নির্বাচিত সরকার ছাড়া কোনো সংস্কার বৈধতা পায় না বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, “সংস্কার অবশ্যই প্রয়োজন, তবে এর জন্য প্রয়োজন নির্বাচিত সংসদ ও সরকার। এ ছাড়া কোনো সংস্কার বৈধতা পাবে না। ফ্যাসিস্ট শাসকগোষ্ঠী হয়তো তা করতে পারে, কিন্তু আমরা তা মেনে নিতে পারি না।”
আজ বৃহস্পতিবার (৯ জানুয়ারি) বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে খালেদা জিয়ার বিরুদ্ধে দায়েরকৃত জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতির মিথ্যা মামলার শুনানিকালে আদালতে দেওয়া তার জবানবন্দির ওপর রচিত ‘রাজবন্দির জবানবন্দি’ শীর্ষক গ্রন্থের প্রকাশনা অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।
তিনি বলেন, আমরা যেন বিভক্তির রাজনীতি না করি। এখন যেটা প্রয়োজন, দেশকে বাঁচানোর জন্য, গণতন্ত্র ফিরে পাওয়ার জন্য আমাদের প্রয়োজন ঐক্য। স্ট্রাকচার তৈরি করেন, সংস্কার অবশ্যই লাগবে।
ডিএনসিসির জনসংযোগ কর্মকর্তার ওপর হামলায় সাংবাদিকদের উদ্বেগডিএনসিসির জনসংযোগ কর্মকর্তার ওপর হামলায় সাংবাদিকদের উদ্বেগ
মির্জা ফখরুল বলেন, দেশের সমস্ত গণতন্ত্রপ্রেমী মানুষদের, স্বাধীনতাকামী মানুষদের আমরা আহ্বান জানাব, আপনারা ঐক্যবদ্ধ থাকবেন, বিভাজিত হবেন না। আমি রাজনৈতিক নেতাকর্মীদের, যে যেখানে কাজ করছেন, সবাইকে অনুরোধ করব, বিভাজন সৃষ্টি করবেন না। আমি জানি না কিছু মানুষ একেবারে যেন ডেসপারেট হয়ে গেছে। তারা যেন দেশকে ভাগ করে ফেলবে, জনগণকে বিভক্ত করবে। তারা বিভিন্ন রকম উসকানিমূলক কথা বলছে। আপনারা দয়া করে ওগুলোর মধ্যে যাবেন না।