ঢাকা ০৩:৫৮ পূর্বাহ্ন, শুক্রবার, ০৮ অগাস্ট ২০২৫, ২৩ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo তফসিল ঘোষণার পর দেশে ফিরবেন তারেক রহমান Logo বিকেলে চাঁদাবাজি নিয়ে লাইভ, রাতে সাংবাদিককে গলা কেটে হত্যা Logo ক্যান্সারে আক্রান্ত ১৪ বছরের কিশোর রুবেল বাঁচতে চায় Logo কারামতিয়া মাদ্রাসায় ছাত্রাবাস নির্মাণসহ বিভিন্ন দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান Logo বাংলাদেশে শরিয়তবিরোধী কোনো আইন প্রণীত হবে না: সালাহউদ্দিন আহমদ Logo তিন শতাধিক শিক্ষার্থী নিয়ে শাহ সুলতান কলেজ ছাত্রশিবিরের নবীন বরণ অনুষ্ঠান Logo ডিসেম্বরের প্রথমার্ধে তফসিল, প্রবাসীদের ব্যালটে থাকবে না প্রার্থীর নাম Logo অসম্পূর্ণ জুলাই ঘোষণাপত্রের প্রতিবাদস্বরূপ কক্সবাজার গিয়েছি: হাসনাত Logo ডিসেম্বরের প্রথমার্ধে নির্বাচনের তফসিল: ইসি Logo বগুড়ায় এসএসসি/দাখিল পরিক্ষায় জিপিএ ৫ শিক্ষার্থীদের সংবর্ধনা দিলো ছাত্রশিবির

বিএনপির দু’পক্ষে দফায় দফায় সংঘর্ষে নারীসহ আহত ১৫, বাড়ি-ঘরে আগুন

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৮:০০:২৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৯ জানুয়ারী ২০২৫
  • 109

কমিটি গঠনকে কেন্দ্র করে বাগেরহাটে বিএনপির দু’পক্ষের দফায় দফায় সংঘর্ষে নারীসহ উভয়পক্ষের ১৫ জন আহত হয়েছেন।এ সময় ৬-৭টি বাড়িতে অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনাও ঘটেছে ।

বুধবার (৮ জানুয়ারি) বিকেল ও সন্ধ্যায় সদরের বিষ্ণুপুর ইউনিয়নের কুলিয়াদাইড় গ্রামে এ ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ ও সেনাবহিনী মেতায়েন করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, বিষ্ণুপুর ইউনিয়নের বিএনপি নেতা মোল্লা মোস্তাফিজ রহমান ও শেখ রুহুল আমীন গ্রুপের মধ্যে ২-৩ দিন আগে থেকে বেশ কয়েকবার ছোট ছোট হামলার ঘটনা ঘটে। এরপর বুধবার দুপর থেকে সন্ধ্যা পর্যন্ত দফায় দফায় হামলায় নারীসহ ১৫ জন আহত হয়। আহতদের মধ্যে ৬ জনকে বাগেরহাট ও খুলনা হাসপাতালে ভর্তি করা হয়েছে। এঘটনার জেরে সন্ধ্যায় মোল্লা মোস্তাফিজ রহমান এর লোকজন শেখ রুহুল আমীনসহ তার ৭ ভাইয়ের বাড়ি-ঘরে অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনা ঘটেছে।

খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে ছুটে যান। বিএনপির বিবাদমান দুই গ্রুপের মধ্যে ফের সংঘর্ষে আশঙ্কায় অতিরিক্ত পুলিশ ও সেনাবাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে।

বাগেরহাট সদর উপজেলা বিএনপির সদস্য শেখ রুহুল আমীন বলেন, বুধবার দুপুরে বিষ্ণুপুর ইউনিয়ন বিএনপি কমিটি গঠন সংক্রান্ত বিষয় নিয়ে জেলা বিএনপির সভাপতি আকরাম হোসেন তালিমের সাথে কথা বলে বাড়ী ফেরার পথে কুলিয়াদাইড় গ্রামের ভিআইপি মোড়ে পৌঁছালে প্রতিপক্ষ মোল্লা মোস্তাফিজ রহমান গ্রুপের কর্মীরা তাদের ওপর হামলা চালায়। এসময়ে তার গ্রুপের কয়েকজন আহত হয়।

অপরদিকে বিষ্ণুপুর ইউনিয়নে বিএনপির সভাপতি মোল্লা মোস্তাফিজ রহমান গ্রুপের নেতা মাসুম মোল্লা বলেন, তাদের গ্রুপের ওপর হামলার ঘটনায় থানায় অভিযোগ দিতে আসার পথে শেখ রুহুল আমীন গ্রুপের লোকজন বিকেলে তাদের ওপর আবারও হামলা চালায়। এতে আমাদের গ্রুপের ৫ জন আহত হয়।

এঘটনার জেরে সন্ধ্যায় কুলিয়াদাইড় গ্রামে উভয় গ্রুপের মধ্যে সংঘর্ষ বাধে। এসময়ে শেখ রুহুল আমীনসহ তাদের ৭ ভাইয়ের বাড়ি-ঘরে অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনা ঘটেছে। আহত হয় নারীনহ আরও ১৫জন।

এ ব্যাপারে বাগেরহাট পুলিশ সুপার মো. তৌহিদুল আরিফ বলেছেন, বিষ্ণুপুর ইউনিয়নে সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে ছুটে যান। ফের সংঘর্ষে আশঙ্কায় এলাকায় অতিরিক্ত পুলিশ ও সেনাবাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

জনপ্রিয় সংবাদ

তফসিল ঘোষণার পর দেশে ফিরবেন তারেক রহমান

বিএনপির দু’পক্ষে দফায় দফায় সংঘর্ষে নারীসহ আহত ১৫, বাড়ি-ঘরে আগুন

আপডেট সময় ০৮:০০:২৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৯ জানুয়ারী ২০২৫

কমিটি গঠনকে কেন্দ্র করে বাগেরহাটে বিএনপির দু’পক্ষের দফায় দফায় সংঘর্ষে নারীসহ উভয়পক্ষের ১৫ জন আহত হয়েছেন।এ সময় ৬-৭টি বাড়িতে অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনাও ঘটেছে ।

বুধবার (৮ জানুয়ারি) বিকেল ও সন্ধ্যায় সদরের বিষ্ণুপুর ইউনিয়নের কুলিয়াদাইড় গ্রামে এ ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ ও সেনাবহিনী মেতায়েন করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, বিষ্ণুপুর ইউনিয়নের বিএনপি নেতা মোল্লা মোস্তাফিজ রহমান ও শেখ রুহুল আমীন গ্রুপের মধ্যে ২-৩ দিন আগে থেকে বেশ কয়েকবার ছোট ছোট হামলার ঘটনা ঘটে। এরপর বুধবার দুপর থেকে সন্ধ্যা পর্যন্ত দফায় দফায় হামলায় নারীসহ ১৫ জন আহত হয়। আহতদের মধ্যে ৬ জনকে বাগেরহাট ও খুলনা হাসপাতালে ভর্তি করা হয়েছে। এঘটনার জেরে সন্ধ্যায় মোল্লা মোস্তাফিজ রহমান এর লোকজন শেখ রুহুল আমীনসহ তার ৭ ভাইয়ের বাড়ি-ঘরে অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনা ঘটেছে।

খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে ছুটে যান। বিএনপির বিবাদমান দুই গ্রুপের মধ্যে ফের সংঘর্ষে আশঙ্কায় অতিরিক্ত পুলিশ ও সেনাবাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে।

বাগেরহাট সদর উপজেলা বিএনপির সদস্য শেখ রুহুল আমীন বলেন, বুধবার দুপুরে বিষ্ণুপুর ইউনিয়ন বিএনপি কমিটি গঠন সংক্রান্ত বিষয় নিয়ে জেলা বিএনপির সভাপতি আকরাম হোসেন তালিমের সাথে কথা বলে বাড়ী ফেরার পথে কুলিয়াদাইড় গ্রামের ভিআইপি মোড়ে পৌঁছালে প্রতিপক্ষ মোল্লা মোস্তাফিজ রহমান গ্রুপের কর্মীরা তাদের ওপর হামলা চালায়। এসময়ে তার গ্রুপের কয়েকজন আহত হয়।

অপরদিকে বিষ্ণুপুর ইউনিয়নে বিএনপির সভাপতি মোল্লা মোস্তাফিজ রহমান গ্রুপের নেতা মাসুম মোল্লা বলেন, তাদের গ্রুপের ওপর হামলার ঘটনায় থানায় অভিযোগ দিতে আসার পথে শেখ রুহুল আমীন গ্রুপের লোকজন বিকেলে তাদের ওপর আবারও হামলা চালায়। এতে আমাদের গ্রুপের ৫ জন আহত হয়।

এঘটনার জেরে সন্ধ্যায় কুলিয়াদাইড় গ্রামে উভয় গ্রুপের মধ্যে সংঘর্ষ বাধে। এসময়ে শেখ রুহুল আমীনসহ তাদের ৭ ভাইয়ের বাড়ি-ঘরে অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনা ঘটেছে। আহত হয় নারীনহ আরও ১৫জন।

এ ব্যাপারে বাগেরহাট পুলিশ সুপার মো. তৌহিদুল আরিফ বলেছেন, বিষ্ণুপুর ইউনিয়নে সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে ছুটে যান। ফের সংঘর্ষে আশঙ্কায় এলাকায় অতিরিক্ত পুলিশ ও সেনাবাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।