ঢাকা ১০:৩৯ অপরাহ্ন, শনিবার, ২৬ জুলাই ২০২৫, ১১ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo নির্বাচনের প্রস্তুতি নিয়ে অগ্রসর হলেই নানা ষড়যন্ত্র সামনে আসছে: ড. ইউনূস Logo ইউনিভার্সিটি টিচার্স লিংক (ইউটিএল)’–এর আনুষ্ঠানিক যাত্রা শুরু Logo জুলাই আন্দোলনের ‘মূলনায়ক’ তারেক রহমান: আমীর খসরু Logo এশিয়া কাপে বাংলাদেশ ‘বি’ গ্রুপে, খেলার সময়সূচি জানুন Logo গাজায় শিশুদের অনাহারে হত্যা করা হচ্ছে Logo টঙ্গীতে বাস-অটোরিকশা সংঘর্ষে প্রাণ গেল চালকের, আহত ৩ Logo রুয়া’র সভাপতি জামায়াত নেতা রফিকুল ইসলাম খান, সম্পাদক ড. নিজাম উদ্দিন Logo ক্ষমতা পরিবর্তনের ভয় না থাকলে সরকার দানবে পরিণত হয়: আসিফ নজরুল Logo ভারত থেকে সরে এশিয়া কাপ হবে আরব আমিরাতে Logo কুষ্টিয়ায় পুলিশ কর্মকর্তাকে কুপিয়ে আহত, আওয়ামী লীগ নেতা হারুন ও তার ছেলে আটক

বাংলাদেশ দলের দায়িত্ব ছাড়লেন পোথাস

বাংলাদেশ দলের দায়িত্ব ছাড়লেন পোথাস

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সহকারী কোচের পদ থেকে সরে দাঁড়িয়েছেন নিক পোথাস। পদত্যাগের পেছনে পারিবারিক কারণ দেখিয়েছেন তিনি। এক বছরের বেশি সময় চুক্তির মেয়াদ বাকি থাকতেই দায়িত্ব ছাড়লেন দক্ষিণ আফ্রিকার সাবেক এই ব্যাটার।

আজ শুক্রবার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ক্রিকেট পরিচালনা বিভাগের ইনচার্জ শাহরিয়ার নাফীস এই তথ্য নিশ্চিত করেছেন। অন্যদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে পোথাসও বিষয়টি নিশ্চিত করেছেন।

এক পোস্টে চাকরি ছাড়ার ঘোষণা দিয়ে তিনি লিখেছেন, ‘সব ভালো জিনিসের মতো আমার এই অধ্যায়ও শেষ। বাংলাদেশ ক্রিকেটের অনেকের সঙ্গে আমার অসাধারণ সময় কেটেছে। আমরা একসঙ্গে অনেক রেকর্ড গড়েছি, ইতিহাস গড়েছি এবং অসাধারণ স্মৃতি সঞ্চয় করেছি। এখন পরিবারের সঙ্গে কিছু ভালো সময় কাটানোর অপেক্ষা। এরপর দেখা যাবে পরের অধ্যায়ে কী আছে।’

দায়িত্ব ছাড়লেও বাংলাদেশ ক্রিকেটের জন্য শুভকামনা জানিয়ে পোথাস। তিনি লিখেছেন, ‘বাংলাদেশ ক্রিকেটে সামনে অসাধারণ একটা বছর অপেক্ষা করছে। দলের সকলের জন্য শুভকামনা। তোমাদের মিস করবো।’

আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি শুরু হতে মাত্র এক মাস বাকি, এমন সময়ে চাকরি ছাড়লেন পোথাস। ২০২৩ সালের এপ্রিলে নিয়োগ পাওয়া এই কোচের চুক্তির মেয়াদ ছিল আগামী বছরের মার্চ পর্যন্ত।

৫০ বছর বয়সী পোথাস বাংলাদেশ দলের সঙ্গে সর্বশেষ কাজ করেছেন ওয়েস্ট ইন্ডিজ সফরে। ডিসেম্বরে সফরটি শেষ হওয়ার পরই বিসিবিকে পোথাস তাঁর সিদ্ধান্ত জানিয়ে দিয়েছিলেন বলে জানান নাফীস, ‘ওয়েস্ট ইন্ডিজ সফরের পরই বলে দিয়েছিলেন তিনি আর কাজ করবেন না। বলেছিলেন পারিবারিক সমস্যার কারণে চুক্তির মেয়াদ পূর্ণ করতে পারছেন না।

জনপ্রিয় সংবাদ

নির্বাচনের প্রস্তুতি নিয়ে অগ্রসর হলেই নানা ষড়যন্ত্র সামনে আসছে: ড. ইউনূস

বাংলাদেশ দলের দায়িত্ব ছাড়লেন পোথাস

আপডেট সময় ১১:৫১:৪১ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ জানুয়ারী ২০২৫

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সহকারী কোচের পদ থেকে সরে দাঁড়িয়েছেন নিক পোথাস। পদত্যাগের পেছনে পারিবারিক কারণ দেখিয়েছেন তিনি। এক বছরের বেশি সময় চুক্তির মেয়াদ বাকি থাকতেই দায়িত্ব ছাড়লেন দক্ষিণ আফ্রিকার সাবেক এই ব্যাটার।

আজ শুক্রবার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ক্রিকেট পরিচালনা বিভাগের ইনচার্জ শাহরিয়ার নাফীস এই তথ্য নিশ্চিত করেছেন। অন্যদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে পোথাসও বিষয়টি নিশ্চিত করেছেন।

এক পোস্টে চাকরি ছাড়ার ঘোষণা দিয়ে তিনি লিখেছেন, ‘সব ভালো জিনিসের মতো আমার এই অধ্যায়ও শেষ। বাংলাদেশ ক্রিকেটের অনেকের সঙ্গে আমার অসাধারণ সময় কেটেছে। আমরা একসঙ্গে অনেক রেকর্ড গড়েছি, ইতিহাস গড়েছি এবং অসাধারণ স্মৃতি সঞ্চয় করেছি। এখন পরিবারের সঙ্গে কিছু ভালো সময় কাটানোর অপেক্ষা। এরপর দেখা যাবে পরের অধ্যায়ে কী আছে।’

দায়িত্ব ছাড়লেও বাংলাদেশ ক্রিকেটের জন্য শুভকামনা জানিয়ে পোথাস। তিনি লিখেছেন, ‘বাংলাদেশ ক্রিকেটে সামনে অসাধারণ একটা বছর অপেক্ষা করছে। দলের সকলের জন্য শুভকামনা। তোমাদের মিস করবো।’

আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি শুরু হতে মাত্র এক মাস বাকি, এমন সময়ে চাকরি ছাড়লেন পোথাস। ২০২৩ সালের এপ্রিলে নিয়োগ পাওয়া এই কোচের চুক্তির মেয়াদ ছিল আগামী বছরের মার্চ পর্যন্ত।

৫০ বছর বয়সী পোথাস বাংলাদেশ দলের সঙ্গে সর্বশেষ কাজ করেছেন ওয়েস্ট ইন্ডিজ সফরে। ডিসেম্বরে সফরটি শেষ হওয়ার পরই বিসিবিকে পোথাস তাঁর সিদ্ধান্ত জানিয়ে দিয়েছিলেন বলে জানান নাফীস, ‘ওয়েস্ট ইন্ডিজ সফরের পরই বলে দিয়েছিলেন তিনি আর কাজ করবেন না। বলেছিলেন পারিবারিক সমস্যার কারণে চুক্তির মেয়াদ পূর্ণ করতে পারছেন না।