ময়মনসিংহে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের দুই নেতা গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের বিস্ফোরক আইনে দায়ের হওয়া একটি মামলায় গ্রেপ্তার হয়।
সোমবার (৬ জানুয়ারি) বিকেলে সংশ্লিষ্ট মামলায় চিফ জুডিশিয়াল আদালতের মাধ্যমে তাদের ময়মনসিংহ কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে।
এর আগে রোববার রাতে ময়মনসিংহ নগরীর আকুয়া ও সানকিপাড়া এলাকা থেকে এই ছাত্রলীগ নেতাদের গ্রেপ্তার করে কোতোয়ালি মডেল থানা পুলিশ। কোতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম খান বলেন, নিষিদ্ধ ঘোষিত ছাত্র সংগঠন ছাত্রলীগের দুই নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। বিস্ফোরক আইনের একটি মামলায় তাদের দুজনকে গ্রেপ্তার করে পাঁচ দিনের রিমান্ড চেয়ে আদালতে তোলা হয়। এ সময় আদালত তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
গ্রেপ্তার হওয়া নেতারা হলেন- ঈশ্বরগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক রানা আহমেদ ও সোহাগী ইউনিয়ন ছাত্রলীগের আহ্বায়ক মাহাবুব আলম শামীম।