ঢাকা ১০:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৮ মে ২০২৫, ২৫ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo পাবনায় বজ্রপাতে ক্ষতিগ্রস্ত গাছ ঘিরে কুসংস্কারের ছড়াছড়ি Logo জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন থেকে স্নিগ্ধর পদত্যাগ Logo মৌলভীবাজারে সড়ক দূর্ঘটনায় প্রাণ হারালেন জামায়াত কর্মী Logo চাঁপাইনবাবগঞ্জে এবার থাকছে না ম্যাংগো ক্যালেন্ডার, পরিপক্ব হলেই তোলা যাবে আম Logo আওয়ামী সন্ত্রাসীদের বিরুদ্ধে প্রশাসনের নিস্ক্রিয়তার প্রতিবাদে শিবিরের বিক্ষোভ Logo ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ে অ্যাম্বুলেন্সে বাসের ধাক্কা, নিহত ৫ Logo কেরানীগঞ্জে অভিজানে দুটি অবৈধ ব্যাটারি কারখানা সিলগালা Logo আন্তর্জাতিক দিগন্তে তাফসীরচর্চা: আব্দুদ্দায়্যান ইউনুছ এর অনন্য অবদান Logo সিরাজগঞ্জে ওষুধের দোকান থেকে কেনা স্পিরিট পান করে দুইজনের মৃত্যু Logo কুষ্টিয়া জেলার কুমারখালীর রবীন্দ্র কুঠিবাড়ীতে ৩ দিনব্যাপী রবীন্দ্রজয়ন্তী উৎসব শুরু

গভীর রাতেও জবিতে অনশনস্থলে ছাত্রীরা, অসুস্থ ১৪ শিক্ষার্থী

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) দ্বিতীয় ক্যাম্পাসের কাজ সেনাবাহিনীকে হস্তান্তরসহ তিন দফা দাবিতে চলমান অনশনে একাত্মতা জানাতে গভীর রাতে হল থেকে বেরিয়ে প্রায় অর্ধশত ছাত্রী জবির শহিদ মিনারের সামনে এসে বসে পড়েছেন।

রোববার দিবাগত রাত ১২টার দিকে একমাত্র ছাত্রী হল বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলের ছাত্রীরা ক্যাম্পাসে এসে অনশনস্থলে উপস্থিত শিক্ষার্থীদের পাশে বসে একাত্মতা ঘোষণা করেন।

এ সময় ইংরেজি বিভাগের ১৫ ব্যাচের শিক্ষার্থী মহাশ্বেতা রায় মিতু জাননায়, আমরা দ্বিতীয় ক্যাম্পাসের কাজ সেনাবাহিনীকে দেয়ার পক্ষে। আমাদের ভাইদের এই দাবির প্রতি পূর্ণ সমর্থন জানাতে এসেছি। ইসলামিক স্টাডিজ বিভাগের ১৪ ব্যাচের ছাত্রী রিতা বলেন, যখন একেক করে আমার ভাইয়েরা অসুস্থ হয়ে পড়েছে, তখন আমরা হল থেকে বের হয়ে আমাদের ভাইদের দেখতে এসেছি।

এদিকে চলমান আন্দোলন নিয়ে অনশনকারী শিক্ষার্থী এ কে এম রাকিব হাসপাতালের বেড থেকে দেয়া বক্তব্যে বলেছে, প্রশাসন কিংবা ভিসির বিরুদ্ধে কোন পদক্ষেপ এর কথা কেউ বললে তাকে আগে বয়কট করা হবে। আমাদের অনশন দাবি আদায়ের, প্রশাসনের বিরুদ্ধে নয়। দাবি আদায় না হওয়া পর্যন্ত অনশন চলবে।

এছাড়া অসুস্থ হয়ে যাওয়া শিক্ষার্থীদের মধ্যে আছেন, ইসলামিক স্টাডিজ বিভাগের ১৭ ব্যাচের শিক্ষার্থী আতিকুর রহমান তানজিল, দর্শন বিভাগের ১৫ ব্যাচের শিক্ষার্থী তাওহীদুল ইসলাম, ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের ১৫ ব্যাচের ফয়সাল মুরাদ, ১৩ ব্যাচের উদ্ভিদবিজ্ঞানের বিভাগ একেএম রাকিব, ১৫ ব্যাচের সোহান, ১৮ ব্যাচের ইসলামি আন্দোলনের আশিকুর রহমানসহ আরও ৮ জন।

উল্লেখ, জবির দ্বিতীয় ক্যাম্পাসের কাজ সেনাবাহিনীকে হস্তান্তরসহ তিন দফা দাবিতে চলমান অনশনে ১৪ শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছেন। তাদের অধিকাংশকে ন্যাশনাল মেডিকেলে ভর্তি করা হয়েছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

পাবনায় বজ্রপাতে ক্ষতিগ্রস্ত গাছ ঘিরে কুসংস্কারের ছড়াছড়ি

গভীর রাতেও জবিতে অনশনস্থলে ছাত্রীরা, অসুস্থ ১৪ শিক্ষার্থী

আপডেট সময় ০৮:০৯:১৮ পূর্বাহ্ন, সোমবার, ১৩ জানুয়ারী ২০২৫

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) দ্বিতীয় ক্যাম্পাসের কাজ সেনাবাহিনীকে হস্তান্তরসহ তিন দফা দাবিতে চলমান অনশনে একাত্মতা জানাতে গভীর রাতে হল থেকে বেরিয়ে প্রায় অর্ধশত ছাত্রী জবির শহিদ মিনারের সামনে এসে বসে পড়েছেন।

রোববার দিবাগত রাত ১২টার দিকে একমাত্র ছাত্রী হল বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলের ছাত্রীরা ক্যাম্পাসে এসে অনশনস্থলে উপস্থিত শিক্ষার্থীদের পাশে বসে একাত্মতা ঘোষণা করেন।

এ সময় ইংরেজি বিভাগের ১৫ ব্যাচের শিক্ষার্থী মহাশ্বেতা রায় মিতু জাননায়, আমরা দ্বিতীয় ক্যাম্পাসের কাজ সেনাবাহিনীকে দেয়ার পক্ষে। আমাদের ভাইদের এই দাবির প্রতি পূর্ণ সমর্থন জানাতে এসেছি। ইসলামিক স্টাডিজ বিভাগের ১৪ ব্যাচের ছাত্রী রিতা বলেন, যখন একেক করে আমার ভাইয়েরা অসুস্থ হয়ে পড়েছে, তখন আমরা হল থেকে বের হয়ে আমাদের ভাইদের দেখতে এসেছি।

এদিকে চলমান আন্দোলন নিয়ে অনশনকারী শিক্ষার্থী এ কে এম রাকিব হাসপাতালের বেড থেকে দেয়া বক্তব্যে বলেছে, প্রশাসন কিংবা ভিসির বিরুদ্ধে কোন পদক্ষেপ এর কথা কেউ বললে তাকে আগে বয়কট করা হবে। আমাদের অনশন দাবি আদায়ের, প্রশাসনের বিরুদ্ধে নয়। দাবি আদায় না হওয়া পর্যন্ত অনশন চলবে।

এছাড়া অসুস্থ হয়ে যাওয়া শিক্ষার্থীদের মধ্যে আছেন, ইসলামিক স্টাডিজ বিভাগের ১৭ ব্যাচের শিক্ষার্থী আতিকুর রহমান তানজিল, দর্শন বিভাগের ১৫ ব্যাচের শিক্ষার্থী তাওহীদুল ইসলাম, ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের ১৫ ব্যাচের ফয়সাল মুরাদ, ১৩ ব্যাচের উদ্ভিদবিজ্ঞানের বিভাগ একেএম রাকিব, ১৫ ব্যাচের সোহান, ১৮ ব্যাচের ইসলামি আন্দোলনের আশিকুর রহমানসহ আরও ৮ জন।

উল্লেখ, জবির দ্বিতীয় ক্যাম্পাসের কাজ সেনাবাহিনীকে হস্তান্তরসহ তিন দফা দাবিতে চলমান অনশনে ১৪ শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছেন। তাদের অধিকাংশকে ন্যাশনাল মেডিকেলে ভর্তি করা হয়েছে।