ঢাকা ০৪:৩৯ অপরাহ্ন, রবিবার, ১৯ অক্টোবর ২০২৫, ৪ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo প্রজ্ঞাপন প্রত্যাখ্যান করে শিক্ষকদের আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা Logo ‘সাংবিধানিক আইন ও বিধি অনুযায়ী শাপলা প্রতীক বরাদ্দ দেওয়ার সুযোগ নেই’ Logo রাকসুতে হেরে যাওয়া ছাত্রদল প্রার্থীসহ স্বতন্ত্র প্রার্থীদের শিবিরের সঙ্গীতকে কটাক্ষ করে নাচ Logo দেশের বিভিন্ন স্থানে অগ্নিকাণ্ড নিয়ে অন্তর্বর্তী সরকারের বিবৃতি Logo দ্য নিউজের সাংবাদিক ইমরানকে প্রাণনাশের হুমকি Logo দেশ জুড়ে এসব অগ্নিকাণ্ডের ঘটনা পূর্বপরিকল্পিত: মির্জা ফখরুল Logo চট্রগ্রাম বন্দরে ১২০০ টন কাচামাল নিয়ে জাহাজডুবি Logo রিশাদের রেকর্ড বোলিংয়ে মিরপুরে বাংলাদেশের বড় জয় Logo মৌলভীবাজারে এম নাসের রহমানের নির্বাচনী গণসংযোগ শুরু Logo একাত্তরের শহিদ আবদুর রবের কবর জিয়ারত করলেন চাকসুর ভিপি-জিএসরা

সাতক্ষীরা সীমান্তে বিএসএফের ৪ রাউন্ড ফাঁকা গুলি

সাতক্ষীরা সীমান্তে বিএসএফের ৪ রাউন্ড ফাঁকা গুলি

সাতক্ষীরার ভোমরা সীমান্তের বিপরীতে বিএসএফের চার রাউন্ড ফাঁকা গুলি ছোড়ার ঘটনায় সীমান্ত এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। সোমবার (১৩ জানুয়ারি) ভোরে ভারতের ঘোজাডাঙ্গার শিবতলা এলাকায় এই ঘটনা ঘটে।

সাতক্ষীরাস্থ বিজিবি ৩৩ ব্যাটালিয়নের সহকারী পরিচালক মাসুদ রানা বিষয়টি নিশ্চিত করে জানান, গুলি ছোড়ার ঘটনাটি ভারতের অভ্যন্তরে ঘটেছে এবং এর সঙ্গে সাতক্ষীরা সীমান্তের কোনো সম্পর্ক নেই। তিনি আরও বলেন, সীমান্ত পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং এ নিয়ে উদ্বেগের কোনো কারণ নেই।

সীমান্তে টহলে থাকা বিজিবি সদস্যরাও বিষয়টি নিশ্চিত করেছেন। তারা বলেন, বিএসএফ চার রাউন্ড ফাঁকা গুলি ছুড়েছে। এগুলো মূলত সাউন্ডগানের গুলি। তবে সীমান্ত পরিস্থিতি এখন স্বাভাবিক আছে।

স্থানীয় বাসিন্দা মিজানুর রহমানসহ আরও অনেকে জানান, ফজরের নামাজের সময় সীমান্তের ওপারে কয়েক রাউন্ড গুলির শব্দে তারা আতঙ্কিত হয়ে পড়েন। বেলা বাড়ার সাথে সাথে সীমান্ত এলাকা স্বাভাবিক হয়ে যায়। আজ (সোমবার) বিকেলে এ রিপোর্ট লেখার সময় সীমান্ত এলাকা শান্ত রয়েছে বলে এলাকাবাসী জানান।

এর আগে গত শনিবার (১১ জানুয়ারি) ভোমরা সীমান্তের লক্ষীদাড়ি এলাকায় নজরুল ইসলাম ও নাজমুল হোসেন নামে দুই ব্যক্তি নিজেদের জমিতে গত শনিবার সকালে চাষাবাদ করতে গেলে বাধা দেয় বিএসএফ। এ নিয়ে রোববার ব্যাটালিয়ন পর্যায়ে পতাকা বৈঠক করে বিজিবি-বিএসএফ। বৈঠকে সিদ্ধান্ত হয় আগামী ২০ জানুয়ারি উভয়দেশের সার্ভে বিভাগ জমিটির সীমানা নির্ধারণ করবে এবং পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

প্রজ্ঞাপন প্রত্যাখ্যান করে শিক্ষকদের আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা

সাতক্ষীরা সীমান্তে বিএসএফের ৪ রাউন্ড ফাঁকা গুলি

আপডেট সময় ১০:৩৪:১৬ অপরাহ্ন, সোমবার, ১৩ জানুয়ারী ২০২৫

সাতক্ষীরার ভোমরা সীমান্তের বিপরীতে বিএসএফের চার রাউন্ড ফাঁকা গুলি ছোড়ার ঘটনায় সীমান্ত এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। সোমবার (১৩ জানুয়ারি) ভোরে ভারতের ঘোজাডাঙ্গার শিবতলা এলাকায় এই ঘটনা ঘটে।

সাতক্ষীরাস্থ বিজিবি ৩৩ ব্যাটালিয়নের সহকারী পরিচালক মাসুদ রানা বিষয়টি নিশ্চিত করে জানান, গুলি ছোড়ার ঘটনাটি ভারতের অভ্যন্তরে ঘটেছে এবং এর সঙ্গে সাতক্ষীরা সীমান্তের কোনো সম্পর্ক নেই। তিনি আরও বলেন, সীমান্ত পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং এ নিয়ে উদ্বেগের কোনো কারণ নেই।

সীমান্তে টহলে থাকা বিজিবি সদস্যরাও বিষয়টি নিশ্চিত করেছেন। তারা বলেন, বিএসএফ চার রাউন্ড ফাঁকা গুলি ছুড়েছে। এগুলো মূলত সাউন্ডগানের গুলি। তবে সীমান্ত পরিস্থিতি এখন স্বাভাবিক আছে।

স্থানীয় বাসিন্দা মিজানুর রহমানসহ আরও অনেকে জানান, ফজরের নামাজের সময় সীমান্তের ওপারে কয়েক রাউন্ড গুলির শব্দে তারা আতঙ্কিত হয়ে পড়েন। বেলা বাড়ার সাথে সাথে সীমান্ত এলাকা স্বাভাবিক হয়ে যায়। আজ (সোমবার) বিকেলে এ রিপোর্ট লেখার সময় সীমান্ত এলাকা শান্ত রয়েছে বলে এলাকাবাসী জানান।

এর আগে গত শনিবার (১১ জানুয়ারি) ভোমরা সীমান্তের লক্ষীদাড়ি এলাকায় নজরুল ইসলাম ও নাজমুল হোসেন নামে দুই ব্যক্তি নিজেদের জমিতে গত শনিবার সকালে চাষাবাদ করতে গেলে বাধা দেয় বিএসএফ। এ নিয়ে রোববার ব্যাটালিয়ন পর্যায়ে পতাকা বৈঠক করে বিজিবি-বিএসএফ। বৈঠকে সিদ্ধান্ত হয় আগামী ২০ জানুয়ারি উভয়দেশের সার্ভে বিভাগ জমিটির সীমানা নির্ধারণ করবে এবং পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।