জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) দ্বিতীয় ক্যাম্পাসের কাজ সেনাবাহিনীকে হস্তান্তরসহ তিন দফা দাবিতে চলমান অনশনে একাত্মতা জানাতে গভীর রাতে হল থেকে বেরিয়ে প্রায় অর্ধশত ছাত্রী জবির শহিদ মিনারের সামনে এসে বসে পড়েছেন।
রোববার দিবাগত রাত ১২টার দিকে একমাত্র ছাত্রী হল বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলের ছাত্রীরা ক্যাম্পাসে এসে অনশনস্থলে উপস্থিত শিক্ষার্থীদের পাশে বসে একাত্মতা ঘোষণা করেন।
এ সময় ইংরেজি বিভাগের ১৫ ব্যাচের শিক্ষার্থী মহাশ্বেতা রায় মিতু জাননায়, আমরা দ্বিতীয় ক্যাম্পাসের কাজ সেনাবাহিনীকে দেয়ার পক্ষে। আমাদের ভাইদের এই দাবির প্রতি পূর্ণ সমর্থন জানাতে এসেছি। ইসলামিক স্টাডিজ বিভাগের ১৪ ব্যাচের ছাত্রী রিতা বলেন, যখন একেক করে আমার ভাইয়েরা অসুস্থ হয়ে পড়েছে, তখন আমরা হল থেকে বের হয়ে আমাদের ভাইদের দেখতে এসেছি।
এদিকে চলমান আন্দোলন নিয়ে অনশনকারী শিক্ষার্থী এ কে এম রাকিব হাসপাতালের বেড থেকে দেয়া বক্তব্যে বলেছে, প্রশাসন কিংবা ভিসির বিরুদ্ধে কোন পদক্ষেপ এর কথা কেউ বললে তাকে আগে বয়কট করা হবে। আমাদের অনশন দাবি আদায়ের, প্রশাসনের বিরুদ্ধে নয়। দাবি আদায় না হওয়া পর্যন্ত অনশন চলবে।
এছাড়া অসুস্থ হয়ে যাওয়া শিক্ষার্থীদের মধ্যে আছেন, ইসলামিক স্টাডিজ বিভাগের ১৭ ব্যাচের শিক্ষার্থী আতিকুর রহমান তানজিল, দর্শন বিভাগের ১৫ ব্যাচের শিক্ষার্থী তাওহীদুল ইসলাম, ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের ১৫ ব্যাচের ফয়সাল মুরাদ, ১৩ ব্যাচের উদ্ভিদবিজ্ঞানের বিভাগ একেএম রাকিব, ১৫ ব্যাচের সোহান, ১৮ ব্যাচের ইসলামি আন্দোলনের আশিকুর রহমানসহ আরও ৮ জন।
উল্লেখ, জবির দ্বিতীয় ক্যাম্পাসের কাজ সেনাবাহিনীকে হস্তান্তরসহ তিন দফা দাবিতে চলমান অনশনে ১৪ শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছেন। তাদের অধিকাংশকে ন্যাশনাল মেডিকেলে ভর্তি করা হয়েছে।