ঢাকা ০৮:২০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৩ এপ্রিল ২০২৫, ২০ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo গুজরাটে আতশবাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, ১৮ জনের মৃত্যু Logo চীনে সেভেন সিস্টার্স নিয়ে যা বলেছিলেন ড. ইউনূস? যেজন্য হতভম্ব ভারত Logo জামায়াতের ঈদ উপলক্ষে প্রীতি ভোজের ঘটনায় বিএনপি – যুবলীগের হামলা Logo শহীদ নাসিব হাসান রিহান-এর পরিবারের সদস্যদের সাথে আমীরে জামায়াতের ঈদ কুশল বিনিময় Logo ড. ইউনূসকে শেহবাজের ফোন, পাকিস্তান সফরের আমন্ত্রণ Logo মিয়ানমারে ভূমিকম্প: ২ হাজার ছাড়াল নিহতের সংখ্যা Logo গণতন্ত্র প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে: খালেদা জিয়া Logo ইসরায়েলি অর্থমন্ত্রী বেজালেল স্মোট্রিচের পদত্যাগ Logo ঈদের নামাজ শেষে ‘জয় বাংলা’স্লোগান, বিএনপির সাথে সংঘর্ষ গুলিবিদ্ধ ১ Logo আইপিএলসহ টিভিতে যা দেকবেন আজ

বিএসএফের কর্মকাণ্ডে বাংলাদেশ উদ্বিগ্ন: প্রণয় ভার্মাকে পররাষ্ট্র সচিব

সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) সাম্প্রতিক তৎপরতা ও কর্মকাণ্ডে বাংলাদেশ সরকারের উদ্বেগের কথা জানিয়েছেন পররাষ্ট্র সচিব জসীম উদ্দিন।রোববার (১২ জানুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয়ে ঢাকায় নিযুক্ত দেশটির হাইকমিশনার প্রণয় কুমার ভার্মার কাছে এই উদ্বেগের কথা তুলে ধরেন তিনি।

পরে পররাষ্ট্রসচিব জসীম উদ্দিন সাংবাদিকদের বলেন, সীমান্তে এখন যে পরিস্থিতি বিরাজ করছে তা একেবারেই অনাকাঙ্ক্ষিত। সম্প্রতি সীমান্তে বাংলাদেশের একজন নাগরিক প্রাণ হারিয়েছেন। সব মিলিয়ে আমরা সীমান্ত পরিস্থিতি নিয়ে ভারতীয় হাইকমিশনারের কাছে উদ্বেগ জানিয়েছি।

পররাষ্ট্রসচিব জানান, সীমান্তের বর্তমান পরিস্থিতির উত্তরণে আগামী মাসে (ফেব্রুয়ারি) ভারতের দিল্লিতে বিজিবি-বিএসএফ মহাপরিচালক (ডিজি) পর্যায়ের বৈঠক আয়োজনের বিষয়ে ভারতীয় হাইকমিশনারের সাথে আলোচনা হয়েছে।

এদিকে কাঁটাতারের বেড়া নির্মাণ চেষ্টাসহ সংশ্লিষ্ট বিভিন্ন অনুমোদনহীন কার্যক্রমে সীমান্তে উত্তেজনা বাড়ছে ও সমস্যা তৈরি হচ্ছে জানিয়ে জসীম উদ্দিন বলেন, ‘এতে প্রতিবেশী দু’দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ও সহযোগিতার চেতনা ক্ষুণ্ণ হচ্ছে।’

আসন্ন বিজিবি-বিএসএফ মহাপরিচালক (ডিজি) পর্যায়ের বৈঠকে এ বিষয়ে বিস্তারিত আলোচনা করা হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। আগামী ১২ ফেব্রুয়ারি এই বৈঠক হওয়ার কথা রয়েছে।

সম্প্রতি সুনামগঞ্জে এক বাংলাদেশী নাগরিক বিএসএফের হত্যাকাণ্ডের শিকার হয়েছেন। সেই উদহারণ তুলে ধরে সীমান্ত হত্যার পুনরাবৃত্তির ঘটনায় উদ্বেগ ও অসন্তোষ প্রকাশ করেন জসীম উদ্দিন। সীমান্তে হত্যাকাণ্ড বন্ধে জরুরি পদক্ষেপ এবং তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ভারতীয় কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান তিনি।

সীমান্তে অ-প্রাণঘাতী কৌশল ও হত্যাকাণ্ড বন্ধে বারবার অঙ্গীকার করেও একই ঘটনার পুনরাবৃত্তি ‘গভীর উদ্বেগের বিষয়’ বলে উল্লেখ করেন পররাষ্ট্র সচিব। সীমান্তে উত্তেজনা বাড়ে এমন উসকানিমূলক পদক্ষেপ থেকে বিরত থাকতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে পরামর্শ দিতে ভারত সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।

জনপ্রিয় সংবাদ

গুজরাটে আতশবাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, ১৮ জনের মৃত্যু

বিএসএফের কর্মকাণ্ডে বাংলাদেশ উদ্বিগ্ন: প্রণয় ভার্মাকে পররাষ্ট্র সচিব

আপডেট সময় ১০:৩০:৫৪ অপরাহ্ন, রবিবার, ১২ জানুয়ারী ২০২৫

সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) সাম্প্রতিক তৎপরতা ও কর্মকাণ্ডে বাংলাদেশ সরকারের উদ্বেগের কথা জানিয়েছেন পররাষ্ট্র সচিব জসীম উদ্দিন।রোববার (১২ জানুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয়ে ঢাকায় নিযুক্ত দেশটির হাইকমিশনার প্রণয় কুমার ভার্মার কাছে এই উদ্বেগের কথা তুলে ধরেন তিনি।

পরে পররাষ্ট্রসচিব জসীম উদ্দিন সাংবাদিকদের বলেন, সীমান্তে এখন যে পরিস্থিতি বিরাজ করছে তা একেবারেই অনাকাঙ্ক্ষিত। সম্প্রতি সীমান্তে বাংলাদেশের একজন নাগরিক প্রাণ হারিয়েছেন। সব মিলিয়ে আমরা সীমান্ত পরিস্থিতি নিয়ে ভারতীয় হাইকমিশনারের কাছে উদ্বেগ জানিয়েছি।

পররাষ্ট্রসচিব জানান, সীমান্তের বর্তমান পরিস্থিতির উত্তরণে আগামী মাসে (ফেব্রুয়ারি) ভারতের দিল্লিতে বিজিবি-বিএসএফ মহাপরিচালক (ডিজি) পর্যায়ের বৈঠক আয়োজনের বিষয়ে ভারতীয় হাইকমিশনারের সাথে আলোচনা হয়েছে।

এদিকে কাঁটাতারের বেড়া নির্মাণ চেষ্টাসহ সংশ্লিষ্ট বিভিন্ন অনুমোদনহীন কার্যক্রমে সীমান্তে উত্তেজনা বাড়ছে ও সমস্যা তৈরি হচ্ছে জানিয়ে জসীম উদ্দিন বলেন, ‘এতে প্রতিবেশী দু’দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ও সহযোগিতার চেতনা ক্ষুণ্ণ হচ্ছে।’

আসন্ন বিজিবি-বিএসএফ মহাপরিচালক (ডিজি) পর্যায়ের বৈঠকে এ বিষয়ে বিস্তারিত আলোচনা করা হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। আগামী ১২ ফেব্রুয়ারি এই বৈঠক হওয়ার কথা রয়েছে।

সম্প্রতি সুনামগঞ্জে এক বাংলাদেশী নাগরিক বিএসএফের হত্যাকাণ্ডের শিকার হয়েছেন। সেই উদহারণ তুলে ধরে সীমান্ত হত্যার পুনরাবৃত্তির ঘটনায় উদ্বেগ ও অসন্তোষ প্রকাশ করেন জসীম উদ্দিন। সীমান্তে হত্যাকাণ্ড বন্ধে জরুরি পদক্ষেপ এবং তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ভারতীয় কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান তিনি।

সীমান্তে অ-প্রাণঘাতী কৌশল ও হত্যাকাণ্ড বন্ধে বারবার অঙ্গীকার করেও একই ঘটনার পুনরাবৃত্তি ‘গভীর উদ্বেগের বিষয়’ বলে উল্লেখ করেন পররাষ্ট্র সচিব। সীমান্তে উত্তেজনা বাড়ে এমন উসকানিমূলক পদক্ষেপ থেকে বিরত থাকতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে পরামর্শ দিতে ভারত সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।