ডোনাল্ড ট্রাম্প ২০ জানুয়ারি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে শপথ গ্রহণ করবেন। তার শপথ গ্রহণের আগে কর্তৃপক্ষ সম্ভাব্য হুমকি মোকাবেলা এবং শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর নিশ্চিত করতে রাজধানী ওয়াশিংটন ডিসিতে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে।
দ্য টেলিগ্রাফের প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন গোয়েন্দা সংস্থা এবং আইন প্রয়োগকারী সংস্থাগুলো ৪৮ কিলোমিটার দীর্ঘ ৭ ফুট লম্বা কালো ব্যারিকেড তৈরি করেছে, যা রাজধানীতে দেখা এ পর্যন্ত সবচেয়ে দীর্ঘ ব্যারিকেড। সারা দেশ থেকে ২৫ হাজার পুলিশ অফিসারের পাশাপাশি ৭ হাজার ৮০০ ন্যাশনাল গার্ড সেনাকে মোতায়েন করা হয়েছে। ক্যাপিটল এবং হোয়াইট হাউসের মধ্যবর্তী প্রধান রাস্তাগুলো – যা ২ কিলোমিটারেরও বেশি বিস্তৃত – তা অবরুদ্ধ করা হবে। অপ্রত্যাশিত হামলা প্রতিরোধের জন্য কংক্রিটের প্রতিবন্ধক এবং ভারী যানবাহন দিয়ে এলাকা সুরক্ষিত করা হবে।
সিক্রেট সার্ভিসের স্পেশাল এজেন্ট ইন চার্জ ম্যাট ম্যাককুল এক প্রেস ব্রিফিংয়ে বলেছেন, “আমরা একটি উচ্চ হুমকিপূর্ণ পরিবেশে আছি।”
২০২৪ সালের নির্বাচনী প্রচারণার সময় ট্রাম্পের উপর হামলা হয়েছিল। তাকে হত্যার চেষ্টার কয়েক মাস পরেই শপথ গ্রহণ অনুষ্ঠানটি হবে। যদিও কোনো বিশ্বাসযোগ্য সমন্বিত হুমকি নেই। এরপরেও কর্মকর্তারা একাকী আক্রমণকারীদের সম্পর্কে সতর্ক রয়েছেন।
মার্কিন ক্যাপিটল পুলিশ প্রধান থমাস ম্যাঙ্গার বলেছেন, এই উচ্চ সতর্কতামূলক পরিস্থিতিতে আমাদের থাকার জন্য একমাত্র ব্যক্তিটির হুমকিই সবচেয়ে বড় যুক্তি।