ঢাকা ০৫:০৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫, ১৫ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo ঐকমত্য কমিশনের সদস্যদের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক Logo কুষ্টিয়া গড়াই নদীর উপর শহীদ আবরার ফাহাদ সেতুর দাবীতে মানববন্ধন অবস্থান কর্মসূচী অনুষ্ঠিত হয় Logo হঠাৎ ব্ল্যাকআউটের কবলে স্পেন, পর্তুগাল ও ফ্রান্স Logo চাঁপাইনবাবগঞ্জে সম্পত্তি বিরোধে স্বামীর লাশ দাফনে স্ত্রীর বাধা Logo ইয়েমেনে মার্কিন হামলায় ৬৮ আফ্রিকান অভিবাসী নিহত Logo নোয়াখালীতে গৃহকর্তাকে কুপিয়ে সৌদি প্রবাসীর বাড়িতে ডাকাতি Logo মৌলভীবাজার জেলা বিএনপির প্যাডে স্বাক্ষর জালিয়াতি নিয়ে বিতর্ক Logo তা’মীরুল মিল্লাত ক্লাব কমিটি সেটাপ’২৫ সম্পন্ন Logo ধর্ষণের অভিযোগে গণপিটুনি, কারাগারে ইমামের মৃত্যু Logo নোয়াখালী কলেজের উন্নয়ন ও সমস্যা দূরীকরণের পরিকল্পনা, শীঘ্রই বাস্তবায়নের আশ্বাস অধ্যক্ষের

তামিম ঝড়ে ফরচুন বরিশালের দ্বিতীয় জয়

তামিম ঝড়ে ফরচুন বরিশালের দ্বিতীয় জয়

সামনে থেকে নেতৃত্ব দিয়ে দলকে জেতালেন তামিম ইকবাল। ফরচুন বরিশালকে ৭ উইকেটের জয় এনে দেওয়ার পথে খেলেছেন ৮৬ রানের ইনিংস। এবারের বিপিএলে এটি দ্বিতীয় জয় বরিশালের। তিন ম্যাচ খেলে ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের দুটি জয়ই এসেছে দুর্বার রাজশাহীর বিপক্ষে।

১৬৯ রান তাড়ার শুরুটা অবশ্য ভালো ছিল না তামিমের দলের। দলীয় ১২ রানে আউট হন ওপেনার প্রীতম কুমার (৩)। তবে তিনে নেমেই প্রতি আক্রমণ শুরু করেন কাইল মায়ার্স। ২৪ রানের ইনিংসটা খুব বড় না হলেও ৩ চার ও ২ ছক্কায় ওয়েস্ট ইন্ডিজের ব্যাটার দলের আত্মবিশ্বাস বাড়িয়ে দিয়েছেন।

মায়ার্সের সেই আত্মবিশ্বাসে চড়েই পরে দুর্দান্ত সব শটে এবারের বিপিএলের ফিফটির ইনিংসটি সাজান তামিম। মায়ার্সের পর ১৩ রান করে তাওহিদ হৃদয় ফিরে গেলেও নিজের আক্রমণাত্মক ব্যাটিংয়ে তাসকিন আহমেদ-শরিফুল ইসলামদের ওপর শাসন করতে থাকেন বাঁহাতি ওপেনার। যেভাবে ব্যাটিং করছিলেন ফিফটির ইনিংসটিকে হয়তো সেঞ্চুরিতে রূপ দিতে পারতেন।

ওপেনিংয়ে নেমে জয় নিয়ে মাঠ ছাড়তে পারায় হয়তো সেই আক্ষেপ ঘুচে গেছে তামিমের। ১৭৯.১৬ স্ট্রাইকরেটের ৮৬ রানের ইনিংসটি সাজিয়েছেন ১১ চার ও ৩ ছক্কায়। তিন ছক্কার শেষটিতে দলের জয়ও নিশ্চিত করেছেন তিনি। দলের জয়ে শেষ দিকে ৩৪ রান করে তাকে দারুণ সঙ্গ দিয়েছেন মুশফিকুর রহিমও।

উইকেটরক্ষক ব্যাটার ১ ছক্কার বিপরীতে হাঁকিয়েছেন ৪ চার। চতুর্থ উইকেটে ৭৬ রানের অবিচ্ছেদ্য জুটি গড়েন দুজনে।

জনপ্রিয় সংবাদ

ঐকমত্য কমিশনের সদস্যদের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক

তামিম ঝড়ে ফরচুন বরিশালের দ্বিতীয় জয়

আপডেট সময় ১০:৪৪:৩৬ অপরাহ্ন, সোমবার, ৬ জানুয়ারী ২০২৫

সামনে থেকে নেতৃত্ব দিয়ে দলকে জেতালেন তামিম ইকবাল। ফরচুন বরিশালকে ৭ উইকেটের জয় এনে দেওয়ার পথে খেলেছেন ৮৬ রানের ইনিংস। এবারের বিপিএলে এটি দ্বিতীয় জয় বরিশালের। তিন ম্যাচ খেলে ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের দুটি জয়ই এসেছে দুর্বার রাজশাহীর বিপক্ষে।

১৬৯ রান তাড়ার শুরুটা অবশ্য ভালো ছিল না তামিমের দলের। দলীয় ১২ রানে আউট হন ওপেনার প্রীতম কুমার (৩)। তবে তিনে নেমেই প্রতি আক্রমণ শুরু করেন কাইল মায়ার্স। ২৪ রানের ইনিংসটা খুব বড় না হলেও ৩ চার ও ২ ছক্কায় ওয়েস্ট ইন্ডিজের ব্যাটার দলের আত্মবিশ্বাস বাড়িয়ে দিয়েছেন।

মায়ার্সের সেই আত্মবিশ্বাসে চড়েই পরে দুর্দান্ত সব শটে এবারের বিপিএলের ফিফটির ইনিংসটি সাজান তামিম। মায়ার্সের পর ১৩ রান করে তাওহিদ হৃদয় ফিরে গেলেও নিজের আক্রমণাত্মক ব্যাটিংয়ে তাসকিন আহমেদ-শরিফুল ইসলামদের ওপর শাসন করতে থাকেন বাঁহাতি ওপেনার। যেভাবে ব্যাটিং করছিলেন ফিফটির ইনিংসটিকে হয়তো সেঞ্চুরিতে রূপ দিতে পারতেন।

ওপেনিংয়ে নেমে জয় নিয়ে মাঠ ছাড়তে পারায় হয়তো সেই আক্ষেপ ঘুচে গেছে তামিমের। ১৭৯.১৬ স্ট্রাইকরেটের ৮৬ রানের ইনিংসটি সাজিয়েছেন ১১ চার ও ৩ ছক্কায়। তিন ছক্কার শেষটিতে দলের জয়ও নিশ্চিত করেছেন তিনি। দলের জয়ে শেষ দিকে ৩৪ রান করে তাকে দারুণ সঙ্গ দিয়েছেন মুশফিকুর রহিমও।

উইকেটরক্ষক ব্যাটার ১ ছক্কার বিপরীতে হাঁকিয়েছেন ৪ চার। চতুর্থ উইকেটে ৭৬ রানের অবিচ্ছেদ্য জুটি গড়েন দুজনে।