৭ জানুয়ারী সীমান্তে বিএসএফ কর্তৃক বাংলাদেশী নাগরিক ফেলানী হত্যার প্রতিবাদে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ধানমন্ডি থানার উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
ধানমন্ডি থানা ছাত্রশিবিরের সেক্রেটারী তাহমিদ হাসানের সঞ্চালনা ও ধানমন্ডি থানা ছাত্রশিবিরের সভাপতি সাব্বির আহমেদ ফাহিমের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্রশিবির ঢাকা মহানগর পূর্বের সেক্রেটারি আসিফ আব্দুল্লাহ।
প্রধান অতিথির বক্তব্যে আসিফ আব্দুল্লাহ বলেন, ফেলানী হত্যার বিচার আজও হয়নি, ফেলানীর পরিবার আজও বিচারের আশায় অপেক্ষা করছে৷ বিগত ষোলো বছরের নতজানু সরকারের আমলে প্রায় ছয় শতাধিক বাংলাদেশী নাগরিককে নির্মমভাবে হত্যা করেছে ঘাতক বিএসএফ বাহিনী৷ আন্তর্জাতিক আদালতের মাধ্যমে ফেলানী সহ সকল সীমান্ত হত্যার সুষ্ঠু বিচার করতে হবে।
আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে আরও বক্তব্য রাখেন ঢাকা মহানগর পূর্বের সাংস্কৃতিক সম্পাদক তাহমিদ জামান ও দপ্তর সম্পাদক নাজমুল হক মাহদী।