ঢাকা ০৮:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ০৯ মে ২০২৫, ২৬ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo গুচ্ছ ভর্তি পরীক্ষায় নোসক শিবিরের সহযোগিতা Logo এআই হ্যাকাথন ২০২৫: রুয়েটের ‘বুরাক’ টিমের চ্যাম্পিয়নশিপ অর্জন Logo আমিরাতে আইপিএলের প্রস্তাব প্রত্যাখ্যান, পিএসএল পেল অগ্রাধিকার Logo আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে শাহবাগ অবরোধ Logo রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে জবি শিক্ষার্থী ৩ দিনের রিমান্ডে Logo আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে জয়পুরহাটে বিক্ষোভ Logo ভারতের ৭৭টি ড্রোন ভূপাতিত করল পাকিস্তান Logo মোটরসাইকেল জব্দ করায় থানায় হামলা, ছাত্রদলের ৯ নেতাকর্মী গ্রেপ্তার Logo নোবিপ্রবিতে ভর্তিচ্ছু সহস্রাধিক শিক্ষার্থীর জন্য আবাসন ও খাবারের ব্যবস্থা করেছে ছাত্রদল Logo আ.লীগ নিষিদ্ধের দাবিতে মৌলভীবাজারে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ

আন্তর্জাতিক ক্রিকেটে এক বছরের বোলিং নিষেধাজ্ঞায় সাকিব

আন্তর্জাতিক ক্রিকেটে এক বছরের বোলিং নিষেধাজ্ঞায় সাকিব

বাংলাদেশের সাবেক অধিনায়ক সাকিব আল হাসানকে আন্তর্জাতিক ক্রিকেটে বোলিং করার জন্য এক বছরের নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। এই সময়কাল ধরে তিনি বোলিং করতে পারবেন না, তবে ব্যাটসম্যান হিসেবে তার খেলা চালিয়ে যাওয়ার সুযোগ থাকবে।

বার্মিংহামের পর চেন্নাইতেও তার বোলিং অ্যাকশন শোধরাতে ব্যর্থ হওয়ায়, আইসিসি এই সিদ্ধান্ত নেয়। সাকিবের বোলিং অ্যাকশন আইসিসির নিয়মের পরিপন্থী হওয়ায় তার ওপর এই নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।

গত ২১ ডিসেম্বর ভারতের চেন্নাইয়ে সাকিব আল হাসান বোলিং অ্যাকশন পরীক্ষা দিতে গিয়ে আবারও ব্যর্থ হন। এর ফলস্বরূপ, তাকে এক বছরের জন্য আন্তর্জাতিক ক্রিকেটে বোলিং করতে নিষেধ করা হয়েছে।

আইসিসির অবৈধ বোলিং অ্যাকশনের নিয়ম অনুযায়ী, কোনো বোলারের অ্যাকশন প্রথমবার অবৈধ ঘোষণার পর দুই বছরের মধ্যে আরেকটি পরীক্ষায় ব্যর্থ হলে তিনি পরবর্তী এক বছর পর্যন্ত বোলিং করতে পারবেন না। এই সময়ের মধ্যে অ্যাকশন শোধরানোর কোনো পরীক্ষা নেওয়া সম্ভব হবে না।

নির্দিষ্ট কোনো ডেলিভারিতে সমস্যা ধরা পড়লে, সাকিব আল হাসান ওই ডেলিভারি বাদ দিয়ে বাকি ডেলিভারি করতে পারবেন। তবে যতক্ষণ না তিনি ওই ত্রুটিপূর্ণ ডেলিভারিটি শোধরান, ততক্ষণ পর্যন্ত সে ডেলিভারি ব্যবহার করতে পারবেন না। যদি তিনি ম্যাচে ওই ত্রুটিপূর্ণ ডেলিভারি ব্যবহার করেন, তবে তাকে এক বছরের জন্য বোলিংয়ে নিষিদ্ধ করা হবে। তবে এ সময়ে তিনি ব্যাটসম্যান হিসেবে খেলা চালিয়ে যেতে পারবেন।

এক বছরের পর, যদি তিনি আইসিসির স্বীকৃত পরীক্ষাগারে আবার পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হন, তবে তার বোলিংয়ে কোনো বাধা থাকবে না।

জনপ্রিয় সংবাদ

গুচ্ছ ভর্তি পরীক্ষায় নোসক শিবিরের সহযোগিতা

আন্তর্জাতিক ক্রিকেটে এক বছরের বোলিং নিষেধাজ্ঞায় সাকিব

আপডেট সময় ০৮:৫৯:২৬ অপরাহ্ন, শনিবার, ১১ জানুয়ারী ২০২৫

বাংলাদেশের সাবেক অধিনায়ক সাকিব আল হাসানকে আন্তর্জাতিক ক্রিকেটে বোলিং করার জন্য এক বছরের নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। এই সময়কাল ধরে তিনি বোলিং করতে পারবেন না, তবে ব্যাটসম্যান হিসেবে তার খেলা চালিয়ে যাওয়ার সুযোগ থাকবে।

বার্মিংহামের পর চেন্নাইতেও তার বোলিং অ্যাকশন শোধরাতে ব্যর্থ হওয়ায়, আইসিসি এই সিদ্ধান্ত নেয়। সাকিবের বোলিং অ্যাকশন আইসিসির নিয়মের পরিপন্থী হওয়ায় তার ওপর এই নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।

গত ২১ ডিসেম্বর ভারতের চেন্নাইয়ে সাকিব আল হাসান বোলিং অ্যাকশন পরীক্ষা দিতে গিয়ে আবারও ব্যর্থ হন। এর ফলস্বরূপ, তাকে এক বছরের জন্য আন্তর্জাতিক ক্রিকেটে বোলিং করতে নিষেধ করা হয়েছে।

আইসিসির অবৈধ বোলিং অ্যাকশনের নিয়ম অনুযায়ী, কোনো বোলারের অ্যাকশন প্রথমবার অবৈধ ঘোষণার পর দুই বছরের মধ্যে আরেকটি পরীক্ষায় ব্যর্থ হলে তিনি পরবর্তী এক বছর পর্যন্ত বোলিং করতে পারবেন না। এই সময়ের মধ্যে অ্যাকশন শোধরানোর কোনো পরীক্ষা নেওয়া সম্ভব হবে না।

নির্দিষ্ট কোনো ডেলিভারিতে সমস্যা ধরা পড়লে, সাকিব আল হাসান ওই ডেলিভারি বাদ দিয়ে বাকি ডেলিভারি করতে পারবেন। তবে যতক্ষণ না তিনি ওই ত্রুটিপূর্ণ ডেলিভারিটি শোধরান, ততক্ষণ পর্যন্ত সে ডেলিভারি ব্যবহার করতে পারবেন না। যদি তিনি ম্যাচে ওই ত্রুটিপূর্ণ ডেলিভারি ব্যবহার করেন, তবে তাকে এক বছরের জন্য বোলিংয়ে নিষিদ্ধ করা হবে। তবে এ সময়ে তিনি ব্যাটসম্যান হিসেবে খেলা চালিয়ে যেতে পারবেন।

এক বছরের পর, যদি তিনি আইসিসির স্বীকৃত পরীক্ষাগারে আবার পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হন, তবে তার বোলিংয়ে কোনো বাধা থাকবে না।