ঢাকা ১২:৩৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২২ অগাস্ট ২০২৫, ৬ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo কলকাতায় ‘বাংলাদেশি’ আখ্যা দিয়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মারধর Logo জিয়াউর রহমানকে ‘নব্য রাজাকার’ আখ্যা দেওয়া নাজমীসহ ২৯ কর্মকর্তার অস্ট্রেলিয়া ভ্রমণ বাতিল Logo একাত্তরকে ভুলিয়ে দেওয়ার চেষ্টা চলছে: মির্জা ফখরুল Logo নাটোরে জামায়াত কর্মীকে মারধর করে ২০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ Logo জাকসু নির্বাচনে শিবিরের প‍্যানেল ঘোষণা, ভিপি আরিফুল্লাহ, জিএস মাজহার Logo ‘ফেব্রুয়ারিতে নির্বাচন হবে, পরবর্তী সরকারের কোনো পদে আমি থাকব না’ Logo সাদাপাথর লুটে সম্পৃক্ত ৫২ ব্যক্তির নাম প্রকাশ দুদকের Logo নিউজ কাভারে পুলিশি বাধা, লকাবে সাংবাদিক Logo হাসিনার বিরুদ্ধে ট্রাইব্যুনালে সাইদীর মামলার সাক্ষী সুখরঞ্জন বালি অভিযোগ Logo বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক নেতার উপর হামলার ঘটনার প্রধান আসামী নেতা গ্রেপ্তার

বাংলাদেশ দলের দায়িত্ব ছাড়লেন পোথাস

বাংলাদেশ দলের দায়িত্ব ছাড়লেন পোথাস

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সহকারী কোচের পদ থেকে সরে দাঁড়িয়েছেন নিক পোথাস। পদত্যাগের পেছনে পারিবারিক কারণ দেখিয়েছেন তিনি। এক বছরের বেশি সময় চুক্তির মেয়াদ বাকি থাকতেই দায়িত্ব ছাড়লেন দক্ষিণ আফ্রিকার সাবেক এই ব্যাটার।

আজ শুক্রবার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ক্রিকেট পরিচালনা বিভাগের ইনচার্জ শাহরিয়ার নাফীস এই তথ্য নিশ্চিত করেছেন। অন্যদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে পোথাসও বিষয়টি নিশ্চিত করেছেন।

এক পোস্টে চাকরি ছাড়ার ঘোষণা দিয়ে তিনি লিখেছেন, ‘সব ভালো জিনিসের মতো আমার এই অধ্যায়ও শেষ। বাংলাদেশ ক্রিকেটের অনেকের সঙ্গে আমার অসাধারণ সময় কেটেছে। আমরা একসঙ্গে অনেক রেকর্ড গড়েছি, ইতিহাস গড়েছি এবং অসাধারণ স্মৃতি সঞ্চয় করেছি। এখন পরিবারের সঙ্গে কিছু ভালো সময় কাটানোর অপেক্ষা। এরপর দেখা যাবে পরের অধ্যায়ে কী আছে।’

দায়িত্ব ছাড়লেও বাংলাদেশ ক্রিকেটের জন্য শুভকামনা জানিয়ে পোথাস। তিনি লিখেছেন, ‘বাংলাদেশ ক্রিকেটে সামনে অসাধারণ একটা বছর অপেক্ষা করছে। দলের সকলের জন্য শুভকামনা। তোমাদের মিস করবো।’

আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি শুরু হতে মাত্র এক মাস বাকি, এমন সময়ে চাকরি ছাড়লেন পোথাস। ২০২৩ সালের এপ্রিলে নিয়োগ পাওয়া এই কোচের চুক্তির মেয়াদ ছিল আগামী বছরের মার্চ পর্যন্ত।

৫০ বছর বয়সী পোথাস বাংলাদেশ দলের সঙ্গে সর্বশেষ কাজ করেছেন ওয়েস্ট ইন্ডিজ সফরে। ডিসেম্বরে সফরটি শেষ হওয়ার পরই বিসিবিকে পোথাস তাঁর সিদ্ধান্ত জানিয়ে দিয়েছিলেন বলে জানান নাফীস, ‘ওয়েস্ট ইন্ডিজ সফরের পরই বলে দিয়েছিলেন তিনি আর কাজ করবেন না। বলেছিলেন পারিবারিক সমস্যার কারণে চুক্তির মেয়াদ পূর্ণ করতে পারছেন না।

জনপ্রিয় সংবাদ

কলকাতায় ‘বাংলাদেশি’ আখ্যা দিয়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মারধর

বাংলাদেশ দলের দায়িত্ব ছাড়লেন পোথাস

আপডেট সময় ১১:৫১:৪১ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ জানুয়ারী ২০২৫

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সহকারী কোচের পদ থেকে সরে দাঁড়িয়েছেন নিক পোথাস। পদত্যাগের পেছনে পারিবারিক কারণ দেখিয়েছেন তিনি। এক বছরের বেশি সময় চুক্তির মেয়াদ বাকি থাকতেই দায়িত্ব ছাড়লেন দক্ষিণ আফ্রিকার সাবেক এই ব্যাটার।

আজ শুক্রবার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ক্রিকেট পরিচালনা বিভাগের ইনচার্জ শাহরিয়ার নাফীস এই তথ্য নিশ্চিত করেছেন। অন্যদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে পোথাসও বিষয়টি নিশ্চিত করেছেন।

এক পোস্টে চাকরি ছাড়ার ঘোষণা দিয়ে তিনি লিখেছেন, ‘সব ভালো জিনিসের মতো আমার এই অধ্যায়ও শেষ। বাংলাদেশ ক্রিকেটের অনেকের সঙ্গে আমার অসাধারণ সময় কেটেছে। আমরা একসঙ্গে অনেক রেকর্ড গড়েছি, ইতিহাস গড়েছি এবং অসাধারণ স্মৃতি সঞ্চয় করেছি। এখন পরিবারের সঙ্গে কিছু ভালো সময় কাটানোর অপেক্ষা। এরপর দেখা যাবে পরের অধ্যায়ে কী আছে।’

দায়িত্ব ছাড়লেও বাংলাদেশ ক্রিকেটের জন্য শুভকামনা জানিয়ে পোথাস। তিনি লিখেছেন, ‘বাংলাদেশ ক্রিকেটে সামনে অসাধারণ একটা বছর অপেক্ষা করছে। দলের সকলের জন্য শুভকামনা। তোমাদের মিস করবো।’

আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি শুরু হতে মাত্র এক মাস বাকি, এমন সময়ে চাকরি ছাড়লেন পোথাস। ২০২৩ সালের এপ্রিলে নিয়োগ পাওয়া এই কোচের চুক্তির মেয়াদ ছিল আগামী বছরের মার্চ পর্যন্ত।

৫০ বছর বয়সী পোথাস বাংলাদেশ দলের সঙ্গে সর্বশেষ কাজ করেছেন ওয়েস্ট ইন্ডিজ সফরে। ডিসেম্বরে সফরটি শেষ হওয়ার পরই বিসিবিকে পোথাস তাঁর সিদ্ধান্ত জানিয়ে দিয়েছিলেন বলে জানান নাফীস, ‘ওয়েস্ট ইন্ডিজ সফরের পরই বলে দিয়েছিলেন তিনি আর কাজ করবেন না। বলেছিলেন পারিবারিক সমস্যার কারণে চুক্তির মেয়াদ পূর্ণ করতে পারছেন না।