ঢাকা ০৪:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫, ২৭ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo জাকসু নির্বাচন বর্জন করল ছাত্রদল সমর্থিত প্যানেল Logo জাকসু নির্বাচন:রবীন্দ্রনাথ হল থেকে ছাত্রদলের কেন্দ্রীয় নেতা আটক Logo ছাত্রদলের আপত্তিতে হাতে গণনা হবে জাকসুর ভোট Logo লাইফ সাপোর্টে ফরিদা পারভীন, দোয়া চেয়েছে পরিবার Logo জাকসু: ছাত্রদলের ভিপি-এজিএস প্রার্থীর কেন্দ্রে প্রবেশের চেষ্টা, হট্টগোল Logo আইন বহির্ভূত বিশেষ বিধান বাদ দিয়ে সার্ভিস রুল প্রণয়নের দাবি ডিএমটিসিএল কর্মচারীদের Logo রাতে ব্যালট বক্সের সাথে ছাত্রদল নেতা, সাংবাদিকের ফোন কেড়ে নিয়ে ভিডিও ডিলিট Logo চলছে জাকসু ও হল সংসদ নির্বাচনের ভোটগ্রহণ , চলবে বিকেল ৫টা পর্যন্ত Logo জাকসু নির্বাচন : নিষেধাজ্ঞা অমান্য করে রাতে নির্বাচন কমিশনে বিএনপি নেতারা Logo জাবির বিপ্লবী শিক্ষার্থীরা সব ষড়যন্ত্র মোকাবেলায় প্রস্তুত: জাহিদুল ইসলাম

বরিশালে বিএনপির দুই নেতার বাড়িতে হামলা

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৯:১৬:৩৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৯ জানুয়ারী ২০২৫
  • 149

বরিশাল মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক জহিরুল ইসলাম খান লিটু ও সাবেক যুগ্মসাধারণ সম্পাদক সৈয়দ আকবরের বাড়িতে হামলা-ভাঙচুরের অভিযোগ উঠেছে।

বুধবার (০৮ জানুয়ারি) রাত ৮টার দিকে নগরীর নাজিরের পুল এলাকার বর্মন রোড এবং তার পাঁচশ গজের মধ্যে কাউনিয়া প্রধান সড়কে এ দুটি ঘটনা ঘটে।

মোটরসাইকেলযোগে আসা ২০-২৫ জনের একটি দল মাথায় হেলমেট এবং মুখোশ পড়ে হামলা-ভাঙচুর করেছে বলে দাবি করেছেন মজিবর রহমান সরোয়ার অনুসারী বিএনপি নেতা সৈয়দ আকবর।

তিনি বলেছেন, ঘটনার সময় আমি বাসায় ছিলাম না। মোটরসাইকেলে একদল লোক এসে আমার বাসার দরজা, জানালায় লাথি এবং লাঠি দিয়ে পিটিয়ে ভাঙচুর করে চলে যায়। খবর পেয়ে আমি বাসায় গিয়ে ক্ষয়ক্ষতির চিত্র দেখে থানা পুলিশকে খবর দেই। পরে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এই বিষয়ে আইনগত সহায়তা নেতার কথা জানান তিনি।

হামলার কারণ উল্লেখ করে বিএনপির এ নেতা বলেন, ‘বৃহস্পতিবার (০৯ জানুয়ারি) বরিশাল মহানগর বিএনপির পদবঞ্চিত নেতাকর্মীদের বড় কর্মসূচি রয়েছে। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফার লিফলেট বিতরণ করা হবে।’

তিনি অভিযোগ করেন, আমাদের নেতাকর্মীদের মাঝে ভিতি সৃষ্টি করে আমাদের কর্মসূচিতে বাধা সৃষ্টির জন্যই আমার বাড়িতে পরিকল্পিতভাবে হামলা করা হয়েছে বলে আমার বিশ্বাস। তবে কারা এই হামলায় জড়িত থাকতে পারে সে বিষয়ে অবগত নন বলে জানান তিনি।

দলীয় সূত্রে জানা গেছে, বরিশাল মহানগর বিএনপি দুই ভাগে বিভক্ত। এর মধ্যে মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির বিপক্ষে অবস্থান নিয়েছেন দলের পদবঞ্চিত নেতাদের বড় একটি অংশ। এই অংশের নেতৃত্ব দিচ্ছেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা মজিবর রহমান সরোয়ার। যার বাড়িতে হামলা হয়েছে সেই সৈয়দ আকবর মজিবর রহমান সরোয়ার শিবিরের অন্যতম নেতা।

যদিও কোনো নেতার বাড়িতে হামলার খবর জানা নেই বলে দাবি করেছেন মহানগর বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান খান ফারুক। তিনি বলেন, ‘আমরা মহানগর বিএনপির আহ্বায়ক-সদস্য সচিব সবাই ঢাকায় রয়েছে। তবে শুনেছি নাজিরের পুল সংলগ্ন একটি ক্লাবে জুয়ার টাকা ভাগাভাগি নিয়ে দুই দফা মারামারি হয়েছে, ভাঙচুর হয়েছে। ওই ক্লাবটি আগে আওয়ামী লীগের দখলে ছিল। এখন সেটা কারা নিয়ন্ত্রণ করছে সেটা আমরা বরিশালে গিয়ে তদন্ত করে দেখবো। এলাকার শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে প্রয়োজনে ক্লাবটি বন্ধ করে দেওয়া হবে।’

ভাঙচুরের খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন মহানগরীর কাউনিয়া থানার অফিসার ইনচার্জ নাজমুল নিশাদ বলেন, ‘শুধু সৈয়দ আকবর নয়, তার বাড়ির অদূরে লিটু নামের এক ওয়ার্ড বিএনপি নেতার বাড়িতেও হামলা হয়েছে। খবর পেয়ে আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। এ সময় ডিবির টিমও ছিল। কিন্তু কারা এই ঘটনা ঘটিয়েছে তা কেউ চিহ্নিত করতে পারেনি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। ঘটনায় লিখিত অভিযোগ পেলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে। তবে ঘটনাস্থলের অদূরে নাজিরের পুল এলাকার কোনো ক্লাবে হামলা-ভাঙচুরের খবর পাওয়া যায়নি এবং এমন কোনো ঘটনা ঘটেছে বলে কেউ অভিযোগও করেনি বলে জানান থানা পুলিশের এ কর্মকর্তা।

জনপ্রিয় সংবাদ

জাকসু নির্বাচন বর্জন করল ছাত্রদল সমর্থিত প্যানেল

বরিশালে বিএনপির দুই নেতার বাড়িতে হামলা

আপডেট সময় ০৯:১৬:৩৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৯ জানুয়ারী ২০২৫

বরিশাল মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক জহিরুল ইসলাম খান লিটু ও সাবেক যুগ্মসাধারণ সম্পাদক সৈয়দ আকবরের বাড়িতে হামলা-ভাঙচুরের অভিযোগ উঠেছে।

বুধবার (০৮ জানুয়ারি) রাত ৮টার দিকে নগরীর নাজিরের পুল এলাকার বর্মন রোড এবং তার পাঁচশ গজের মধ্যে কাউনিয়া প্রধান সড়কে এ দুটি ঘটনা ঘটে।

মোটরসাইকেলযোগে আসা ২০-২৫ জনের একটি দল মাথায় হেলমেট এবং মুখোশ পড়ে হামলা-ভাঙচুর করেছে বলে দাবি করেছেন মজিবর রহমান সরোয়ার অনুসারী বিএনপি নেতা সৈয়দ আকবর।

তিনি বলেছেন, ঘটনার সময় আমি বাসায় ছিলাম না। মোটরসাইকেলে একদল লোক এসে আমার বাসার দরজা, জানালায় লাথি এবং লাঠি দিয়ে পিটিয়ে ভাঙচুর করে চলে যায়। খবর পেয়ে আমি বাসায় গিয়ে ক্ষয়ক্ষতির চিত্র দেখে থানা পুলিশকে খবর দেই। পরে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এই বিষয়ে আইনগত সহায়তা নেতার কথা জানান তিনি।

হামলার কারণ উল্লেখ করে বিএনপির এ নেতা বলেন, ‘বৃহস্পতিবার (০৯ জানুয়ারি) বরিশাল মহানগর বিএনপির পদবঞ্চিত নেতাকর্মীদের বড় কর্মসূচি রয়েছে। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফার লিফলেট বিতরণ করা হবে।’

তিনি অভিযোগ করেন, আমাদের নেতাকর্মীদের মাঝে ভিতি সৃষ্টি করে আমাদের কর্মসূচিতে বাধা সৃষ্টির জন্যই আমার বাড়িতে পরিকল্পিতভাবে হামলা করা হয়েছে বলে আমার বিশ্বাস। তবে কারা এই হামলায় জড়িত থাকতে পারে সে বিষয়ে অবগত নন বলে জানান তিনি।

দলীয় সূত্রে জানা গেছে, বরিশাল মহানগর বিএনপি দুই ভাগে বিভক্ত। এর মধ্যে মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির বিপক্ষে অবস্থান নিয়েছেন দলের পদবঞ্চিত নেতাদের বড় একটি অংশ। এই অংশের নেতৃত্ব দিচ্ছেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা মজিবর রহমান সরোয়ার। যার বাড়িতে হামলা হয়েছে সেই সৈয়দ আকবর মজিবর রহমান সরোয়ার শিবিরের অন্যতম নেতা।

যদিও কোনো নেতার বাড়িতে হামলার খবর জানা নেই বলে দাবি করেছেন মহানগর বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান খান ফারুক। তিনি বলেন, ‘আমরা মহানগর বিএনপির আহ্বায়ক-সদস্য সচিব সবাই ঢাকায় রয়েছে। তবে শুনেছি নাজিরের পুল সংলগ্ন একটি ক্লাবে জুয়ার টাকা ভাগাভাগি নিয়ে দুই দফা মারামারি হয়েছে, ভাঙচুর হয়েছে। ওই ক্লাবটি আগে আওয়ামী লীগের দখলে ছিল। এখন সেটা কারা নিয়ন্ত্রণ করছে সেটা আমরা বরিশালে গিয়ে তদন্ত করে দেখবো। এলাকার শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে প্রয়োজনে ক্লাবটি বন্ধ করে দেওয়া হবে।’

ভাঙচুরের খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন মহানগরীর কাউনিয়া থানার অফিসার ইনচার্জ নাজমুল নিশাদ বলেন, ‘শুধু সৈয়দ আকবর নয়, তার বাড়ির অদূরে লিটু নামের এক ওয়ার্ড বিএনপি নেতার বাড়িতেও হামলা হয়েছে। খবর পেয়ে আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। এ সময় ডিবির টিমও ছিল। কিন্তু কারা এই ঘটনা ঘটিয়েছে তা কেউ চিহ্নিত করতে পারেনি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। ঘটনায় লিখিত অভিযোগ পেলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে। তবে ঘটনাস্থলের অদূরে নাজিরের পুল এলাকার কোনো ক্লাবে হামলা-ভাঙচুরের খবর পাওয়া যায়নি এবং এমন কোনো ঘটনা ঘটেছে বলে কেউ অভিযোগও করেনি বলে জানান থানা পুলিশের এ কর্মকর্তা।