ঢাকা ০৪:৪৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০২ সেপ্টেম্বর ২০২৫, ১৭ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo গাইবান্ধায় বাসের ধাক্কায় নারী নিহত , সড়ক অবরোধ Logo উমামা ফাতিমার সংবাদ সম্মেলন বয়কট করেছেন মাল্টিমিডিয়া সাংবাদিকরা Logo ডাকসু নির্বাচনে ছাত্রশিবিরের ইশতেহারে যা থাকছে Logo সোহরাওয়ার্দী কলেজ সাংবাদিক সমিতির নেতৃত্বে আমিরুল ও আবিদ Logo অন্তর্বর্তী সরকারকে পূর্ণ সহযোগিতার সেনাবাহিনী -ওয়াকার-উজ-জামান Logo ক্যান্সার হাসপাতালে ১ কোটি টাকার অনুদান দিলো জামায়াত Logo ‘যারা কালো অতীতকে ফিরিয়ে আনতে চায়, তারাই পিআর পদ্ধতিতে নির্বাচন আয়োজনে বাধা দিচ্ছে’ Logo ডাকসু নির্বাচন ভন্ডুলের চেষ্টা করলে কঠোর ব্যবস্থা: ডিএমপি কমিশনার Logo ডাকসু নির্বাচনে বাধা নেই,হাইকোর্টের রায় স্থগিত, Logo ডাকসু নির্বাচন স্থগিত হওয়ার বিষয়ে যা বললেন পিনাকী ভট্টাচার্য

জুলাই ঘোষণাপত্র নিয়ে প্রধান উপদেষ্টার নেতৃত্বে সর্বদলীয় বৈঠক বিকেলে

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৯:৩৯:০৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২৫
  • 123

আজ বিকেলে জুলাই গণ-অভ্যুত্থানের ঘোষণাপত্র চূড়ান্ত করার লক্ষ্যে রাজনৈতিক দল ও অন্য অংশীজনদের সঙ্গে বৈঠকে বসবেন অন্তর্বর্তী সরকার।

বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) বিকেল চারটায় ফরেন সার্ভিস একাডেমিতে এই বৈঠক অনুষ্ঠিত হবে। বৈঠকে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস এবং চারজন উপদেষ্টা উপস্থিত থাকবেন বলে সরকারি সূত্রে জানা গেছে।

বুধবার রাতে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে বিষয়টি জানানো হয়েছে। প্রেস উইং থেকে জানানো হয়, প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার বৃহস্পতিবার বিকাল ৪টা থেকে সন্ধ্যা ৭টার মধ্যে ফরেন সার্ভিস একাডেমিতে জুলাইয়ের ঘোষণাপত্রের ওপর একটি সর্বদলীয় বৈঠক আয়োজন করবে।

এদিকে জুলাই গণ-অভ্যুত্থানের ঘোষণাপত্র দেয়ার জন্য বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির দেয়া সময়সীমা গতকাল শেষ হয়। সে প্রেক্ষাপটে এই দুটি সংগঠনের নেতারা গতকাল রাতে রাজধানীর বাংলামোটরে তাদের কার্যালয়ে নিজেরা বৈঠক করেন।

বৈঠক শেষে রাত ১০টায় সংবাদ সম্মেলন করে লিখিত বক্তব্যে তারা জানান, তাদের দুটি সংগঠনের একটি প্রতিনিধিদল প্রধান উপদেষ্টার আহ্বানে সর্বদলীয় বৈঠকে অংশ নেবে। সেখানে দেশের অন্যান্য রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা হবে। আলোচনা শেষে অবিলম্বে ঘোষণাপত্র করার তারিখ ঘোষণা করতে হবে। কোনো প্রকারের কালক্ষেপণ ও গড়িমসি ছাত্র-জনতা বরদাশত করবে না। কালক্ষেপণ হলে দ্রুতই সারা দেশের সর্বস্তরের ছাত্র-জনতাকে সঙ্গে নিয়ে দুর্বার আন্দোলন গড়ে তুলবে তারা।

জনপ্রিয় সংবাদ

গাইবান্ধায় বাসের ধাক্কায় নারী নিহত , সড়ক অবরোধ

জুলাই ঘোষণাপত্র নিয়ে প্রধান উপদেষ্টার নেতৃত্বে সর্বদলীয় বৈঠক বিকেলে

আপডেট সময় ০৯:৩৯:০৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২৫

আজ বিকেলে জুলাই গণ-অভ্যুত্থানের ঘোষণাপত্র চূড়ান্ত করার লক্ষ্যে রাজনৈতিক দল ও অন্য অংশীজনদের সঙ্গে বৈঠকে বসবেন অন্তর্বর্তী সরকার।

বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) বিকেল চারটায় ফরেন সার্ভিস একাডেমিতে এই বৈঠক অনুষ্ঠিত হবে। বৈঠকে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস এবং চারজন উপদেষ্টা উপস্থিত থাকবেন বলে সরকারি সূত্রে জানা গেছে।

বুধবার রাতে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে বিষয়টি জানানো হয়েছে। প্রেস উইং থেকে জানানো হয়, প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার বৃহস্পতিবার বিকাল ৪টা থেকে সন্ধ্যা ৭টার মধ্যে ফরেন সার্ভিস একাডেমিতে জুলাইয়ের ঘোষণাপত্রের ওপর একটি সর্বদলীয় বৈঠক আয়োজন করবে।

এদিকে জুলাই গণ-অভ্যুত্থানের ঘোষণাপত্র দেয়ার জন্য বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির দেয়া সময়সীমা গতকাল শেষ হয়। সে প্রেক্ষাপটে এই দুটি সংগঠনের নেতারা গতকাল রাতে রাজধানীর বাংলামোটরে তাদের কার্যালয়ে নিজেরা বৈঠক করেন।

বৈঠক শেষে রাত ১০টায় সংবাদ সম্মেলন করে লিখিত বক্তব্যে তারা জানান, তাদের দুটি সংগঠনের একটি প্রতিনিধিদল প্রধান উপদেষ্টার আহ্বানে সর্বদলীয় বৈঠকে অংশ নেবে। সেখানে দেশের অন্যান্য রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা হবে। আলোচনা শেষে অবিলম্বে ঘোষণাপত্র করার তারিখ ঘোষণা করতে হবে। কোনো প্রকারের কালক্ষেপণ ও গড়িমসি ছাত্র-জনতা বরদাশত করবে না। কালক্ষেপণ হলে দ্রুতই সারা দেশের সর্বস্তরের ছাত্র-জনতাকে সঙ্গে নিয়ে দুর্বার আন্দোলন গড়ে তুলবে তারা।