বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে একান্ত বৈঠক করেছেন।
মঙ্গলবার (৭ জানুয়ারি) রাজধানীর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অনুষ্ঠিত এ বৈঠকে দুজনের মধ্যে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে আলোচনা হয়। বৈঠকে নির্বাচন, দুর্নীতি, অর্থনীতি এবং জাতীয় ঐকমত্য গড়ে তোলার লক্ষ্যে বিভিন্ন সংস্কারমূলক করণীয় নিয়ে মতবিনিময় হয়।
প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম আজ রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এ বিষয়ে বিস্তারিত জানান।