ঢাকা ০২:৪০ পূর্বাহ্ন, বুধবার, ০২ এপ্রিল ২০২৫, ১৮ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo গুজরাটে আতশবাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, ১৮ জনের মৃত্যু Logo চীনে সেভেন সিস্টার্স নিয়ে যা বলেছিলেন ড. ইউনূস? যেজন্য হতভম্ব ভারত Logo জামায়াতের ঈদ উপলক্ষে প্রীতি ভোজের ঘটনায় বিএনপি – যুবলীগের হামলা Logo শহীদ নাসিব হাসান রিহান-এর পরিবারের সদস্যদের সাথে আমীরে জামায়াতের ঈদ কুশল বিনিময় Logo ড. ইউনূসকে শেহবাজের ফোন, পাকিস্তান সফরের আমন্ত্রণ Logo মিয়ানমারে ভূমিকম্প: ২ হাজার ছাড়াল নিহতের সংখ্যা Logo গণতন্ত্র প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে: খালেদা জিয়া Logo ইসরায়েলি অর্থমন্ত্রী বেজালেল স্মোট্রিচের পদত্যাগ Logo ঈদের নামাজ শেষে ‘জয় বাংলা’স্লোগান, বিএনপির সাথে সংঘর্ষ গুলিবিদ্ধ ১ Logo আইপিএলসহ টিভিতে যা দেকবেন আজ

মাঝ আকাশে ভেঙে পড়ল ইলন মাস্কের ‘স্টারশিপ’, বিমান চলাচল ব্যাহত

স্পেস এক্সের জায়ান্ট স্টারশিপ রকেটের সর্বশেষ পরীক্ষামূলক উৎক্ষেপণের কয়েক মিনিট পরেই মাঝ আকাশে ভেঙে পড়েছে। টেক্সাসের ব্রাউনসভিল থেকে উৎক্ষেপণের সাড়ে আট মিনিট পর স্টারশিপের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। স্থানীয় সময় বৃহস্পতিবার এই পরীক্ষামূলক উৎক্ষেপণ করা হয়েছিল।

ইলন মাস্কের কম্পানির কর্মকর্তারা জানিয়েছেন, বৃহস্পতিবার তাদের রকেটের সপ্তম পরীক্ষামূলক উৎক্ষেপণ ছিল।

কিন্তু ইঞ্জিনে কিছু গোলমাল হওয়ায় মহাকাশযাত্রার সময় তা ভেঙে পড়ে। কিন্তু সুপার হেভি বুস্টারটি পরিকল্পনা অনুযায়ী তার লঞ্চপ্যাডে ফিরে আসতে সক্ষম হয়।
আলজাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, মহাকাশযানের ধ্বংসাবশেষ পড়ার সম্ভাব্য এলাকার আশপাশে বিমান চলাচল কিছু সময়ের জন্য স্থগিত এবং রুট পরিবর্তন করা হয় বলে মার্কিন ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ) জানায়। ফ্লাইটরাডার২৪-এর তথ্য অনুযায়ী, অন্তত ২০টি বিমান তাদের রুট পরিবর্তন করেছে।

এদিকে একই দিনে প্রথমবারের মতো কক্ষপথের উদ্দেশে রকেট উৎক্ষেপণ করেছে জেফ বেজোসের মহাকাশবিষয়ক প্রতিষ্ঠান ব্লু অরিজিন। ব্লু অরিজিন নিউ গ্লেন রকেট সিস্টেমের প্রথম উড্ডয়নের কয়েক ঘন্টা পরেই ইলনের এই অভিযান শুরু হয়েছিল। এর মধ্য দিয়ে বিশ্বের দুই শীর্ষ ধনীর মধ্যে বড় ও শক্তিশালী রকেট নির্মাণের ওপর নির্ভরশীল বাণিজ্যিক মহাকাশ প্রতিযোগিতা শুরু হলো।

স্পেস এক্সের একটি পোস্টে জানিয়েছে, ‘স্টারশিপটি ভেঙে পড়ার মূল কারণটি আরো ভালোভাবে বোঝার জন্য তথ্য পর্যালোচনা চালিয়ে যাবে।

এ ধরনের পরীক্ষার থেকে আমরা যা শিখি তা থেকেই সাফল্য আসে। আজকের ঘটনা আমাদের স্টারশিপের নির্ভরযোগ্যতা উন্নত করতে সাহায্য করবে। স্পেস এক্সের পক্ষ থেকে কেট টাইস বলেছেন, ‘এখন আমরা শুধু এটা জানাতে পেরেছি, আমাদের রকেট ধ্বংস হয়েছে। এই পরীক্ষা নিয়ে আমাদের উত্তেজনা ছিল, কিন্তু সাফল্য নিশ্চিত ছিল না।

জনপ্রিয় সংবাদ

গুজরাটে আতশবাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, ১৮ জনের মৃত্যু

মাঝ আকাশে ভেঙে পড়ল ইলন মাস্কের ‘স্টারশিপ’, বিমান চলাচল ব্যাহত

আপডেট সময় ০৩:৫৪:১৩ অপরাহ্ন, শুক্রবার, ১৭ জানুয়ারী ২০২৫

স্পেস এক্সের জায়ান্ট স্টারশিপ রকেটের সর্বশেষ পরীক্ষামূলক উৎক্ষেপণের কয়েক মিনিট পরেই মাঝ আকাশে ভেঙে পড়েছে। টেক্সাসের ব্রাউনসভিল থেকে উৎক্ষেপণের সাড়ে আট মিনিট পর স্টারশিপের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। স্থানীয় সময় বৃহস্পতিবার এই পরীক্ষামূলক উৎক্ষেপণ করা হয়েছিল।

ইলন মাস্কের কম্পানির কর্মকর্তারা জানিয়েছেন, বৃহস্পতিবার তাদের রকেটের সপ্তম পরীক্ষামূলক উৎক্ষেপণ ছিল।

কিন্তু ইঞ্জিনে কিছু গোলমাল হওয়ায় মহাকাশযাত্রার সময় তা ভেঙে পড়ে। কিন্তু সুপার হেভি বুস্টারটি পরিকল্পনা অনুযায়ী তার লঞ্চপ্যাডে ফিরে আসতে সক্ষম হয়।
আলজাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, মহাকাশযানের ধ্বংসাবশেষ পড়ার সম্ভাব্য এলাকার আশপাশে বিমান চলাচল কিছু সময়ের জন্য স্থগিত এবং রুট পরিবর্তন করা হয় বলে মার্কিন ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ) জানায়। ফ্লাইটরাডার২৪-এর তথ্য অনুযায়ী, অন্তত ২০টি বিমান তাদের রুট পরিবর্তন করেছে।

এদিকে একই দিনে প্রথমবারের মতো কক্ষপথের উদ্দেশে রকেট উৎক্ষেপণ করেছে জেফ বেজোসের মহাকাশবিষয়ক প্রতিষ্ঠান ব্লু অরিজিন। ব্লু অরিজিন নিউ গ্লেন রকেট সিস্টেমের প্রথম উড্ডয়নের কয়েক ঘন্টা পরেই ইলনের এই অভিযান শুরু হয়েছিল। এর মধ্য দিয়ে বিশ্বের দুই শীর্ষ ধনীর মধ্যে বড় ও শক্তিশালী রকেট নির্মাণের ওপর নির্ভরশীল বাণিজ্যিক মহাকাশ প্রতিযোগিতা শুরু হলো।

স্পেস এক্সের একটি পোস্টে জানিয়েছে, ‘স্টারশিপটি ভেঙে পড়ার মূল কারণটি আরো ভালোভাবে বোঝার জন্য তথ্য পর্যালোচনা চালিয়ে যাবে।

এ ধরনের পরীক্ষার থেকে আমরা যা শিখি তা থেকেই সাফল্য আসে। আজকের ঘটনা আমাদের স্টারশিপের নির্ভরযোগ্যতা উন্নত করতে সাহায্য করবে। স্পেস এক্সের পক্ষ থেকে কেট টাইস বলেছেন, ‘এখন আমরা শুধু এটা জানাতে পেরেছি, আমাদের রকেট ধ্বংস হয়েছে। এই পরীক্ষা নিয়ে আমাদের উত্তেজনা ছিল, কিন্তু সাফল্য নিশ্চিত ছিল না।