ঢাকা ০৭:৪৮ অপরাহ্ন, শনিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৫, ১০ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo উত্তরা ইউনিভার্সিটিতে আন্তর্জাতিক মাতৃভাষা ও শহিদ দিবস ২০২৫ পালিত Logo পাবিপ্রবিতে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত Logo একুশে বইমেলায় আহমেদ বায়েজীদের ‘মহাকাশে দুঃস্বপ্ন’ Logo ১ মার্চ রোজা হলে ৩৩ বছর পর দেখা মিলবে ‘বিরল’ দিনের Logo এনবিআরের আইভাসে নতুন ১৭২৩ প্রতিষ্ঠানের নিবন্ধন Logo মাছ-মুরগি-চালের দাম কিছুটা কমেছে, কাটেনি সয়াবিন তেল সংকট Logo শহীদ মিনারে বিএনপি নেতার হামলার শিকার কালবেলার সাংবাদিক Logo নিষিদ্ধ ছাত্রলীগের ক্রীড়া সম্পাদক হলেন ছাত্রদলের সভাপতি Logo নিষিদ্ধ ছাত্রলীগের ক্রীড়া সম্পাদক হলেন ছাত্রদলের সভাপতি Logo ছাত্রদলের ইতিবাচক রাজনীতিকে বিতর্কিত করার হীনচেষ্টা চলছে-রাকিব

জনগণ চাইলে নির্বাচনে অংশ নিতে ইচ্ছুক সারজিস আলম

জনগণ চাইলে নির্বাচনে অংশ নিতে ইচ্ছুক সারজিস আলম

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক এবং জুলাই স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সারজিস আলম জানিয়েছেন, জনগণের ইচ্ছার ভিত্তিতে তিনি সংসদ নির্বাচনে অংশ নিতে আগ্রহী। আজ শুক্রবার পঞ্চগড়ের মকবুলার রহমান সরকারি কলেজ মাঠে অসহায় দরিদ্র মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণকালে তিনি এসব কথা বলেন।

সারজিস আলম বলেন, “যারা ফ্যাসিস্টবিরোধী আন্দোলনে নেতৃত্ব দিয়েছে, জনগণ এখন চায় তারা সংসদে তাদের প্রতিনিধি হয়ে কাজ করুক। যদি পঞ্চগড়ের মানুষ মনে করে আমি তাদের পক্ষে প্রতিনিধিত্ব করতে পারি, তাহলে আমি এই দায়িত্ব নেব। এটি আমার জন্য আমানত।”

তিনি আরও বলেন, প্রধান উপদেষ্টার নেতৃত্বে ঘোষণাপত্র নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে যে আলোচনা হয়েছে, তা ইতিবাচক। কয়েক দিনের মধ্যেই এই ঘোষণাপত্র জনগণের সামনে আসবে বলে আশা প্রকাশ করেন তিনি।

তরুণ এই নেতা বলেন, জনগণের প্রত্যাশা শুধু একটি নির্বাচনে সীমাবদ্ধ নয়। একটি স্বচ্ছ ভোটার তালিকা, সুষ্ঠু নির্বাচন কমিশন, কার্যকর বিচার ব্যবস্থা এবং আইনশৃঙ্খলা বাহিনীর যথাযথ দায়িত্বে ফেরা নিশ্চিত করতেই হবে। তবে তিনি ৬ মাসের মধ্যে এই কাজগুলো সম্পন্ন করা প্রায় অসম্ভব বলে উল্লেখ করেন।

পঞ্চগড়ের বৈষম্যের প্রসঙ্গ তুলে সারজিস আলম বলেন, “বিগত ১৬ বছরে রংপুর বিভাগসহ পঞ্চগড়ে উল্লেখযোগ্য কোনো উন্নয়ন হয়নি। শুধু কয়েকটি রাস্তা হয়েছে, কিন্তু একটি শিল্প কারখানা পর্যন্ত তৈরি হয়নি। পঞ্চগড়ের মানুষের ন্যায্য পাওনা আদায়ের জন্য আমরা সর্বোচ্চ চেষ্টা করব।”

অনুষ্ঠানে প্রায় দুই হাজার অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন সারজিস আলম। তিনি বলেন, “যদি বিত্তবানরা সদিচ্ছা দেখান এবং গার্মেন্টস মালিকদের সঙ্গে যোগাযোগ করেন, তাহলে শীতার্ত মানুষের পাশে দাঁড়ানো সহজ হবে। তিনি পঞ্চগড়ের প্রতিটি ইউনিয়নে পর্যায়ক্রমে শীতবস্ত্র বিতরণের ঘোষণা দেন এবং মানুষের কল্যাণে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

জনপ্রিয় সংবাদ

উত্তরা ইউনিভার্সিটিতে আন্তর্জাতিক মাতৃভাষা ও শহিদ দিবস ২০২৫ পালিত

জনগণ চাইলে নির্বাচনে অংশ নিতে ইচ্ছুক সারজিস আলম

আপডেট সময় ০৭:৫২:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ১৭ জানুয়ারী ২০২৫

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক এবং জুলাই স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সারজিস আলম জানিয়েছেন, জনগণের ইচ্ছার ভিত্তিতে তিনি সংসদ নির্বাচনে অংশ নিতে আগ্রহী। আজ শুক্রবার পঞ্চগড়ের মকবুলার রহমান সরকারি কলেজ মাঠে অসহায় দরিদ্র মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণকালে তিনি এসব কথা বলেন।

সারজিস আলম বলেন, “যারা ফ্যাসিস্টবিরোধী আন্দোলনে নেতৃত্ব দিয়েছে, জনগণ এখন চায় তারা সংসদে তাদের প্রতিনিধি হয়ে কাজ করুক। যদি পঞ্চগড়ের মানুষ মনে করে আমি তাদের পক্ষে প্রতিনিধিত্ব করতে পারি, তাহলে আমি এই দায়িত্ব নেব। এটি আমার জন্য আমানত।”

তিনি আরও বলেন, প্রধান উপদেষ্টার নেতৃত্বে ঘোষণাপত্র নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে যে আলোচনা হয়েছে, তা ইতিবাচক। কয়েক দিনের মধ্যেই এই ঘোষণাপত্র জনগণের সামনে আসবে বলে আশা প্রকাশ করেন তিনি।

তরুণ এই নেতা বলেন, জনগণের প্রত্যাশা শুধু একটি নির্বাচনে সীমাবদ্ধ নয়। একটি স্বচ্ছ ভোটার তালিকা, সুষ্ঠু নির্বাচন কমিশন, কার্যকর বিচার ব্যবস্থা এবং আইনশৃঙ্খলা বাহিনীর যথাযথ দায়িত্বে ফেরা নিশ্চিত করতেই হবে। তবে তিনি ৬ মাসের মধ্যে এই কাজগুলো সম্পন্ন করা প্রায় অসম্ভব বলে উল্লেখ করেন।

পঞ্চগড়ের বৈষম্যের প্রসঙ্গ তুলে সারজিস আলম বলেন, “বিগত ১৬ বছরে রংপুর বিভাগসহ পঞ্চগড়ে উল্লেখযোগ্য কোনো উন্নয়ন হয়নি। শুধু কয়েকটি রাস্তা হয়েছে, কিন্তু একটি শিল্প কারখানা পর্যন্ত তৈরি হয়নি। পঞ্চগড়ের মানুষের ন্যায্য পাওনা আদায়ের জন্য আমরা সর্বোচ্চ চেষ্টা করব।”

অনুষ্ঠানে প্রায় দুই হাজার অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন সারজিস আলম। তিনি বলেন, “যদি বিত্তবানরা সদিচ্ছা দেখান এবং গার্মেন্টস মালিকদের সঙ্গে যোগাযোগ করেন, তাহলে শীতার্ত মানুষের পাশে দাঁড়ানো সহজ হবে। তিনি পঞ্চগড়ের প্রতিটি ইউনিয়নে পর্যায়ক্রমে শীতবস্ত্র বিতরণের ঘোষণা দেন এবং মানুষের কল্যাণে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।