বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর চলতি বছরের মাঝামাঝিতে জাতীয় নির্বাচন আয়োজনের আহ্বান জানিয়েছেন। তিনি অন্তর্বর্তী সরকারকে দ্রুত নির্বাচনের প্রস্তুতি নেওয়ার তাগিদ দেন।
মঙ্গলবার (১৪ জানুয়ারি) আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এই আহ্বান জানান। সংবাদ সম্মেলনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খানসহ দলের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন। মির্জা ফখরুল বলেন, “গণতান্ত্রিক ধারা পুনরুদ্ধার এবং জনগণের ভোটাধিকার নিশ্চিত করতে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন জরুরি।”
তিনি বলেন, নির্বাচনের জন্য ভোটার তালিকা এক মাসের মধ্যে করা সম্ভব। জাতীয় সংসদ নির্বাচন এ বছরের মাঝামাঝিতে করা সম্ভব। জাতীয় সংসদ নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন প্রশ্নেই আসে না বলেও মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব। তিনি বলেন, এর ফলে জাতীয় নির্বাচনের আরো দেরি হবে।
গতকাল সোমবার রাতে অনুষ্ঠিত বিএনপির নীতিনির্ধারণী পর্ষদ জাতীয় স্থায়ী কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সম্প্রতি অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে জাতীয় সংসদ নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন করার পরিকল্পনা জানানোর পর বিএনপি গতকাল বৈঠক করে এই সিদ্ধান্ত নিয়েছে।
গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে গতকাল সন্ধ্যা সাড়ে ৬টা থেকে রাত ৯টা পর্যন্ত এই বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান লন্ডন থেকে ভার্চুয়ালি সংযুক্ত হয়ে সভাপতিত্ব করেন।
এদিকে জুলাই গণঅভ্যুত্থানের ঘোষণাপত্র প্রসঙ্গে প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন, আমরা সরকারের উপদেষ্টা মাহফুজ আলমের কাছ থেকে খসড়াপত্র পেয়েছি। আমরা আলোচনা করছি। আরও করব। সংবিধান বিশেষজ্ঞদের পরামর্শ নেব। তারপর কিছু বলা যাবে। লন্ডনে চিকিৎসাধীন বিএনপির চেয়ারপারসন প্রসঙ্গে তিনি বলেন, খালেদা জিয়া মানসিক ও শারীরিক দিক দিয়ে আগের থেকে বেটার আছেন।