ঢাকা ০৭:৪৯ পূর্বাহ্ন, বুধবার, ১৪ মে ২০২৫, ৩১ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo সীমান্তে ‘পুশ ইন’ ঘটনায় প্রতিবাদ জানিয়ে ভারতকে চিঠি বাংলাদেশের Logo চাঁপাইনবাবগঞ্জে বজ্রপাতে যুবকের মৃত্যু, আহত মা হাসপাতালে Logo কামরাঙ্গীরচরে বিএনপি নেতার বিরুদ্ধে চুরির অভিযোগ Logo আওয়ামী লীগের কর্মকাণ্ড নিষিদ্ধ করায় উদ্বিগ্ন ভারত Logo আ.লীগ-বিএনপি-জাতীয় পার্টির শাসন দেখার কিছু নেই: চরমোনাই পীর Logo মাস্টার্সে সিজিপিএ ৩.৯৮ পেয়ে প্রথম হলেন জবি শিবির নেতা Logo ক্ষেপণাস্ত্রের কথা ভেবে পাকিস্তান অনেকদিন ঘুমাতে পারবে না: মোদি Logo জাতীয় স্বার্থের বাইরে কোনো সিদ্ধান্ত নেওয়া হবে না: বিডা চেয়ারম্যান Logo সুন্দরগঞ্জে প্রেসক্লাবের বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত Logo মুক্তাগাছায় আওয়ামী লীগ নেতা ভিপি মানিক গ্রেফতার

সাতক্ষীরা সীমান্তে বিএসএফের ৪ রাউন্ড ফাঁকা গুলি

সাতক্ষীরা সীমান্তে বিএসএফের ৪ রাউন্ড ফাঁকা গুলি

সাতক্ষীরার ভোমরা সীমান্তের বিপরীতে বিএসএফের চার রাউন্ড ফাঁকা গুলি ছোড়ার ঘটনায় সীমান্ত এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। সোমবার (১৩ জানুয়ারি) ভোরে ভারতের ঘোজাডাঙ্গার শিবতলা এলাকায় এই ঘটনা ঘটে।

সাতক্ষীরাস্থ বিজিবি ৩৩ ব্যাটালিয়নের সহকারী পরিচালক মাসুদ রানা বিষয়টি নিশ্চিত করে জানান, গুলি ছোড়ার ঘটনাটি ভারতের অভ্যন্তরে ঘটেছে এবং এর সঙ্গে সাতক্ষীরা সীমান্তের কোনো সম্পর্ক নেই। তিনি আরও বলেন, সীমান্ত পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং এ নিয়ে উদ্বেগের কোনো কারণ নেই।

সীমান্তে টহলে থাকা বিজিবি সদস্যরাও বিষয়টি নিশ্চিত করেছেন। তারা বলেন, বিএসএফ চার রাউন্ড ফাঁকা গুলি ছুড়েছে। এগুলো মূলত সাউন্ডগানের গুলি। তবে সীমান্ত পরিস্থিতি এখন স্বাভাবিক আছে।

স্থানীয় বাসিন্দা মিজানুর রহমানসহ আরও অনেকে জানান, ফজরের নামাজের সময় সীমান্তের ওপারে কয়েক রাউন্ড গুলির শব্দে তারা আতঙ্কিত হয়ে পড়েন। বেলা বাড়ার সাথে সাথে সীমান্ত এলাকা স্বাভাবিক হয়ে যায়। আজ (সোমবার) বিকেলে এ রিপোর্ট লেখার সময় সীমান্ত এলাকা শান্ত রয়েছে বলে এলাকাবাসী জানান।

এর আগে গত শনিবার (১১ জানুয়ারি) ভোমরা সীমান্তের লক্ষীদাড়ি এলাকায় নজরুল ইসলাম ও নাজমুল হোসেন নামে দুই ব্যক্তি নিজেদের জমিতে গত শনিবার সকালে চাষাবাদ করতে গেলে বাধা দেয় বিএসএফ। এ নিয়ে রোববার ব্যাটালিয়ন পর্যায়ে পতাকা বৈঠক করে বিজিবি-বিএসএফ। বৈঠকে সিদ্ধান্ত হয় আগামী ২০ জানুয়ারি উভয়দেশের সার্ভে বিভাগ জমিটির সীমানা নির্ধারণ করবে এবং পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

সীমান্তে ‘পুশ ইন’ ঘটনায় প্রতিবাদ জানিয়ে ভারতকে চিঠি বাংলাদেশের

সাতক্ষীরা সীমান্তে বিএসএফের ৪ রাউন্ড ফাঁকা গুলি

আপডেট সময় ১০:৩৪:১৬ অপরাহ্ন, সোমবার, ১৩ জানুয়ারী ২০২৫

সাতক্ষীরার ভোমরা সীমান্তের বিপরীতে বিএসএফের চার রাউন্ড ফাঁকা গুলি ছোড়ার ঘটনায় সীমান্ত এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। সোমবার (১৩ জানুয়ারি) ভোরে ভারতের ঘোজাডাঙ্গার শিবতলা এলাকায় এই ঘটনা ঘটে।

সাতক্ষীরাস্থ বিজিবি ৩৩ ব্যাটালিয়নের সহকারী পরিচালক মাসুদ রানা বিষয়টি নিশ্চিত করে জানান, গুলি ছোড়ার ঘটনাটি ভারতের অভ্যন্তরে ঘটেছে এবং এর সঙ্গে সাতক্ষীরা সীমান্তের কোনো সম্পর্ক নেই। তিনি আরও বলেন, সীমান্ত পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং এ নিয়ে উদ্বেগের কোনো কারণ নেই।

সীমান্তে টহলে থাকা বিজিবি সদস্যরাও বিষয়টি নিশ্চিত করেছেন। তারা বলেন, বিএসএফ চার রাউন্ড ফাঁকা গুলি ছুড়েছে। এগুলো মূলত সাউন্ডগানের গুলি। তবে সীমান্ত পরিস্থিতি এখন স্বাভাবিক আছে।

স্থানীয় বাসিন্দা মিজানুর রহমানসহ আরও অনেকে জানান, ফজরের নামাজের সময় সীমান্তের ওপারে কয়েক রাউন্ড গুলির শব্দে তারা আতঙ্কিত হয়ে পড়েন। বেলা বাড়ার সাথে সাথে সীমান্ত এলাকা স্বাভাবিক হয়ে যায়। আজ (সোমবার) বিকেলে এ রিপোর্ট লেখার সময় সীমান্ত এলাকা শান্ত রয়েছে বলে এলাকাবাসী জানান।

এর আগে গত শনিবার (১১ জানুয়ারি) ভোমরা সীমান্তের লক্ষীদাড়ি এলাকায় নজরুল ইসলাম ও নাজমুল হোসেন নামে দুই ব্যক্তি নিজেদের জমিতে গত শনিবার সকালে চাষাবাদ করতে গেলে বাধা দেয় বিএসএফ। এ নিয়ে রোববার ব্যাটালিয়ন পর্যায়ে পতাকা বৈঠক করে বিজিবি-বিএসএফ। বৈঠকে সিদ্ধান্ত হয় আগামী ২০ জানুয়ারি উভয়দেশের সার্ভে বিভাগ জমিটির সীমানা নির্ধারণ করবে এবং পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।