে শীতবস্ত্র বিতরণের ঘোষণা দেন এবং মানুষের কল্যাণে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।