ঢাকা ০৩:৩৮ পূর্বাহ্ন, শনিবার, ১৬ অগাস্ট ২০২৫, ৩১ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo বিএনপি জনগনকে সাথে নিয়ে নির্বাচন করবে- ডা: গোলাম কাদের চৌধুরী Logo গাইবান্ধা নারীর সাথে অনৈতিক সম্পর্কের অভিযোগে বিএনপি নেতা আটক অবশেষে বিয়ে Logo যারা বিলম্বে নির্বাচন চায়, তারা দেশের মঙ্গল চায় না : সালাম আজাদ Logo পরিবেশ আইন অমান্য করে রাতের আঁধারে মুনিরীয়ার পীরের পুকুর ভরাট Logo নাটোর-০২ আসনে বিএনপিতে দুগ্রুপের কোন্দল, মাঠ গোছাচ্ছে জামায়াত Logo গণ-অভ্যুত্থানে শহীদদের স্মরণে ফেনীর স্বরূপ সাহিত্যের সাংস্কৃতিক প্রতিযোগিতা Logo জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দেয়ালে তারেক রহমানের ‘সবার আগে বাংলাদেশ’ স্লোগান Logo ‘জাতির পিতা’ উপাধি কোনো ইতিহাস নয়, এটি আ. লীগের তৈরি ফ্যাসিবাদী হাতিয়ার: নাহিদ Logo আন্তর্জাতিক অলিম্পিয়াডে পুরস্কার অর্জন করেন কুষ্টিয়ার মস্তাহসিন Logo লুট হওয়া পাথর বালু ও মাটি দিয়ে লুকিয়ে রাখার চেষ্টা

‘কাউকে জয়ী অথবা পরাজিত করতে নির্বাচন কমিশন দায়িত্ব নেয়নি’

‘কাউকে জয়ী অথবা পরাজিত করতে নির্বাচন কমিশন দায়িত্ব নেয়নি’

নির্বাচন কমিশন কোনো পক্ষপাতিত্ব করবে না বলে স্পষ্ট জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। তিনি বলেছেন, “আমাদের দায়িত্ব কোনো দল, ব্যক্তি বা গোষ্ঠীকে জয়ী বা পরাজিত করা নয়। জনগণ যাকে ভোট দেবে, সেই প্রার্থীর বিজয় নিশ্চিত হবে—এটাই আমাদের লক্ষ্য।”

বৃহস্পতিবার (৯ জানুয়ারি) মৌলভীবাজার শহরে একটি কনভেনশন হলে ‘ভোটার নিবন্ধন প্রক্রিয়ায় চ্যালেঞ্জ এবং চ্যালেঞ্জ উত্তরণের উপায়’ শীর্ষক দিনব্যাপী কর্মশালা ও আলোচনা পর্বে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন।

সিইসি বলেন, ‘‘আগে কাউকে ফেভার (সমর্থন) না করলে চাকরি নিয়ে টান পড়ত। অফিসাররা যখন কাজ করতেন, তখন কাউকে কাউকে ফেভার করার কথা বলা হতো। ফেভার না করলে অসুবিধা হতো। সমস্যা হতো। এখন ফেভার করতে গেলে অসুবিধা হবে। আগের অবস্থার এখন পুরো উল্টো।’’

তিনি আরো বলেন, ‘‘এখন আর আগের মতো ভোট হবে না। এ ব্যাপারে আমরা সতর্ক করে দিচ্ছি, অনড় থাকব। কোনো ছাড় দেওয়া হবে না।’’

সিইসি এ এম এম নাসির উদ্দিন বলেন, ‘‘এবার প্রায় ৭০ হাজার লোকবল ভোটার নিবন্ধন প্রক্রিয়ায় কাজ করবে। বাড়ি বাড়ি গিয়ে ভোটার নিবন্ধন করা হবে। এর ব্যত্যয় হবে না। গ্রামের কোনো এক জায়গায় সবাইকে একত্রিত করে ভোটার নিবন্ধন করা যাবে না। এত লোকবল কাজ করবে তারপরও যদি নির্ভুল ও সমৃদ্ধ ভোটার তালিকা আমরা প্রস্তুত করতে না পারি, তা হলে দেশের বড় ধরনের আর্থিক ক্ষতির পাশাপাশি ভাবমূর্তি ক্ষুন্ন হবে।’’

সিইসি বলেন, ‘‘কেবল নির্বাচন কমিশনের পক্ষে অবাধ, সুষ্ঠ, সুন্দর, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন করা সম্ভব নয়, এ জন্য সবার সহযোগিতার প্রয়োজন।’’

প্রবাসী ও রোহিঙ্গা ভোটার, নির্বাচনি আসনের সীমানা নির্ধারণ, জেলা পরিষদ নির্বাচনে ভোটারদের ভোটদান ও নিবন্ধন প্রক্রিয়ায় আগ্রহী করতে প্রচার-প্রচারণার বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সি্ইসি বলেন, সংস্কার কমিশন এ রকমের অনেকগুলো বিষয় নিয়ে কাজ করছে। আমরা তাদের পরামর্শ, মতামত ও সুপারিশের ভিত্তিতে বাস্তবায়ন করব।

জনপ্রিয় সংবাদ

বিএনপি জনগনকে সাথে নিয়ে নির্বাচন করবে- ডা: গোলাম কাদের চৌধুরী

‘কাউকে জয়ী অথবা পরাজিত করতে নির্বাচন কমিশন দায়িত্ব নেয়নি’

আপডেট সময় ০৬:৪২:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ জানুয়ারী ২০২৫

নির্বাচন কমিশন কোনো পক্ষপাতিত্ব করবে না বলে স্পষ্ট জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। তিনি বলেছেন, “আমাদের দায়িত্ব কোনো দল, ব্যক্তি বা গোষ্ঠীকে জয়ী বা পরাজিত করা নয়। জনগণ যাকে ভোট দেবে, সেই প্রার্থীর বিজয় নিশ্চিত হবে—এটাই আমাদের লক্ষ্য।”

বৃহস্পতিবার (৯ জানুয়ারি) মৌলভীবাজার শহরে একটি কনভেনশন হলে ‘ভোটার নিবন্ধন প্রক্রিয়ায় চ্যালেঞ্জ এবং চ্যালেঞ্জ উত্তরণের উপায়’ শীর্ষক দিনব্যাপী কর্মশালা ও আলোচনা পর্বে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন।

সিইসি বলেন, ‘‘আগে কাউকে ফেভার (সমর্থন) না করলে চাকরি নিয়ে টান পড়ত। অফিসাররা যখন কাজ করতেন, তখন কাউকে কাউকে ফেভার করার কথা বলা হতো। ফেভার না করলে অসুবিধা হতো। সমস্যা হতো। এখন ফেভার করতে গেলে অসুবিধা হবে। আগের অবস্থার এখন পুরো উল্টো।’’

তিনি আরো বলেন, ‘‘এখন আর আগের মতো ভোট হবে না। এ ব্যাপারে আমরা সতর্ক করে দিচ্ছি, অনড় থাকব। কোনো ছাড় দেওয়া হবে না।’’

সিইসি এ এম এম নাসির উদ্দিন বলেন, ‘‘এবার প্রায় ৭০ হাজার লোকবল ভোটার নিবন্ধন প্রক্রিয়ায় কাজ করবে। বাড়ি বাড়ি গিয়ে ভোটার নিবন্ধন করা হবে। এর ব্যত্যয় হবে না। গ্রামের কোনো এক জায়গায় সবাইকে একত্রিত করে ভোটার নিবন্ধন করা যাবে না। এত লোকবল কাজ করবে তারপরও যদি নির্ভুল ও সমৃদ্ধ ভোটার তালিকা আমরা প্রস্তুত করতে না পারি, তা হলে দেশের বড় ধরনের আর্থিক ক্ষতির পাশাপাশি ভাবমূর্তি ক্ষুন্ন হবে।’’

সিইসি বলেন, ‘‘কেবল নির্বাচন কমিশনের পক্ষে অবাধ, সুষ্ঠ, সুন্দর, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন করা সম্ভব নয়, এ জন্য সবার সহযোগিতার প্রয়োজন।’’

প্রবাসী ও রোহিঙ্গা ভোটার, নির্বাচনি আসনের সীমানা নির্ধারণ, জেলা পরিষদ নির্বাচনে ভোটারদের ভোটদান ও নিবন্ধন প্রক্রিয়ায় আগ্রহী করতে প্রচার-প্রচারণার বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সি্ইসি বলেন, সংস্কার কমিশন এ রকমের অনেকগুলো বিষয় নিয়ে কাজ করছে। আমরা তাদের পরামর্শ, মতামত ও সুপারিশের ভিত্তিতে বাস্তবায়ন করব।