ঢাকা ০৫:৪১ পূর্বাহ্ন, শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫, ২৬ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

‘ভারতীয় জেলেদের নির্যাতনের অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন’

‘ভারতীয় জেলেদের নির্যাতনের অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন’

ভারতীয় জেলেদের ওপর নির্যাতন-সংক্রান্ত ভিত্তিহীন ও বানোয়াট অভিযোগের বিষয়ে গভীর হতাশা ও তীব্র অসন্তোষ প্রকাশ করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়। বৃহস্পতিবার (৯ জানুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, এসব অভিযোগ বাংলাদেশের প্রতি বিশ্বাস, সৌহার্দ্য ও পারস্পরিক সম্মানের মনোভাবকে খাটো করার অপচেষ্টা।

পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, আটক ভারতীয় জেলেদের কোনো অবস্থাতেই শারীরিকভাবে নির্যাতন করা হয়নি। এ বিষয়ে পূর্ণাঙ্গ তদন্ত করা হয়েছে এবং কোনো ধরনের নির্যাতনের ঘটনা ঘটেনি বলে প্রমাণিত হয়েছে।

বাংলাদেশ সরকার জানিয়েছে, আটক ৯৫ জন ভারতীয় জেলে বা নাবিককে আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী যথাযথভাবে দেখভাল করা হয়েছে। ঢাকায় অবস্থিত ভারতীয় হাইকমিশনার প্রতিনিধিদের নিয়ম অনুযায়ী কনস্যুলার অ্যাকসেস দেওয়া হয়, যারা তাদের আটক অবস্থায় জেলেদের সঙ্গে সাক্ষাৎ করেছেন।

২০২৫ সালের ২ জানুয়ারি জেল থেকে ভারতীয় জেলেদের মুক্তির সময় এবং ৪ জানুয়ারি মোংলা থেকে তাদের দেশে ফেরার সময়ও ভারতীয় কূটনৈতিক মিশনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। প্রাসঙ্গিক হাসপাতালগুলোর মাধ্যমে সকল জেলের স্বাস্থ্য পরীক্ষা সম্পন্ন করা হয়, যেখানে তাদের শারীরিকভাবে সম্পূর্ণ সুস্থ বলে নিশ্চিত করা হয়েছে। সমুদ্রসীমার পথে তাদের যাত্রার সময় বাংলাদেশ কোস্টগার্ড প্রয়োজনীয় সহায়তা ও সরবরাহ দিয়েছে।

বাংলাদেশ ও ভারতের মধ্যে মানবিক বিষয়গুলো বন্ধুত্বপূর্ণ ও সমন্বিতভাবে সমাধানের জন্য বাংলাদেশের প্রতিশ্রুতির উদাহরণস্বরূপ এই পারস্পরিক প্রত্যাবাসন প্রক্রিয়া।

বাংলাদেশের পক্ষ থেকে বলা হয়েছে, এমন ভিত্তিহীন অভিযোগ উত্থাপন থেকে বিরত থাকার জন্য সংশ্লিষ্ট পক্ষগুলোকে আহ্বান জানানো হয়েছে, যা দুই দেশের সহযোগিতা ও পারস্পরিক শ্রদ্ধার মনোভাবকে ক্ষতিগ্রস্ত করে।

এর আগে, গত সোমবার (৬ জানুয়ারি) পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী দাবি করেছেন যে ভারতীয় জেলেদের মোটা লাঠি দিয়ে পিটিয়েছে বাংলাদেশ। ভারতে ফেরা মৎস্যজীবীদের প্রয়োজনীয় সহায়তা প্রদান অনুষ্ঠানে তিনি এ অভিযোগ করেন।

জনপ্রিয় সংবাদ

পাঁচে পাঁচ হার শাকিব খানের ঢাকা ক্যাপিটালসের

‘ভারতীয় জেলেদের নির্যাতনের অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন’

আপডেট সময় ০৯:৩৯:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ জানুয়ারী ২০২৫

ভারতীয় জেলেদের ওপর নির্যাতন-সংক্রান্ত ভিত্তিহীন ও বানোয়াট অভিযোগের বিষয়ে গভীর হতাশা ও তীব্র অসন্তোষ প্রকাশ করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়। বৃহস্পতিবার (৯ জানুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, এসব অভিযোগ বাংলাদেশের প্রতি বিশ্বাস, সৌহার্দ্য ও পারস্পরিক সম্মানের মনোভাবকে খাটো করার অপচেষ্টা।

পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, আটক ভারতীয় জেলেদের কোনো অবস্থাতেই শারীরিকভাবে নির্যাতন করা হয়নি। এ বিষয়ে পূর্ণাঙ্গ তদন্ত করা হয়েছে এবং কোনো ধরনের নির্যাতনের ঘটনা ঘটেনি বলে প্রমাণিত হয়েছে।

বাংলাদেশ সরকার জানিয়েছে, আটক ৯৫ জন ভারতীয় জেলে বা নাবিককে আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী যথাযথভাবে দেখভাল করা হয়েছে। ঢাকায় অবস্থিত ভারতীয় হাইকমিশনার প্রতিনিধিদের নিয়ম অনুযায়ী কনস্যুলার অ্যাকসেস দেওয়া হয়, যারা তাদের আটক অবস্থায় জেলেদের সঙ্গে সাক্ষাৎ করেছেন।

২০২৫ সালের ২ জানুয়ারি জেল থেকে ভারতীয় জেলেদের মুক্তির সময় এবং ৪ জানুয়ারি মোংলা থেকে তাদের দেশে ফেরার সময়ও ভারতীয় কূটনৈতিক মিশনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। প্রাসঙ্গিক হাসপাতালগুলোর মাধ্যমে সকল জেলের স্বাস্থ্য পরীক্ষা সম্পন্ন করা হয়, যেখানে তাদের শারীরিকভাবে সম্পূর্ণ সুস্থ বলে নিশ্চিত করা হয়েছে। সমুদ্রসীমার পথে তাদের যাত্রার সময় বাংলাদেশ কোস্টগার্ড প্রয়োজনীয় সহায়তা ও সরবরাহ দিয়েছে।

বাংলাদেশ ও ভারতের মধ্যে মানবিক বিষয়গুলো বন্ধুত্বপূর্ণ ও সমন্বিতভাবে সমাধানের জন্য বাংলাদেশের প্রতিশ্রুতির উদাহরণস্বরূপ এই পারস্পরিক প্রত্যাবাসন প্রক্রিয়া।

বাংলাদেশের পক্ষ থেকে বলা হয়েছে, এমন ভিত্তিহীন অভিযোগ উত্থাপন থেকে বিরত থাকার জন্য সংশ্লিষ্ট পক্ষগুলোকে আহ্বান জানানো হয়েছে, যা দুই দেশের সহযোগিতা ও পারস্পরিক শ্রদ্ধার মনোভাবকে ক্ষতিগ্রস্ত করে।

এর আগে, গত সোমবার (৬ জানুয়ারি) পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী দাবি করেছেন যে ভারতীয় জেলেদের মোটা লাঠি দিয়ে পিটিয়েছে বাংলাদেশ। ভারতে ফেরা মৎস্যজীবীদের প্রয়োজনীয় সহায়তা প্রদান অনুষ্ঠানে তিনি এ অভিযোগ করেন।