ঢাকা ১০:৪৫ অপরাহ্ন, শনিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৫, ১০ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo উত্তরা ইউনিভার্সিটিতে আন্তর্জাতিক মাতৃভাষা ও শহিদ দিবস ২০২৫ পালিত Logo পাবিপ্রবিতে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত Logo একুশে বইমেলায় আহমেদ বায়েজীদের ‘মহাকাশে দুঃস্বপ্ন’ Logo ১ মার্চ রোজা হলে ৩৩ বছর পর দেখা মিলবে ‘বিরল’ দিনের Logo এনবিআরের আইভাসে নতুন ১৭২৩ প্রতিষ্ঠানের নিবন্ধন Logo মাছ-মুরগি-চালের দাম কিছুটা কমেছে, কাটেনি সয়াবিন তেল সংকট Logo শহীদ মিনারে বিএনপি নেতার হামলার শিকার কালবেলার সাংবাদিক Logo নিষিদ্ধ ছাত্রলীগের ক্রীড়া সম্পাদক হলেন ছাত্রদলের সভাপতি Logo নিষিদ্ধ ছাত্রলীগের ক্রীড়া সম্পাদক হলেন ছাত্রদলের সভাপতি Logo ছাত্রদলের ইতিবাচক রাজনীতিকে বিতর্কিত করার হীনচেষ্টা চলছে-রাকিব

বিএনপির সম্মেলন নিয়ে দু‘গ্রুপের সংঘর্ষ, নিহত ১ ও আহত ৫

কিশোরগঞ্জের তাড়াইল উপজেলা সম্মেলনকে কেন্দ্র করে বিএনপির দু‘গ্রুপের সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়। এ ঘটনায় বিএনপির সভাপতি আবুল হাসান রতন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ৫ জন।

আজ রবিবার (১২ জানুয়ারি) সকাল ১১টার দিকে উপজেলার রাউতি ইউনিয়নের বানাইল বাজারে এ ঘটনা ঘটে। এ তথ্য নিশ্চিত করেছেন তাড়াইল থানার ওসি সাব্বির রহমান।

নিহত আবুল হাসান রতন (৬৫) রাউতি ইউনিয়ন বিএনপির সভাপতি ছিলেন। পরিস্থিতি বিবেচনা করে উপজেলা কমিটির সম্মেলন স্থগিত করেছে জেলা বিএনপি।

বিএনপির স্থানীয় নেতাকর্মীরা বলেন, ১৫ জানুয়ারি তাড়াইল উপজেলা বিএনপির সম্মেলন হওয়ার কথা। সম্মেলনে সভাপতি পদে প্রার্থী হয়েছেন বর্তমান কমিটির যুগ্ম আহ্বায়ক সারোয়ার হোসেন লিটন এবং সাইদুজ্জামান মোস্তফা। আবুল হাসান রতন ছিলেন সাইদুজ্জামান মোস্তফার অনুসারী। অপরদিকে রতনের ভাতিজা গিয়াস উদ্দিন আবার সারোয়ার হোসেন লিটনের অনুসারী।

শনিবার (১১ জানুয়ারি) রাতে বানাইল বাজারে সারোয়ার হোসেন লিটন একটি সভা করেন। এতে সভাপতিত্ব করেন তার অনুসারী গিয়াস উদ্দিন।

চাচা-ভাতিজার মধ্যে আগে থেকেই দলীয় বিরোধ ছিল। শনিবার রাতের সভাকে কেন্দ্র করে সেটি আবার সামনে আসে। রাতে চাচা-ভাতিজার মধ্যে বাকবিতণ্ডা হয়। পরে এতে দুপক্ষের সমর্থকরা জড়াতে এক ধরনের উত্তেজনার সৃষ্টি হয়।

সকালে উভয় পক্ষের কর্মী-সমর্থকরা বানাইল বাজারে প্রথমে কথা কাটাকাটি এবং পরে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় প্রতিপক্ষের অস্ত্রের আঘাতে আবুল হাসান রতন গুরুতরভাবে আহত হন। তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

পুলিশ বলেন, আমি এখন ঘটনাস্থলে আছি। সংঘর্ষের খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে পরিস্থিতি শান্তিপূর্ণ আছে।একটি দেশীয় অস্ত্র (স্থানীয়ভাবে যাকে ফলা বা কাছড়া বলে। বাঁশের এক মাথায় লোহার ধারালো অস্ত্র থাকে।) দিয়ে আবুল হাসান রতনকে আঘাত করা হয়েছে। এখনো মামলা হয়নি; কেউ আটকও হয়নি।

জনপ্রিয় সংবাদ

উত্তরা ইউনিভার্সিটিতে আন্তর্জাতিক মাতৃভাষা ও শহিদ দিবস ২০২৫ পালিত

বিএনপির সম্মেলন নিয়ে দু‘গ্রুপের সংঘর্ষ, নিহত ১ ও আহত ৫

আপডেট সময় ০৮:১৮:০১ অপরাহ্ন, রবিবার, ১২ জানুয়ারী ২০২৫

কিশোরগঞ্জের তাড়াইল উপজেলা সম্মেলনকে কেন্দ্র করে বিএনপির দু‘গ্রুপের সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়। এ ঘটনায় বিএনপির সভাপতি আবুল হাসান রতন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ৫ জন।

আজ রবিবার (১২ জানুয়ারি) সকাল ১১টার দিকে উপজেলার রাউতি ইউনিয়নের বানাইল বাজারে এ ঘটনা ঘটে। এ তথ্য নিশ্চিত করেছেন তাড়াইল থানার ওসি সাব্বির রহমান।

নিহত আবুল হাসান রতন (৬৫) রাউতি ইউনিয়ন বিএনপির সভাপতি ছিলেন। পরিস্থিতি বিবেচনা করে উপজেলা কমিটির সম্মেলন স্থগিত করেছে জেলা বিএনপি।

বিএনপির স্থানীয় নেতাকর্মীরা বলেন, ১৫ জানুয়ারি তাড়াইল উপজেলা বিএনপির সম্মেলন হওয়ার কথা। সম্মেলনে সভাপতি পদে প্রার্থী হয়েছেন বর্তমান কমিটির যুগ্ম আহ্বায়ক সারোয়ার হোসেন লিটন এবং সাইদুজ্জামান মোস্তফা। আবুল হাসান রতন ছিলেন সাইদুজ্জামান মোস্তফার অনুসারী। অপরদিকে রতনের ভাতিজা গিয়াস উদ্দিন আবার সারোয়ার হোসেন লিটনের অনুসারী।

শনিবার (১১ জানুয়ারি) রাতে বানাইল বাজারে সারোয়ার হোসেন লিটন একটি সভা করেন। এতে সভাপতিত্ব করেন তার অনুসারী গিয়াস উদ্দিন।

চাচা-ভাতিজার মধ্যে আগে থেকেই দলীয় বিরোধ ছিল। শনিবার রাতের সভাকে কেন্দ্র করে সেটি আবার সামনে আসে। রাতে চাচা-ভাতিজার মধ্যে বাকবিতণ্ডা হয়। পরে এতে দুপক্ষের সমর্থকরা জড়াতে এক ধরনের উত্তেজনার সৃষ্টি হয়।

সকালে উভয় পক্ষের কর্মী-সমর্থকরা বানাইল বাজারে প্রথমে কথা কাটাকাটি এবং পরে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় প্রতিপক্ষের অস্ত্রের আঘাতে আবুল হাসান রতন গুরুতরভাবে আহত হন। তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

পুলিশ বলেন, আমি এখন ঘটনাস্থলে আছি। সংঘর্ষের খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে পরিস্থিতি শান্তিপূর্ণ আছে।একটি দেশীয় অস্ত্র (স্থানীয়ভাবে যাকে ফলা বা কাছড়া বলে। বাঁশের এক মাথায় লোহার ধারালো অস্ত্র থাকে।) দিয়ে আবুল হাসান রতনকে আঘাত করা হয়েছে। এখনো মামলা হয়নি; কেউ আটকও হয়নি।